IPL 2025: দিল্লিকে চ্যাম্পিয়ন করতে রঞ্জির ফর্ম আইপিএলেও দেখাবেন এই ভারতীয় ব্যাটার

IPL 2025: আইপিএল শুরু হতে আর বাকি মাত্র কয়েকদিন। ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই খেলা নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে করুণ নায়ার সম্পর্কে। তিনি বিজয় হজারে ট্রফির পর রান করেছে রঞ্জিতেও। অভিজ্ঞ করুন নায়ার বড় ভূমিকা পালন করেছেন বিদর্ভকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে। তিনি চাইছেন চলতি বছরের আইপিএলে ঘরোয়া ক্রিকেটের ফর্ম দেখাতে। নিজের প্রতিভা দিয়ে তিনি সম্পূর্ণ চেষ্টা করবেন এই বছর দিল্লি ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করতে। দিল্লি ক্যাপিটালস নিলামে ৫০ লক্ষ টাকায় করুণকে কিনেছে।

আগের আইপিএলও (IPL 2025) তিনি এই দলের হয়েই খেলেছেন। চলতি বছরের আইপিএলে নিজের পুরনো দলে ফিরে ভীষণ খুশি করুণ। তিনি বলেন যে, দিল্লি ক্যাপিটালসে ফিরতে পেরে তিনি খুশি। তিনি আশা রাখছেন প্রথম একাদশে থাকবে তার নাম। ঘরোয়া ক্রিকেটে যেরকম দক্ষতা দিয়ে তিনি খেলেছেন, সেই একই দক্ষতা এবং ক্ষমতা প্রকাশ করতে চাইছেন আইপিএলেও। নিজের খেলার ধরন তিনি কোনোভাবেই বদল করবেন না। নিজস্ব ছন্দে রয়েছেন এবং এই ছন্দকে তিনি ধরে রাখতে চান।

করুণ নায়ার আরো জানিয়েছেন যে, আইপিএল হল চার-ছক্কার খেলা। ভারতীয় ব্যাটার হিসেবে নিজের মধ্যে এক আলাদা প্রতিভা অনুভব করেন তিনি। তার দৃঢ় বিশ্বাস তিনি অবশ্যই এই খেলাতে ভালো প্রদর্শন করবেন। করুণ নায়ার বলেন যে, প্রতিযোগিতা (IPL 2025) এগোনোর সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতাও আরো বাড়বে। পরিস্থিতি অনুযায়ী খেলতে পছন্দ করেন করুণ নায়ার। শুরু থেকে বড় শট খেলার ক্ষমতা তার আছে। মাথা ঠান্ডা রেখে তিনি চাইছেন দিল্লি ক্যাপিটালসকে প্রথমবারের জন্য বিজয়ী করতে।

আরও পড়ুন: আইপিএলের শুরুতেই ধাক্কা, প্রথমার্ধে নেই মায়াঙ্ক যাদব!

২০২৫ সালের আইপিএলে (IPL 2025) অক্ষর পটেলকে অধিনায়ক করেছে দিল্লি ক্যাপিটালস। করুণ কিন্তু দলের নতুন অধিনায়ককে নিয়ে যথেষ্ট আশাবাদী। তিনি বলেছেন অক্ষর অনেকদিন ধরে খেলার সঙ্গে যুক্ত। ক্রিকেট সম্পর্কে ওর ভীষণ জ্ঞান আছে এবং নেতৃত্ব দেওয়ার জন্য একেবারে উপযুক্ত। কাকে কী দায়িত্ব দিতে হবে সেটাও ভাল করে জানে। পাশাপাশি দলে এবার লোকেশ রাহুলও আছে। অনেকদিন ধরে একসাথে খেলেছেন তারা দুজনে। আইপিএলে রাহুলের রেকর্ড খুবই ভাল। অধিনায়কত্বও করেছেন। রাহুল দলে থাকলে যেমন অক্ষরের সুবিধা হবে তেমনি দল আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে।

বিজয় হাজারেতে এক দিনের ক্রিকেটে ন’টি ম্যাচে ৭৭৯ রান করেছেন করুণ নায়ার। পাঁচটি শতরান ও একটি অর্ধশতরান এসেছে তাঁর ব্যাট থেকে। তিনি গড়ে রান করেছেন ৩৮৯.৫০। রঞ্জিতে লাল বলের ক্রিকেটে ৫৭.৩৩ গড়ে ৮৬০ রান করেছেন করুণ। সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হল কেরলের বিরুদ্ধে ফাইনালে শতরান করেছেন তিনি। নিজের পুরনো এবং ঘরোয়া ছন্দ আইপিএল ম্যাচেও দেখানোর জন্য একেবারে প্রস্তুত করুণ নায়ার। দিল্লিকে চ্যাম্পিয়ন করার লক্ষ্যে নামবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *