Best Vivo Phones: বাজেটের মধ্যে দুর্দান্ত ক্যামেরার ফোন কিনতে চান, চোখ বুজে কিনে নিন ভিভোর এই ফোনটি

Best Vivo Phones: ভারতের মাটিতে একাধিক নামকরা স্মার্টফোন সংস্থার মধ্যে প্রথম সারির একটি সংস্থা হলো ভিভো। বিগত কিছু বছরে সব ধরনের দামের দুর্দান্ত ফিচারের একাধিক স্মার্ট ফোন আমার জন্য বেস্ট সেলিং সংস্থাগুলির মধ্যে প্রথম দিকে উঠে আসে ভিভোর নাম। জানা যাচ্ছে আবারও ভারতের স্মার্টফোনের জগৎ কাঁপাতে আসছে ভিভোর নতুন সংযোজন। দুর্দান্ত ফিচার ও একাধিক সুবিধার এই ফোনের বিশেষত্ব শুনলে যে কেউ চমকে যাবে।

ভিভো সংস্থাটি চলতি মাসেই নিজেদের একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা যাচ্ছে নভেম্বরেই ভারতের স্মার্টফোনের বাজারে আসছে ভিভো ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন (Best Vivo Phones)। মডেলটির নাম হতে চলেছে Y300! এই বিশেষ ফাইভ জি ফোন ভারতের বাজারে আগামী ২১শে নভেম্বর লঞ্চ হতে চলেছে। জানা যাচ্ছে ওইদিন ভারতীয় সময় অনুসারে দুপুর বারোটার সময় প্রকাশ করা হবে এই স্মার্টফোনটি।

ইতিমধ্যেই একটি টিজার প্রকাশ পেয়েছে এই ফোনটির সম্পর্কে। তাতেই প্রকাশ পেয়েছে এর প্রথম লুক। গত বছর এসেছিল Vivo Y200 5G ফোন! এবার আসতে চলেছে Vivo Y300 5G! সূত্রের খবর এবছর সেপ্টেম্বরে যে ভিভো ভি৪০ স্মার্টফোনটি প্রকাশ পেয়েছে তারই কিছু আপগ্রেড ভার্সন হতে চলেছে নতুন মডেলের (Best Vivo Phones) এই মোবাইলটি। জানা যাচ্ছে এখনও অবধি এই মোবাইলটি তিনটি আলাদা রঙে প্রকাশ পেতে চলেছে সেগুলি হলো কালো, রূপালী এবং সবুজ।

আরো পড়ুন: জিওর নতুন ফাইভ জি মোবাইল, দাম কম ফিচার্স বেশি

প্রসঙ্গত সম্প্রতি vivo Y18 ফোনটি ভারতের বাজারে প্রকাশ পেয়েছে। যেটি আসলে একটি বাজেট স্মার্টফোন হিসেবে বাজারে আনা হয়েছে। ওয়াই সিরিজের ভিভোর (Best Vivo Phones) এই ফোনে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ ভারতের বাজারে প্রকাশ পেয়েছে। যার দাম রয়েছে মাত্র ৯৪৯৯ টাকা! এটি মূলত জেম গ্রিন এবং স্পেস ব্ল্যাক এই দুই রঙে পাওয়া যাচ্ছে। Flipkart এবং ভিভোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি এই মোবাইলটি কিনতে পারবেন গ্রাহকরা।

এছাড়া এতে রয়েছে ৫০০০ এমএএইচ এর শক্তিশালী ব্যাটারি এবং ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফেসিলিটি। এছাড়াও ভিভোর এই নতুন স্মার্টফোনটিতে (Best Vivo Phones) রয়েছে Unisoc T612 চিপসেট। রয়েছে ক্রিস্টাল ক্লিয়ার ছবি তোলার জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট। যার সাথে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরও রয়েছে। এছাড়া দুর্দান্ত সেলফি এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ডিভাইসটিকে ধুলো এবং জল প্রতিরোধক হিসেবে বানানো হয়েছে যা একে একটি টেকসই দীর্ঘ জীবন দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *