Slowest City: যানজটেই জীবন শেষ, বিশ্বের দ্বিতীয় ধীরগতিসম্পন্ন তকমা জুঠলো দেশের এই শহরের কপালে

Slowest City: দেশ ও বিদেশের বড় বড়ো শহরগুলির অন্যতম বড় সমস্যা হলো যানজট। আবার যানজটের নিরিখে কোন দেশ এগিয়ে কোন দেশ পিছিয়ে রয়েছে তার তালিকা প্রকাশ করলো টমটম ট্রাফিক সূচক। এই তালিকা সামনে আসার পর থেকেই হুলুস্থুল পরে গিয়েছে। ২০২৪ সালের টমটম ট্রাফিক সূচক অনুযায়ী যানজটের নিরিখে বিশ্বের মধ্যে মধ্যে দ্বিতীয় ধীরগতির শহর হলো কলকাতা। ডাচ লোকেশন টেকনোলজির ফার্ম টমটম প্রতি বছরই বিশ্বের প্রধান শহরগুলি নিয়ে ট্রাফিক মূল্যায়ন করে একটি তালিকা প্রস্তুত করে। এবারও তার অন্যথা হয়নি। যেখানে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা আর তার পরেই তৃতীয় স্থানে রয়েছে আরেক ভারতীয় শহর বেঙ্গালুরু।

ওই প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ধীরতম শহরের (Slowest City) তালিকায় রয়েছে কলম্বিয়ার বারানকুইলার। সেখানে প্রতি ১০ কিলোমিটার যেতে যাত্রীদের সময় লাগে ৩৬ মিনিট। দ্বিতীয় স্থানে থাকা কলকাতায় সময় লাগে ৩৪ মিনিট। যেখানে ব্যাঙ্গালুরুতে সময় লাগে ৩০ মিনিট ১০ সেকেন্ড। একই ভাবে এই তালিকায় এই সালে নতুন জায়গা করে নিয়েছে পুনে। বিশ্বের ধীরতম শহরের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারতের আরেকটি শহর পুনে। এই তালিকায় আরেকটি ভারতীয় শহর হায়দরাবাদ জায়গা করে নিয়েছে ১৮ নম্বরে।

টমটমের তথ্য অনুযায়ী ভারতের সবচেয়ে ধীর গতির শহর (Slowest City) হলো কলকাতা। দ্বিতীয় শহর হিসেবে রয়েছে বেঙ্গালুরু। এদিকে বিশ্বের সবচেয়ে বেশি ভিড় রাস্তার শহর হিসেবে রয়েছে লন্ডনের নাম। যেখানে প্রতি ঘণ্টায় ১৪ কিলোমিটার গড় গতিবেগে যানবাহন চলাচল করে। এছাড়া ডাবলিনে গাড়ির গতিবেগ গড়ে ১৬ কিলোমিটার। মিলান এবং লিমায় ১৭ কিমি প্রতি ঘণ্টায় যানবাহন চলাচল করে থাকে। যা ভারতীয় দুই শহর কলকাতা এবং ব্যাঙ্গালোরের চেয়ে তুলনায় কিছুটা কম।

আরও পড়ুন: এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে আধ্যাত্মিকতা, জীবনের খোঁজে আইআইটি বাবা

তা সত্ত্বেও ভারতের এই দুই শহরকে ধীরতম শহর (Slowest City) হিসেবে ধরা হয় কারণ এই দুই শহরের রাস্তায় যানজট ছাড়াও একাধিক সমস্যা রয়েছে। তথ্য অনুযায়ী ভারতের কলকাতার গাড়ির গড় গতিবেগ ঘণ্টায় ১৭.৪ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং বেঙ্গালুরুর গতিবেগ গড়ে ঘণ্টায় ১৭.৬ কিলোমিটার।

বিশ্বের সবচেয়ে ধীরগতির শহরের (Slowest City) তালিকায় ৩১ নম্বরে রয়েছে আরেক ভারতীয় শহর চেন্নাই। ৩৯তম স্থানে রয়েছে মুম্বাই, ৪৩তম স্থানে রয়েছে আমেদাবাদ, এরপর ৫০তম স্থানে রয়েছে এরনাকুলাম, ৫২তম স্থানে রয়েছে জয়পুর। এছাড়া ১২২তম স্থানে রয়েছে ভারতের রাজধানী শহর দিল্লি। ভারতের দিক দিকে ধীরতম শহরের দশম স্থানে রয়েছে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *