Wifi Password: পাসওয়ার্ড ছাড়াই মিলবে ওয়াইফাই কানেকশন, অবলম্বন করুন এই পদ্ধতিগুলো

Wifi Password: পাসওয়ার্ড ছাড়াই মিলবে ওয়াইফাই কানেকশন, অবলম্বন করুন এই পদ্ধতিগুলো। বর্তমান যুগটা একেবারেই ইন্টারনেট ভিত্তিক হয়ে পড়েছে। আমাদের দৈনন্দিন জীবনের একাধিক কাজই আমরা করে থাকি ইন্টারনেটের সহায়তায়। কিন্তু এমন অনেক পরিস্থিতি আসে যেখানে হয়তো মোবাইল ডাটা কাজ করছে না। আশপাশে কোন ওয়াইফাই কানেকশনের সাথে কানেক্ট করতে চাইলে প্রয়োজন পড়বে পাসওয়ার্ডের। কিন্তু আপনি কি জানেন? পাসওয়ার্ড ছাড়াও কানেক্ট করা যায় ওয়াইফাই। আজকের প্রতিবেদনে সেরকমই কয়েকটি পদ্ধতির কথা উল্লেখ করা হলো।

ওয়াইফাই বিষয়টাই পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত থাকে। কিন্তু কিছু ক্ষেত্রে রাউটার প্রস্তুতকারী সংস্থাগুলি পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট (Wifi Password) করার পরিষেবাও প্রদান করে থাকে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে জানিয়ে রাখা ভালো কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ওয়াইফাই ব্যবহার করা সম্পূর্ণ আইন বিরুদ্ধ। তাই এমন কোন কাজ করা থেকে বিরত থাকুন। যদি কারো ওয়াইফাই আপনি ব্যবহার করতে চান তাহলে তার অনুমতি নিয়ে তবেই করুন।

ডব্লিউপিএস ব্যবহার

ডব্লিউপিএসের মাধ্যমে পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই কানেক্ট (Wifi Password) করা সম্ভব। আপনার মোবাইল ফোনের সেটিংস অপশনে গিয়ে ওয়াইফাই কানেকশন অপশন থেকে কানেক্ট বাই ডব্লিউপিএস সিলেক্ট করুন এবং রাউটার থেকে ডাবলুপিএস বাটনটি ৩০ সেকেন্ডের জন্য চেপে ধরে থাকুন। এরপর কোনরকম পাসওয়ার্ড ছাড়াই অটোমেটিক্যালি নির্দিষ্ট রাউটারের সাথে আপনার ফোনটি ওয়াইফাই কানেক্টেড হয়ে যাবে।

কিউআর কোড পদ্ধতি

পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেক্ট (Wifi Password) করার এটি অন্যতম ব্যবহারযোগ্য পদ্ধতি। কিউআর কোড স্ক্যান করে কানেক্ট করে নেওয়া যায় যে কোন রাউটারের সাথে। যদিও পদ্ধতিটি একটু জটিল কিন্তু বেশ কার্যকরী। কিউআরস্টাফ ডট কম ওয়েবসাইটটি সার্চ করে সেখানে লগইন অপশনটিকে সিলেক্ট করুন। এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে কানেক্ট করে নিন নির্দিষ্ট রাউটারের সঙ্গে। এক্ষেত্রে এসএসআইডি নম্বরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আরো পড়ুন: পৃথিবীর সবচেয়ে বড়লোক শহর কোনটি! জানেন না অনেকেই

ওয়াইফাই কি শেয়ার

ওয়াইফাই কি শেয়ার একটি এপ্লিকেশন। এটিকে সেই ফোনে ডাউনলোড করে নিন যেখান থেকে আপনি ওয়াইফাই কানেক্ট করতে চাইছেন। তারপর এসএসআইডি নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিউআর কোড স্ক্যান করুন। তাহলেই খুব সহজে নির্দিষ্ট ফোনের ওয়াইফাই এর সাথে আপনার নিজের ফোন থেকে কানেক্ট করে নিতে পারবেন। কোনো পাসওয়ার্ডের (Wifi Password) প্রয়োজন পড়বে না।

গেস্ট মোড

কিছু রাউটারের ক্ষেত্রে একটি বিশেষ সুবিধা পাওয়া যায়। সেই সমস্ত রাউটারে গেস্ট মোড অপশন থাকে। এই অপশনটির সাহায্যে ব্রাউজারের মাধ্যমে ওয়াইফাই কানেক্ট করা যায় পাসওয়ার্ড ছাড়াই (Wifi Password)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *