Popular Actress: জনপ্রিয় অভিনেত্রী ২৮ বার করেছেন বিয়ে, পরে প্রতারণার অভিযোগে হাজতবাস

Popular Actress: একসময় অভিনয়ের জগতে বেশ প্রশংসা পেয়েছিলেন। বিয়ে করেছেন ২৮ বার। শুধু এখানেই শেষ নয় বাংলাদেশী এই অভিনেত্রী রোমানা ইসলাম স্বর্ণার বিরুদ্ধে আসে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করার অভিযোগ। এবার অভিনেত্রী নিজে সমস্ত প্রশ্নের উত্তর দিলেন। প্রতারণার কেসে ২০২১ সালে গ্রেপ্তার হন এই জনপ্রিয় বাংলাদেশী অভিনেত্রী। এদিন ঢাকার একটি সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগের বিষয়ে প্রথম বার মুখ খোলেন।

অভিনেত্রী রোমানা (Popular Actress) জানান মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে তাকে। প্রাক্তন স্বামীই পুলিশ ব্যবহার করে জেলে বন্দি করেছিলেন তাকে। সেই সময়ের প্রশাসনের মদতেই গ্রেফতার হন তিনি। এছাড়াও ২৮টি বিয়ের ঘটনা সম্পর্কেও ভুঁয়ো তথ্য ছড়ানো হয়েছে তাঁর নামে। এসব ভিত্তিহীন অভিযোগ এখনও প্রমাণ হয়নি।

তিনি আরো বলেন গত ২০১৯ সালে কেরিয়ারের উন্নতির সময় প্রাক্তন স্বামী জুয়েলকে বিয়ে করেন এই অভিনেত্রী। সেই সময় প্রথম স্ত্রীর কথা গোপন রেখেই বিয়ে হয় তার। এরপর অশান্তি ও নির্যাতনের মধ্যে দিয়ে যেতে যেতে সংসার ভাঙার মুখে এগিয়ে যায়। সাধারণ ডায়েরি করেও পুলিশের থেকে কোনো সাহায্য পাননি তিনি। জানা যায় বিয়ের পর অভিনয়েও বাধা দেয় জুয়েল। সব কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেও সুখ অধরা থাকায় ডিভোর্সের পথে হাঁটেন এই অভিনেত্রী (Popular Actress)।

আরো পড়ুন: বিয়ের প্রস্তুতি তুঙ্গে, কবে সাত পাকে বাঁধা পড়ছেন বিজয় তামান্না জুটি

রোমানা আরও বলেন সেই সময়ের ডিবি প্রধান হারুন, এই কাজে জুয়েলের সাথ দেন। তাই উপায় না পেয়ে মামলা তুলে নিতে বাধ্য হন অভিনেত্রী (Popular Actress)। প্রথমবার ডিভোর্স দিলে সব মিটমাট হলে পুনরায় অশান্তি শুরু হওয়ায় ডিভোর্স দিতে চাইলে মিথ্যে মামলা দায়ের করা হয় অভিনেত্রীর নামে। জোরপূর্বক গ্রেফতারির জন্য ঘুষও দেওয়া হয় পুলিশ আধিকারিককে। এরপর দেড় মাস জেলে কাটিয়ে ডিভোর্স না দেওয়ার শর্তে জামিন হয় অভিনেত্রীর। পরিবারের ভোগান্তির কথা ভেবে অভিনেত্রী সমস্ত শর্তে রাজি হন বলে জানান।

এরপরও ডিভোর্স চলাকালীন অভিনেত্রীর (Popular Actress) প্রাক্তন স্বামী জুয়েল প্রায়ই নতুন কাবিন ছাড়াই তাঁর বাড়ি চলে আসতেন এবং পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হতো। তিনি আরও জানান পরিবারের নিরাপত্তার কথা ভেবে এতদিন চুপ করেছিলেন তিনি। কিন্তু এবার জেল থেকে ফিরে তিনি জানতে পারেন তাঁর প্রাক্তন স্বামী সৌদি গেছেন। সেই সুযোগেই মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এই অভিনেত্রী। এতেও রেহাই পাননি তিনি। ক্রমাগত প্রাণের হুমকি মিলেছে। তবে বাংলাদেশ সরকার ভেঙে যাওয়ায় জুয়েলের সাহায্যকারীরা ক্ষমতা হারিয়েছে তাই এবার তিনি সমস্ত সত্য সামনে আনতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *