Three Capitals: আমাদের ভারতেই রয়েছে এমন এক রাজ্য, যার রাজধানীর সংখ্যা তিনটি। বর্তমানে মোট ২৮ টি রাজ্য এবং আটটি কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে গঠিত আমাদের ভারত বর্ষ। এই ২৮ টি রাজ্যের মধ্যে প্রত্যেকটি রাজ্যেরই আলাদা আলাদা নিজস্বতা রয়েছে। পার্থক্য রয়েছে রাজধানীতেও। প্রত্যেকটি রাজ্যের সাধারণত একটি করে রাজধানী থাকে। তবে কিছু ক্ষেত্রে একটি রাজ্যের দুটি রাজধানী হতেও দেখা যায়। তবে ভারতবর্ষে এমন একটি রাজ্য রয়েছে যার রাজধানীর সংখ্যা একটি বা দুটি নয়, মোট তিনটি।
রাজ্যটির রনাম অন্ধ্রপ্রদেশ। এই রাজ্যের রয়েছে তিনটি রাজধানী (Three Capitals)। তবে এই রাজধানী নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। অন্ধপ্রদেশের তিনটি রাজধানী হল বিশাখাপত্তনম, অমরাবতী এবং কুরনুল। এই তিনটি জায়গার মধ্যে দূরত্ব বেশ খানিকটা। আর সেই কারণেই রাজধানীর নাম নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। অন্ধ্রপ্রদেশের প্রথম রাজধানী বিশাখাপত্তনম, সামুদ্রিক উপকূলবর্তী এলাকায় হিসেবে পরিচিত। দ্বিতীয় রাজধানী অমরাবতী। ঐতিহাসিক দিক থেকে এই শহরের গুরুত্ব অপরিসীম। তৃতীয় রাজধানী কুরনুল। মূলত অন্ধপ্রদেশের উচ্চ আদালত বা আইনি সিদ্ধান্ত নেওয়ার জন্য ব্যবহার করা হয় এই জায়গাটিকেই।
এবার একটা প্রশ্ন মনে আসতেই পারে। কেন একটি রাজ্যে তিনটি রাজধানী রাখার প্রয়োজন পড়লো? এই তিনটি রাজধানীর (Three Capitals) মধ্যে যেকোনো একটিকে মূল রাজধানী হিসেবে বেছে নেওয়া হলো না কেন? এর একটি বিশেষ কারণ রয়েছে। অন্ধ্রপ্রদেশ সরকার চেয়েছিল গোটা রাজ্য জুড়ে সুসম উন্নয়ন প্রচলন করতে। সেই কারণেই রাজ্যের বিভিন্ন এলাকায় আলাদা তিনটি রাজধানী (Three Capitals) চিহ্নিত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে রাজধানী হিসেবে অমরাবতীকে বেছে নেওয়া যেত। কিন্তু তাতে কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। সেই কারণে বিশাখাপত্তনম, কুরনুল এবং অমরাবতী। তিনটি এলাকাকেই দেশের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে।
আরো পড়ুন: জম্মু-কাশ্মীর বিধানসভায় বাঁধলো ধুন্দুমার কান্ড, কারণ ৩৭০ ধারা
ভারতের পঞ্চম বৃহত্তম রাজ্য অন্ধ্রপ্রদেশ। যার উপকূল রেখা বিস্তৃত রয়েছে দীর্ঘ এলাকা জুড়ে। অন্ধ্রপ্রদেশের সীমারেখা যুক্ত রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা, ছত্রিশগড়ের সীমার সাথে। জন সংখ্যার দিক থেকেও ভারতের মধ্যে দশম স্থানে রয়েছে এই রাজ্য। ২০১১ সালে করা সমীক্ষা অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে শিক্ষিতের হার ছিল ৬৭.৩৫ শতাংশ। তিনটি রাজধানী (Three Capitals) যুক্ত এই রাজ্যটি সৃষ্টি হয় পয়লা নভেম্বর ১৯৫৬ সালে। এরপর এই রাজ্য ভেঙেই তৈরি হয়েছিল তেলেঙ্গানা।
ভারতীয় সংবিধান অনুযায়ী, কোন নতুন রাজ্য তৈরি করা অথবা পুরোনো রাজ্যের রাজধানী পরিবর্তন করার অধিকার রয়েছে শুধুমাত্র সংসদের। রাজ্য সরকার বা রাজ্য বিধানসভা এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারবে না। তবে নিজেদের রাজ্যের উন্নয়নের স্বার্থে রাজ্য বা রাজধানী সম্পর্কিত যেকোনো প্রস্তাব রাখতে পারে রাজ্য বিধানসভা। অন্ধ্রপ্রদেশের রাজ্য সরকারের পক্ষ থেকে অমরাবতীকেই রাজ্যের রাজধানী হিসেবে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সংসদে সেই প্রস্তাব স্বীকৃতি পায়নি। সেই কারণেই আজও এই রাজ্যের তিনটি রাজধানী (Three Capitals) রয়ে গেছে।