Tata Group Share: টাটা গ্রুপে শেয়ার বরাবরই বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়ে এসেছে। সম্প্রতি টাটা গ্রুপের এক্সপার্টরা একটি শেয়ারে বিনিয়োগের কথা বলেছেন। এই একটি শেয়ারে বিনিয়োগকারীদের করে তুলবে মালামাল।
বর্তমান সময়ে মানুষজন শেয়ার মার্কেটে (Tata Group Share) ইনভেস্ট করার জন্য আগ্রহ প্রকাশ করছে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করা যেমন ঝুঁকিপূর্ণ তেমনি সঠিক শেয়ার নির্বাচন করলে আপনি হতে পারেন লাভবান। তাই সহজে আয় বৃদ্ধির পথ হিসাবে মানুষ শেয়ার মার্কেটে বিনিয়োগের দিকে ক্রমশ ঝুঁকছে।
আপনি যদি টাটা গ্রুপের (Tata Group Share) কোন শেয়ারের কথা ভেবে থাকেন, তবে টাটা গ্রুপ আপনার জন্য দারুন একটি শেয়ারে বিনিয়োগ করার সুযোগ দিচ্ছে। শেয়ারটি হল ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের। ইন্ডিয়ান হোটেল কোম্পানি একটি হসপিটালিটি কোম্পানি। ব্রোকারেজ ফার্ম Jefferies এই কোম্পানির শেয়ার কেনার পরামর্শ দিচ্ছেন। এর টার্গেট প্রাইস হল ১০০০টাকা। এই শেয়ারের বর্তমান মূল্য হল ৮০৫.৭৫ টাকা। অর্থাৎ টার্গেট প্রাইস ১৯৫ টাকা বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: ভারতের আর্থিক বৃদ্ধির হার ৪ বছরের মধ্যে সবচেয়ে কম
ইন্ডিয়ান হোটেলের পক্ষ থেকে আগামী ১৭ ই জানুয়ারি এই বিষয়ে বৈঠক হবে বলে জানা গিয়েছে। ব্রোকারেজ আশা করছে যে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড দ্বিগুণ ডিজিটে EBITDA এবং PAT CAGAR রিপোর্ট করবে । প্রসঙ্গত বলে রাখা ভালো, গত শুক্রবার এই কোম্পানির শেয়ার 2 পার্সেন্ট বেশি হ্রাস পেয়েছে।
ইন্ডিয়ান হোটেল প্রাইভেট লিমিটেড industry এর কেলভিন মার্কেট, শেয়ার রেট প্রিমিয়াম ও ম্যানেজমেন্টের আয় বৃদ্ধি থেকে উপকৃত হবে । এই কোম্পানি অতীতে তাদের সমস্ত টার্গেট পূরণ করেছে ও বিনিয়োগকারীদের (Tata Group Share) লাভের মুখও দেখিয়েছে।