6G Service: সাম্প্রতিক সময়ে সর্বত্রই ইন্টারনেটের রমরমা। বর্তমানে ৮ থেকে ৮০ কেউই ইন্টারনেট পরিষেবা না ব্যবহার করে থাকতে পারেন না। আর সেই গ্রাহকদের কথা ভেবেই দ্রুত ইন্টারনেট পরিষেবা দিতে জিও রিলায়েন্স এনেছে ৫জি পরিষেবা। যত দিন যাচ্ছে ততই উন্নতি ঘটছে দেশের। তেমনি ৫জি পরিষেবাকে পিছনে পেলে এবার ৬জি পরিষেবার (6G Service) দিকে অগ্রগতি ঘটছে দেশের। যার মাধ্যমে আগামী দিনে ভারত সারা বিশ্বকে শাসন করবে বলে জানিয়েছেন রিলায়েন্স জিও চেয়ারম্যান আকাশ আম্বানি। ITU-WTSA-এ বক্তব্য রাখতে গিয়েই ভারতের উন্নতির কথা তুলে ধরেন আকাশ আম্বানি। দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান। ভারত সম্পর্কে কি বক্তব্য রাখলেন এই সম্মেলনে?
প্রসঙ্গত সাম্প্রতিক দিল্লিতে চলছে ITU-WTSA-এ সম্মেলন। আর সেই সম্মেলনে উপস্থিত হন বৃহৎ টেলিকম সংস্থা জিও রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান আকাশ আম্বানি। আর সেই সম্মেলনে গিয়েই তিনি তুলে ধরেন ভারতের অগ্রগতি। তিনি বলেন ভারতের উন্নতিতে AI কতটা প্রভাব ফেলেছে।
তাঁর কথায়, ভারতের স্বাস্থ্য, শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান রয়েছে। তিনি এও জানান যে দেশের প্রত্যেক মানুষ যাতে এই AI-কে কাজে লাগিয়ে নিজের সুবিধা করতে পারে তার জন্য সর্ব চেষ্টা চালাচ্ছে জিও রিলায়েন্স। তার ধারণা এই কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে সুবিধা প্রদান করছে তাতে করে আগামী ২০৪৭ সালের মধ্যে ভারতের বিকশিত লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই এআই।
আরো পড়ুন: ইলেকট্রিক গাড়ি শিল্পে বিরাট বদল! ২০২৫-এ পথে নামবে ৮৫ মিলিয়ন, ভারতে কত?
শুধু কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, ভারতের ইন্টারনেট স্পিড নিয়েও প্রশংসা করেন আম্বানি চেয়ারম্যান আকাশ আম্বানি। তাঁর কথায়, সারা বিশ্বের দ্রুত ইন্টারনেট স্পিড প্রদানকারী দেশগুলির মধ্যে অন্যতম ভারত। যে দেশ গ্রাহকদের কম পয়সায় ভালো ইন্টারনেট পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি ভারতের ইন্টারনেট পরিষেবার পরিবর্তনের কথাও তুলে ধরেন আম্বানি চেয়ারম্যান। পূর্বে আট বছর আগে ভারতে ২জি পরিষেবা চলত। কিন্তু বর্তমানে ৫জি পরিষেবা পাচ্ছে গোটা দেশবাসী। ফলস্বরূপ গোটা বিশ্ব সম্মানের চুড়ায় রেখেছে ভারতকে।
এই পরিষেবা প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই ৬জি পরিষেবার (6G Service) কথা তুলে ধরেন আকাশ আম্বানি। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যুব সমাজের প্রতিনিধি হিসেবে ধন্যবাদ জানান। পাশাপাশি তাঁর স্তুতি করে বলেন যে অসম্ভবকে সম্ভব করার পূরণে অনুপ্রেরণা তিনি। অন্যান্য অসম্ভবের মতো ৬জি পরিষেবাকেও ভারতে আনলে ভালো রেকর্ড হবে বলে মোদীজিকে আশ্বস্ত দিয়েছেন আকাশ আম্বানি।