ভারতের যাতায়াত মাধ্যমের লাইফ লাইন বলা হয় রেল মাধ্যমকে। যে মাধ্যমের উপর ভরসা করে থাকে দেশের সাধারণ নাগরিকরা। কাজের সূত্রে, ভ্রমণের উদ্দেশ্যে সাশ্রয়ী মূল্যে আরামদায়ক মাধ্যম হিসেবে অনেকেই বেছে নেন এই রেলপথকে। তাই যাত্রীদের সুবিধার্থে প্রতিনিয়তই উন্নয়নমূলক কাজ করে চলেছে ভারতীয় রেল। তবে এবারে বন্দে ভারত নিয়ে দেখা গেল অন্য দৃশ্য। যা দেখে নিমিষেই প্রাণ জুড়বে সকলের। বলা যায় নারী দিবসে নতুন ইতিহাস তৈরি করল ভারতীয় রেল। কি দৃশ্য ফুটে উঠলো ভারতীয় রেলে? কোন উদ্দেশ্যেই বা এই ঐতিহাসিক মুহূর্ত তৈরি করল রেল?
বর্তমানে প্রায় সর্বক্ষেত্রে পুরুষ মহিলার রয়েছে সমান অধিকার। কর্মের দিক থেকেও তফাৎ নেই। পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করে চলেছেন বহু মহিলা। ফলে নারীরা পারে না এমন কাজ নেই। হ্যাঁ, সেটাই আবারও প্রমাণিত হলো ভারতীয় রেলে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলো সেই ছবি। যেখানে ফুটে উঠেছে মহিলা দ্বারা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেসের ছবি। অর্থাৎ পুরুষ নয়, নারী চালাচ্ছেন বন্দে ভারত এক্সপ্রেস। যা ভারতীয় রেলে এই প্রথমবার।
তবে শুধু বন্দে ভারতের চালক যে মহিলা তা নয়, হাই স্পিড ট্রেনের চালক থেকে শুরু করে সহকারী চালক, কেয়ারিং স্টাফ, টিকিট পরীক্ষক সকল পদেই ছিলেন মহিলা কর্মীরা। যা ভারতীয় রেলের এক্স হ্যান্ডেল থেকে নেটদুনিয়ায় পোস্ট করা হয়েছে। আর এই দৃশ্য দেখা গেছে গত ৮ই মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসে। মূলত নারী দিবস উপলক্ষেই এই বিশেষ আয়োজন করা হয়েছিল ভারতীয় রেল তরফে।
আরও পড়ুন: বাতিল রেলের নিয়োগ প্রক্রিয়া, তদন্তে উঠে এলো দুর্নীতির অভিযোগ
এদিন সমাজ মাধ্যমে কেন্দ্রীয় রেল তরফে এই ছবি পোস্ট করে শিরোনামে লিখেছে, ভারতীয় রেলের ঐতিহাসিক মুহূর্ত। দেশে এই প্রথমবার বন্দে ভারত এক্সপ্রেস চলল সম্পূর্ণ মহিলাদের দ্বারা। আর এই বিশেষ দিনে তারা মহিলাদের শক্তি, ডেডিকেশন, নেতৃত্বের সেলিব্রেশন করতে পেরে খুবই গর্বিত বলে জানিয়েছেন। নারী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নারী শক্তি জাগরণের বার্তা দিয়েছেন। কোন রুটে এই বিশেষ দৃশ্য পরিলক্ষিত হয়েছে?
খবর অনুযায়ী, এই প্রথমবার সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বন্দে ভারত এক্সপ্রেস ছুটেছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে শিরদি পর্যন্ত। গত শনিবার ২২২২৩ নম্বর বন্দে ভারত এক্সপ্রেসের সকল কর্মীই ছিলেন মহিলা। পাশাপাশি এদিন ভারতীয় রেলের প্রধান জনসংযোগ স্বপ্ননীল নীলা বলেছেন, শুধু পুরুষ নয়, মহিলাদের জন্য নানান সুযোগ সুবিধা তৈরি করে ভারতীয় রেল। আন্তর্জাতিক নারী দিবসে বিশেষ কাজ করতে পেরে তারা খুবই গর্বিত। পাশাপাশি এও বলেছেন যে, শুধু বন্দে ভারত নয়, মালবাহী ট্রেনও চালাবে সম্পূর্ণ মহিলা কর্মীরা। নারী দিবসে বিশেষ উদ্যোগের মধ্য দিয়ে মহিলাদের জন্য নতুন বার্তা দিল ভারতীয় রেল।