TV Actress: সুযোগ পেতে হলে শুতে হবে! বিস্ফোরক মন্তব্য টেলি অভিনেত্রীর। টেলিভিশন জগতে অত্যন্ত পরিচিত মুখ তিনি। ছোটপর্দায় কাজ করছেন ৫ বছরের বেশি সময় ধরে। অভিনয় ছাড়াও প্রযোজনার কাজেও যুক্ত থাকতে দেখা গেছে তাকে। তবে অভিনয় জগতের বাইরেও তার একটি পরিচয় আছে। তিনি লেখালেখিও করে থাকেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি পোস্ট করেছেন এই তারকা। সেই পোস্টে তিনি টেলিভিশন জগৎ এবং ফিল্মি দুনিয়ার একাধিক তথ্য তুলে ধরেছেন। সেখানে উঠে এসেছে তার কর্ম জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথাও।
কথা হচ্ছে বিখ্যাত টেলি অভিনেত্রী (TV Actress) দীপান্বিতা রায়কে নিয়ে। তিনি তার পোস্টে লেখেন ৫ বছর আগে যখন তিনি অভিনয়কে নিজের পেশা হিসাবে বেছে নেন তখনই একজন শ্রদ্ধেও ডিরেক্টর তাকে বলেছিলেন সৎ মানুষের জন্য ফিল্মি দুনিয়া নয়। সেই সময় স্বপ্ন পূরণের তাগিদ এতটাই বেশি ছিল যে এই চরম সত্যিটা মন থেকে মেনে নিতে পারেননি। কিন্তু কাজ করতে এসে নিজের জীবনের অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছেন সেদিনের সেই উপদেশ কতখানি যুক্তিযুক্ত ছিল। ৫ বছরের কর্ম জীবনে পেয়েছেন একাধিক কু প্রস্তাব। কিছু ডিরেক্টর তাকে সরাসরি জানিয়েছেন কাজ পেতে হলে হয় সতীত্ব বিসর্জন দিতে হবে। নয়তো ইনভেস্ট করতে হবে। তিনি ইনভেস্ট করা শুরু করেন। কিন্তু তারপরও মূল চরিত্রে সুযোগ দেওয়া হয়নি। তাকে মূল চরিত্রে নিলে নাকি ছবিটি চলবে না।
সরকারি চাকরি ছেড়ে যা টাকা পেয়েছিলেন সব বিনিয়োগ করেছেন প্রযোজনার কাজে। গয়না বিক্রি করে, জমি বাড়ি বিক্রি করে পাওয়া টাকাও বিনিয়োগ করতে শুরু করেন নতুন নতুন প্রোডাকশনের পিছনে। উদ্দেশ্য নিজের পরিচিতি গড়ে তোলা। কিন্তু পরিচিতি তো পানইনি উপরন্তু বিনিয়োগ করা টাকাও ফেরত আসেনি বলে অভিযোগ জানিয়েছেন বাংলাদেশের এই টেলি অভিনেত্রী (TV Actress)। ডিরেক্টররা সরাসরি জানিয়েছেন কাজ হবে গিভ এন্ড টেক পলিসিতে। কারো সজ্জা সঙ্গী না হলে কোনোভাবেই ভালো চরিত্র পাওয়া যাবে না। তার ৫ বছরের কর্ম জীবন তাকে এটাই বুঝিয়ে দিয়েছে পরিষ্কার ভাবে। ভালো চরিত্র তো দূরের কথা, সামান্য কাজ পাবার জন্যও বিনিয়োগ করতে হয়েছে তাকে। এই দুনিয়ায় যেন যোগ্যতার কোনো মূল্যায়নই হয় না। সব কিছুই চলে গিভ এন্ড টেক পলিসিতে।
আরো পড়ুন: শুটিং চলাকালী গর্ভবতী হয়ে পড়েছিলেন জয়া বচ্চন, কার ভুলের খেসারত দিতে হয়েছিল তাকে
কাজ না হয় নাই পাওয়া গেল। কিন্তু যারা তার টাকায় ফিল্ম বানিয়ে উপার্জন করেছেন অথচ তাকে ১ টাকাও ফেরত দেননি তাদের সাথে কি করা হবে।? ডিরেক্টর গিল্ডের কাছে এই সমস্ত পরিচালকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন এই টেলি অভিনেত্রী (TV Actress)। ডিরেক্টর গিল্ড ২ জন পরিচালককে টাকা ফেরত দেবার নির্দেশও দিয়েছিলেন। কিন্তু ওই অবদিই সীমাবদ্ধ। এখনো পর্যন্ত ১ টাকাও ফেরত দেওয়া হয়নি তাকে। সম্পূর্ণ কর্ম জীবনে একাধিক কু প্রস্তাব পেয়েছেন তিনি। নিজের মতো করে প্রতিবাদও করেছেন কিন্তু লাভ হয়নি। প্রকাশ্যে এই বিষয়ে আলোচনা করার মতো রুচি বোধও ছিল না তার। কিন্তু সহ্যের একটা সীমা থাকে। তাই আজ মুখ খুলতে বাধ্য হচ্ছেন তিনি। ফেসবুকে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে ব্যক্ত করেছেন সমস্ত ক্ষোভ।
চাকরি ছেড়ে স্বপ্ন পূরণ করতে এসেছিলেন, তাই লড়াইয়ের পথটাই বেছে নিয়েছিলেন সেই টেলি অভিনেত্রী (TV Actress)। কোনো প্রকার কম্প্রোমাইস না করে স্রোতের প্রতিকূলে চলতে একেবারেই ব্যর্থ তিনি। তাই এখন আর কোনো লজ্জা করছে না তার। তার পোস্টে একেবারে অকপট মন্তব্য করেছেন তিনি। সরাসরি লিখেছেন ফিল্মি দুনিয়ার সাথে জড়িত কম বয়সী মেয়েরা প্রত্যেকে কম বেশি প্রস্টিটিউট আর ডিরেক্টররা এক একজন মেয়েদের দালাল। কোনো সৎ মেয়ের জন্য এই জগৎ নয়। সুরক্ষিত ভবিষ্যৎ ছেড়ে এসে রীতিমতন অনুশোচনায় ভুগছেন তিনি। কোন কুক্ষনে সুন্দর ভবিষ্যৎ ছেড়ে এই নোংরামির মাঝে এসে পড়েছিলেন সেই অনুশোচনাই করছেন তিনি।