Dumdum Metro Station: দমদম নয় এবার মেট্রোর শেষ স্টেশন এবার এটি জানুন বিশদে

Dumdum Metro Station: বড় খবর মেট্রো রেলে। বিরাট এক পরিবর্তন আসতে চলেছে। কলকাতা মেট্রো দিনে দিনে পরিসর হচ্ছে আরও বিস্তৃত এলাকা জুড়ে। এরই মধ্যে বদল আনা হচ্ছে কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে। মূলত যাত্রীদের সুবিধার্থেই এক নতুন সিদ্ধান্তের পথে কলকাতা মেট্রোর এই রুটের মেট্রো চলাচল। জানা যাচ্ছে দমদমের বদলে এবার থেকে নোয়াপাড়া স্টেশনে যাত্রা শেষ করবে বেশিরভাগ মেট্রো।

শোনা যাচ্ছে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়াকে শেষ স্টেশন ধরবে ওই লাইমেট বেশিরভাগ মেট্রো। ফলে নোয়াপাড়া মেট্রো স্টেশনে পড়তে পারে যাত্রীদের চাপ। পরিসংখ্যান বলছে বর্তমানে সপ্তাহের কাজের দিনগুলিতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর মেট্রো করিডোরে মোট ২৯০টি মেট্রো চলাচল করে। এর মধ্যে ১৫৮টি ট্রেন দমদম স্টেশনে (Dumdum Metro Station) গিয়ে শেষ করে যাত্রা। আর বাকি ১৩২টি ট্রেন পরিষেবা চলে দক্ষিণেশ্বর পর্যন্ত।

তবে এতে যাত্রীরা ভোগান্তির মুখে পড়ছিলেন বলে খবর। একাধিক অভিযোগও জমা পড়ে মেট্রো রেলের দপ্তরে। এরপর মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি একটি নতুন নির্দেশনা জারি করেন। ঠিক হয় মেট্রোর নতুন গন্তব্য স্টেশন। এতে করে সারাদিনে প্রায় ১৫৮টি মেট্রো চলবে নোয়াপাড়া পর্যন্ত। দমদম স্টেশনের (Dumdum Metro Station) মতো বড় স্টেশনগুলিতে ভিড়ের জন্য অনেক মানুষ ট্রেনে চাপতে পারেন না। ফলে ব্যস্ততা থাকলেও দক্ষিনেশ্বর থেকে আসা মেট্রো ছাড়তে হয় যাত্রীদের। এই সমস্যা এড়াতে নোয়াপাড়ার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে মেট্রো রেক।

আরো পড়ুন: তথ্যপ্রযুক্তিতে নতুন অধ্যায়, রাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত দুই বিদেশী সংস্থার

একদিকে যেমন ভিড় কম থাকবে অন্যদিকে নোয়াপাড়া একটি জংশন স্টেশন ফলে সেখানে বেশিক্ষণ অপেক্ষাও করতে হবেনা যাত্রীদের। এছাড়া নোয়াপাড়া থেকে বিমানবন্দরের পথে যাওয়ারও আলাদা লাইন রয়েছে। অন্যদিকে দমদম ক্যান্টর্মেন্ট পর্যন্ত মেট্রো পথও তৈরি রয়েছে। এই মেট্রো পথ চালু করতেই বদল আনা হচ্ছে মেট্রো রুটে। জানা যাচ্ছে এর জন্য পরিকাঠামো এবং কারিগরি ক্ষেত্রেও কাজ করা হবে।

ইতিমধ্যেই নোয়াপাড়া থেকে মেট্রো রেক ঘুরিয়ে তার ট্রায়াল শুরু হয়েছে। এছাড়া শনি ও রবিবারও যাত্রী সংখ্যা কম থাকায় এই দিনগুলোতেও চলবে মহড়া। এবার থেকে তাই দমদমের (Dumdum Metro Station) বদলে নোয়াপাড়ায় থামবে মেট্রো । যাত্রী নিয়ে যাতায়াতের আগে ওই লাইনে কোনো ত্রুটি থেকে যাচ্ছে কিনা সেদিকেই নজর দিতে চাইছে কলকাতা মেট্রো। আর সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকেই নোয়াপাড়া থেকে চলবে মেট্রো। তবে এই বিষয়ে সরকারি ভাবে কোনো বিজ্ঞপ্তি না প্রকাশ হলেও একটি বৈঠকের আয়োজন হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *