BSNL: সম্প্রতি সস্তা টেলি প্ল্যান এবং দীর্ঘ বৈধতা প্রদানের জন্য শিরোনামে উঠে এসেছে বিএসএনএল সংস্থাটি। কিছুদিন আগেই সমস্ত প্ল্যানের মূল্য বাড়িয়েছে অন্যান্য বেসরকারি ভারতীয় টেলিকম সংস্থাগুলি। আর এর পর থেকেই ভারতের একমাত্র সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল চর্চায় উঠে আসে। এবার এই সংস্থা আবারও হাঁটছে কর্মী সংকোচনের পথে। সংস্থায় প্রায় ১৯ হাজার কর্মীকে স্বেচ্ছবসর প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলে খবর। আর এর জন্য অর্থ মন্ত্রক ব্যয় করতে চলেছে দেড় হাজার কোটি টাকা।
বিএসএনএল (BSNL) সংস্থার মোট ব্যয়ের ৩৮ শতাংশ খরচ হয় কর্মীদের বেতন দিতে। আর এই সিদ্ধান্তের জন্য সংস্থার খরচও বেশ কিছুটা কমে আসবে বলে অনুমান করা যাচ্ছে। বলে রাখি এর আগেও একবার এই পথে হেঁটেছিল বিএসএনএল সংস্থাটি। এই নিয়ে দ্বিতীয়বার কর্মী সংকোচনের পথে হাঁটছে এই ভারতীয় সরকারি টেলিকম সংস্থাটি।
সূত্রের খবর কর্মীদের পিছনে বিএসএনএল (BSNL) সংস্থার খরচ হয় কমপক্ষে ৭ হাজার ৫০০ কোটি টাকা। এবার সেই খরচে লাগাম আনতে চাইছে টেলিকম সংস্থাটি। জানা যাচ্ছে বার্ষিক ৫ হাজার কোটি টাকার খরচ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সংস্থাটি। আর সেই জন্যই সংস্থার তরফে এই প্রকল্পের কথা ভাবা হচ্ছে। খবর পাওয়া যাচ্ছে যোগাযোগ মন্ত্রকের অনুরোধেই কর্মী সংকোচনের আবেদন করা হয়েছে। এই বিষয়ে অর্থ মন্ত্রক সম্মতি জানালেই মন্ত্রিসভায় অনুমোদন চেয়ে প্রস্তাবটি পেশ করা হবে।
আরো পড়ুন: ১লা জানুয়ারি থেকেই বদলে যেতে চলেছে এলপিজি সিলিন্ডারের দাম, পকেটে আসতে চলেছে চাপ
গত সপ্তাহেই বিএসএনএল সংস্থার বোর্ডের তরফে এই স্বেচ্ছাবসার প্রকল্প বা ভলিন্টিয়ার রিটায়ারমেন্ট স্কিমের জন্য সহমত পোষণ করা হয়। খুব শীঘ্রই গোটা দেশে 4G পরিষেবা দিতে চলেছে সংস্থাটি। আর এর আগেই কর্মী সংকোচন করতে চাইছে সংস্থাটি। এক্ষেত্রে এক বিএসএনএল কর্মীর তরফে দাবি করা হয় যে VRS নিয়ে সংস্থার অভ্যন্তরে আলোচনা হলেও তার নিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
অন্যদিকে আগের অর্থ বর্ষের তুলনায় চলতি অর্থ বর্ষে বিএসএনএল (BSNL) সংস্থার আয়ও কিছুটা বেড়ে হয়েছে ২১ হাজার ৩০২ কোটি টাকা। অন্যদিকে সংস্থায় বর্তমানে কর্মরত রয়েছেন ৩০ হাজার এক্সিকিউটিভ এবং ২৫ হাজার নন এক্সিকিউটিভ কর্মী। ২০১৯ সালে প্রথম ভারত সরকারের তরফে ৬৯ হাজার কোটি টাকার একটি প্ল্যানের সম্মতি দেওয়া হয়। যার মধ্যে অন্যতম ছিল VRS প্ল্যান বা স্বেচ্ছাবসর প্রকল্প।