Gorumara Forest Bungalow: এবার কমবে খরচ, গরুমারায় খুলছে তিনটি বন বাংলো। শীতকাল তো চলেই এলো। এ বছর শীতের শুরু থেকে বেশ জাঁকিয়ে ঠাণ্ডা পড়তে শুরু করেছে। সমস্ত স্কুলগুলির পরীক্ষাও প্রায় শেষ। শীতের ছুটি পড়ছে এক এক করে। এই সময়টা ঘুরতে যাওয়ার জন্য বেশ ভালো। বিভিন্ন ভ্রমস্থলগুলিতে পর্যটকদের ভীড় জমতে শুরু করেছে ইতিমধ্যে। এইবারের শীতের ছবিটা চাইলেই কাটিয়ে আসতে পারেন গরু মারাতে। অনেক কম খরচে ঘোরার সুযোগ পাবেন সেখানে।
পর্যটকদের জন্য রয়েছে দারুণ সুখবর। ১৬ই সেপ্টেম্বর থেকে গরু মারার জঙ্গল খুলে গেছে পর্যটকদের জন্য। সংস্কারের কাজ চলার দরুন গরু মারার তিনটি বন বাংলো (Gorumara Forest Bungalow) বন্ধ রাখতে হয়েছিল। কিন্তু এবার খুলতে চলেছে সেই তিনটি বন বাংলোই। সোলার আলোয় রাত্রিবাসের সুযোগ পাবেন পর্যটকরা।
খুব শীঘ্রই খুলে দেওয়া হতে চলেছে গরু মারার তিনটি বন বাংলা (Gorumara Forest Bungalow) মৌচুকি ক্যাম্প, ধুপঝোরা গাছবাড়ি এবং রামশাই কালিপুর ইকো ভিলেজ। বর্ষাকালে জঙ্গলে প্রবেশ নিষিদ্ধ করা থাকে পর্যটকদের জন্য। পাশাপাশি বন্ধ ছিল এই বন বাংলোগুলো। ১৬ই সেপ্টেম্বর জঙ্গল খুলে দেওয়া হলেও সংস্কারের কাজ চলার কারণে বনবাংলোগুলি বন্ধ রাখতে হয়েছিল। পর্যটকরা সেখানে থাকতে পারছিলেন না। তাই জন্যই বারবার বন-বাংলো খোলার দাবি উঠছিল। এই শীতে পর্যটকদের ভিড়ের মাঝে একসাথেই খুলে যেতে চলেছে তিনটি বন বাংলোই।
আরো পড়ুন: ছুটির মরশুমে নতুন চমক আলিপুর চিড়িয়াখানায়, তৈরি হচ্ছে কাঁচের করিডোর
বনদপ্তরের তরফ থেকে আরও একটি বড় সুখবর দেওয়া হয়েছে। গরুর মারার এই বন বাংলোগুলোতে (Gorumara Forest Bungalow) থাকার খরচ আগের তুলনায় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল অর্থাৎ ২রা ডিসেম্বর থেকে এই তিনটি বন বাংলোতে থাকার সুযোগ পাবেন পর্যটকরা। আগের তুলনায় প্রায় ৪০ শতাংশ খরচ কমে গেছে রাত্রিবাসের। বর্তমানে কটেজ প্রতি বারোশো টাকা ভাড়া দিতে হবে পর্যটকদের।
পেমেন্ট করার দিক থেকেও সবরকম সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে পর্যটকদের। গরুমারার এই তিনটি বন বাংলোতে (Gorumara Forest Bungalow) থাকার খরচ অনলাইন অথবা অফলাইন পেমেন্ট করার সুযোগ পাবেন পর্যটকরা। প্রতিবেদনে উল্লেখিত তিনটি বন বাংলো ছাড়াও আরো বেশ কয়েকটি বন বাংলো রয়েছে এখানে। গরু মারার বন্যপ্রাণ বিভাগের অধীনে রয়েছে মোট সাতটি বন বাংলো। এই সাতটিতেই পর্যটকদের জন্য থাকা ও খাওয়ার সুব্যবস্থা রাখা হয়েছে।