Google Maps: গুগল ম্যাপের রাস্তায় ভরসা, বেঘোরে প্রাণ গেলো উত্তরপ্রদেশের তিন যুবকের

Google Maps: অচেনা কোথাও বেড়াতে গেলে বা কাজের সুত্রে গেলেও গুগল ম্যাপের দেখানো পথের উপর বিশ্বাস রেখে গন্তব্য খুঁজে নেন সাধারণ মানুষ। তবে যদি সেই গুগল ম্যাপই দেয় ভুল পথের হদিস! অবাস্তব লাগলেও সত্যি। গুগল ম্যাপের ভুল পথ অনুসরণ করে প্রাণ গিয়েছে উত্তর প্রদেশের তিনজন যুবকের।

GPS -এর উপর চোখ বন্ধ করে ভরসা করলেও কে এভাবে বিপদ আসবে এই কথা কেউ হয়তো কল্পনাও করতে পারেনা। সেদিনও কেউ বুঝতে পারেনি। গুগল ম্যাপের (Google Maps) ঠিকানায় বিশ্বাস করে গাড়ি চালিয়েছিলেন নির্মীয়মান সেতুর উপর দিয়ে। GPS -এর ভুল পথ প্রদর্শনের জেরে ৫০ ফুট উচ্চতা থেকে নিচে রামগঙ্গা নদীতে পড়ে গাড়ি।

বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক পথ দেখিয়ে গন্তব্য চিনিয়ে দেয় এই ম্যাপ (Google Maps)! সেখানে সেই একই ম্যাপ দেখে যাত্রায় আসবে এমন বিপত্তি তা কেউ কল্পনাও করতে পারেনি নিশ্চই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বড়লি গ্রামে। শনিবার নির্মীয়মান একটি ব্রিজের উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে একটি গাড়ি। সূত্রের খবর গাড়ির যাত্রীরা গুরগ্রামের বাসিন্দা। ঘটনাস্থল থেকে কিছু দূরের একটি বিয়েবাড়িতে যোগ দিতে যাচ্ছিলেন। পথেই বিপত্তি।

আরো পড়ুন: মৃত ব্যক্তির পরিচয়পত্র, নিজের অজান্তেই অপব্যবহার হচ্ছে না তো! জানুন সঠিক উপায়

ওইদিন রাত দশটা নাগাদ ঘটনাটি ঘটে। বদাউন জেলার বরেলী থেকে দাতাগঞ্জে যাচ্ছিল গাড়িটি। স্বাভাবিক ভাবেই অচেনা এলাকা হওয়ায় চালক গুগল ম্যাপের (Google Maps) নির্দেশ অনুসারে গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির কেউই জানতেন না যে ব্রিজটি অসম্পূর্ণ ছিল। GPS পথ দেখে ব্রিজের উপর গাড়ি নিয়ে উঠে পড়েন ওই যাত্রীরা। সঙ্গে ছিল ঘন কুয়াশা ফলে চারপাশ অদৃশ্য হয়ে পড়েছিল প্রায়। রাতের অন্ধকারে গতিতে থাকা গাড়িটি ওই সেতু থেকে ২০ ফুট নিচে পড়ে।

ফলে প্রাণ হারান কৌশল, বিবেক এবং অমিত নামের তিনজন আরোহীরই। বিয়ের অনুষ্ঠানে এরকম ভয়াবহ খবরে শোকস্তব্ধ পরিবার। পরেরদিন সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীর জলে পড়ে থাকতে দেখে উদ্ধারের চেষ্টা করলেও গাড়ির দরজা খুলে তিনজন আরোহীরই মৃতদেহ পাওয়া যায়। তখনই পুলিশে খবর দেন স্থানীয় মানুষ। এরপর ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয় দেহগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *