Grace of Saturn: আসছে নতুন বছর, শনির কৃপায় থাকবেন এই তিন রাশি

Grace of Saturn: ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের নয়টি গ্রহের মধ্যে সবথেকে বেশি শক্তিশালী হিসেবে ধরা হয় শনিকে। এই গ্রহের অবস্থানের হিসেব এসে পড়ে ১২টি রাশির জীবনেও। শনিকে ন্যায় বিচার এবং কর্মফল দেওয়ার দেবতা হিসেবে ধরা হয়। আর এই শনি প্রায়শই বদল করে তার স্থান। যার ফলে প্রভাবিত হয় রাশিচক্রের বারোটি রাশি। কারণ হিসেবে বলা যায় শনি সব রাশিকে তাদের কর্ম হিসেবে ফল দেয়।

বর্তমানে এই গ্রহের অবস্থান রয়েছে শতভিসা নক্ষত্রে। চলতি বছরের একদম শেষ থেকে এই গ্রহ পূর্ব ভাদ্রপদে প্রবেশ করতে চলেছে। জানা যাচ্ছে আগামী ২৭শে ডিসেম্বরেই এই পরিবর্তন ঘটতে চলেছে। আবার পূর্ব ভাদ্রপদের অধিষ্ঠাত্রী আবার বৃহস্পতি তাই বছরের শুরু থেকেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে তিন রাশির। হিন্দু জ্যোতিষশাস্ত্র মতে ২৭শে ডিসেম্বর শনিবার রাত ১০.৪২ মিনিটে শনিদেব (Grace of Saturn) প্রবেশ করতে চলেছেন পূর্ব ভাদ্রপদে। সেখানেই বিরাজ করবেন নতুন বছর অর্থাৎ ২০২৫-এর ২৮শে এপ্রিল পর্যন্ত। আর এই সুদীর্ঘ সময়টি বেশি ফলদায়ক হবে এই তিন রাশির জন্য:

কন্যা

এই রাশির ষষ্ঠ ঘরে বসবাস করবেন গ্রহরাজ শনি (Grace of Saturn)। যা জ্যোতিষ শাস্ত্রে শত্রু এবং রোগের ঘর ধরা হয়। শনির পূর্ব ভাদ্রপদে প্রবেশের ফলে কন্যা রাশির জাতক জাতিকারা বিশেষ ভাবে উপকৃত হবেন। প্রতিটি ক্ষেত্রে আসবে সাফল্য। ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন আবার বাড়ি, গাড়ি বা সম্পত্তি কিনতে নতুন ঋণ পাবেন সহজেই। দীর্ঘস্থায়ী অসুখ এই রাশিকে মুক্তি দেবে। সুখ-শান্তি থাকবে। অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ হবে। পরিবারে সুখের সময় কাটবে। আইনি মামলায় জয় লাভ হওয়ার সম্ভাবনা থাকছে।

আরো পড়ুন: নতুন বছরে হবে টাকার বৃষ্টি, এই রাশিদের রয়েছে নতুন চাকরির যোগ

মকর

মকর রাশিতে শনির (Grace of Saturn) পূর্ব ভাদ্রপদে প্রবেশ বেশ মঙ্গলজনক হতে চলেছে। এই রাশির দীর্ঘদিনের অমীমাংসিত কাজ শেষ হতে চলেছে এই সময়ে। এছাড়া এতদিনের কঠিন পরিস্থিতিতে এবার সফলতা আসতে পারে। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ রয়েছে। সম্পদ লাভ এবং অর্থনৈতিক উন্নতির যোগ বিদ্যমান। নতুন চাকরির সুযোগ আসতে পারে। এছাড়া পদোন্নতির যোগও রয়েছে বিশেষ ভাবে।

মিথুন

শনির (Grace of Saturn) এই নক্ষত্র বদল মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ মঙ্গলদায়ক হতে চলেছে। নতুন বছরে এই রাশির জাতক জাতিকাদের দিকে ভাগ্য মুখ তুলে চাইবে। সমস্ত কাজেই পরিবার ও বাড়ির গুরুজনদের আপনার পাশে পাবেন। এতদিনের পরিশ্রমের ফল পাবেন। কাজেও সাফল্য আসবে। জীবনে সুখ বিরাজ করবে এবং স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক চাপ থেকে মুক্তি লাভের যোগ রয়েছে। পরিবারের মধ্যেকার সমস্যা শেষ হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *