Indian Railways: ভ্রমণে গিয়ে বারবার ট্রেন বদলানো, লাগেজ নিয়ে ছোটাছুটি ভ্রমণের আনন্দ কিছুটা মাটি করে দেয়। তার উপর বারবার ট্রেন বদলানো বা লাগেজের দৌড়ঝাঁপ ভ্রমণের উত্তেজনার চেয়ে বেশি ক্লান্ত করে ফেলে। তাই এবার অভিনব এক পদক্ষেপ নিলো ভারতীয় রেল। এবার আর বদলাতে হবেনা একাধিক ট্রেন। একটি ট্রেনেই ঘুরতে পারবেন গোটা ভ্রমণ পর্ব জুড়ে। এরকমই একটি অভিনব সুযোগের কথা সামনে আনলো ভারতীয় রেল।
কলকাতা থেকে একবারেই নৈনিতাল বা আলমোড়াপের মতো স্থানে ভ্রমণ করা যাবে একটি ট্রেনে চেপেই। এবার আর বারবার ট্রেন বদলের ঝক্কি পোহাতে হবেনা যাত্রীদের। ভারতীয় রেলের (Indian Railways) এই অভিনব উদ্যোগে বিশেষ করে উপকৃত হবেন বৃদ্ধ ও আংশিক অসমর্থ মানুষেরা। সব থেকে বড় কথা হলো ট্রেনটি ছেড়ে যাবে কলকাতা থেকেই। কলকাতা থেকে ট্রেনে উঠলে একেবারেই পৌঁছে যাওয়া যাবে নৈনিতালের মত শৈল শহরে।
IRCTC-র পক্ষ থেকে এই বিশেষ ট্রেনের কথা জানানো হয়েছে আনুষ্ঠানিক ভাবে। গত বুধবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ভারতীয় রেলের জেনারেল ম্যানেজার মনোজ কুমার সিং এর উদ্বোধন করেন। তিনি জানান IRCTC এবং উত্তরাখণ্ড পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে এই ট্রেন পরিষেবা প্রদান করতে চলেছে ভারতীয় রেল (Indian Railways)।
আরো পড়ুন: ভারতীয় রেলের সবচেয়ে অপরিষ্কার ট্রেন, দেখলে গা গুলিয়ে উঠতে বাধ্য
কলকাতা থেকে যাত্রা শুরু করার পর মোট ১০ দিন এবং ১১ রাত ট্রেনে কাটাতে হবে যাত্রীদের। আর এরই মাঝে বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারবেন তাঁরা। ভারতীয় রেলের থ্রি এসি ক্লাসের কোচে করে নিয়ে যাওয়া হবে যাত্রীদের। এই ট্রেন ভ্রমণে মূলত উত্তরাখণ্ডের দেবভূমি নামে পরিচিত এলাকাগুলি ঘুমিয়ে দেখানো হবে IRCTC-এর যৌথ উদ্যোগে। এবার থেকে বয়স্ক মানুষরাও বারবার ট্রেন বদলানোর ঝক্কি না নিয়ে একটি মাত্র ট্রেনে বেড়িয়ে আস্তে পারবেন সমগ্র দেব ভূমি।
কলকাতা স্টেশন থেকে এই বিশেষ ভ্রমণ ট্রেনটি তার যাত্রা শুরু করবে। পথে আলমোড়া, তাল, ভীমতাল, নৈনিতালের মতো স্থানগুলিতে দেওয়া হবে হল্ট। জানা যাচ্ছে আগামী ৩রা ডিসেম্বর এই ট্রেনটি তার যাত্রা শুরু করবে এবং ১৩ই ডিসেম্বর ট্রেনটি আবার কলকাতা স্টেশনে এসে এর যাত্রা শেষ করবে। এই বিশেষ ট্রেনটির নাম দেওয়া হয়েছে ভারত গৌরব (Bharat Gaurab)। ইতিমধ্যে সামনে এসেছে দুইরকম ভাড়ার চার্ট। যেখানে স্ট্যান্ডার্ড ক্লাসের যাত্রীদের জন্য ভাড়া পড়বে ৩০,৯২৫ টাকা এবং ডিউল্যাক্স ক্লাসের ভাড়া পড়বে ৩৮,৫৩৫ টাকা।