North Bengal Tour: সবে শুরু হয়েছে শীতের মরশুম। সামনেই লম্বা ছুটি। কচি-কাঁচাদের স্কুল সিজন শেষ হওয়ায় শীতের মরশুমে মানুষের ভিড় জমে উত্তরের পাহাড়ি শহরগুলোতে। তবে বাড়তি গাড়ি ভাড়া নিয়ে চিন্তায় রয়েছেন সমস্ত পর্যটকরা। গাড়ি ভাড়ার জন্য পকেটের চাপ আরও বাড়বে কিনা তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
আগামী দুমাস গাড়ি ভাড়া আরও অনিয়ন্ত্রিত হারে বাড়তে চলেছে আশঙ্কা করে ইতিমধ্যেই উত্তরবঙ্গ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে পর্যটন (North Bengal Tour) ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি চলতি বছরের দুর্গাপুজো এবং কালীপুজোতে ব্যবসা বেশি জমজমাট হয়নি। তাই শীতের মরশুমে বছরের শেষ মাসে এবং নতুন বছরের শুরুতে ব্যবসায় উন্নতি হবে বলেই আশাবাদী ব্যবসায়ীরা। তবে পর্যটকদের সংখ্যা বাড়তে শুরু করলে যাতে গাড়ি ভাড়া অনিয়ন্ত্রিত হারে না বাড়তে শুরু করে তার জন্য প্রশাসনের কাছে আগাম দাবি করছে ব্যবসায়ীরা।
বর্তমানে শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে দার্জিলিং পৌঁছতে পর্যটকদের ২৫০ টাকা লেগে থাকে। সেখানে বাসের ভাড়া থাকে ১৫০ থেকে ১৮০ টাকার মধ্যে। তবে চাহিদা বাড়লেই শেয়ার গাড়িতে ভাড়া বেড়ে দাঁড়াচ্ছে ৪০০ টাকার কাছে। ফলে স্বাভাবিক ভাবেই পর্যটকরা (North Bengal Tour) বিভ্রান্ত হয়ে পড়ছেন। এছাড়াও সাধারণত নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার গাড়ি ২৮০০ টাকা ভাড়া নিয়ে থাকে তবে শীতের সময়ের এই ডিসেম্বর-জানুয়ারি মাসে সেই ভাড়ার পরিমাণ দাঁড়ায় ৫০০০ টাকারও বেশি। বড় গাড়ির ক্ষেত্রেও ভাড়ায় ঊর্ধ্বমুখী গ্রাফ নজরে আসে।
আরো পড়ুন: এবার কমবে খরচ, গরুমারায় খুলছে তিনটি বন বাংলো
এদিকে পর্যটন ব্যবসায়ীরা জানাচ্ছেন ১৬ই ডিসেম্বর থেকে পর্যটকদের বুকিংয়ের সংখ্যা বেশ খানিকটাই বেড়েছে। ২০ই ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত দার্জিলিং, গ্যাংটক, সিকিমের মতো শৈল শহরগুলিতে নামতে চলেছে পর্যটকদের (North Bengal Tour) ভিড়। এই আবহে ব্যবসায়ীরা দাবি করেন সিজন শুরুর আগেই গাড়ি চালক, মালিক, পর্যটন ব্যবসায়ী এবং প্রশাসনের সম্মিলিত একটি বৈঠক করা প্রয়োজন।
এই প্রসঙ্গে শিলিগুড়ির এক ব্যবসায়ীর দাবি এই দুই মাসে গাড়ির ভাড়া প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়। এতে পর্যটকদের (North Bengal Tour) উপর চাপ পড়ে ফলে তাদেরও অসুবিধার সম্মুখীন হতে হয়। আর এই সব কারণেই গাড়ির অনিয়ন্ত্রিত ভাড়া নিয়ন্ত্রণ করা দরকার। এই বিষয়ে হিমালয়ান হসপিটালিটি এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের জেনারেল সেক্রেটারি সম্রাট সান্যাল বলেন ১৬ তারিখ থেকে উত্তরবঙ্গের পাহাড়ি শহরগুলিতে অনেকগুলি বুকিং রয়েছে। এই সময় চাহিদা অনুযায়ী গাড়ি ভাড়াও বেড়ে যায়। তাই একটি আলোচনা সভার প্রয়োজন রয়েছে। তাই ভাড়া নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে।