Hyperloop: যত দিন যাচ্ছে আরও উন্নতি পাচ্ছে প্রযুক্তি। মানুষ এবং বিজ্ঞানের সমন্বয়ে আরও উন্নতি হচ্ছে যানবাহন থেকে যন্ত্রপাতি। দ্রুত থেকে আরও দ্রুত হয়ে উঠছে সভ্যতা। একেরপর এক প্রযুক্তিগত উন্নতিতে ভারতও উন্নতি পাশে। সম্প্রতি ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চমক দিলেন দেশের মানুষকে। এবার যাত্রার পথ আরও দ্রুত হতে চলেছে বলে আশাবাদী সকলেই।
এবার পুনে থেকে মুম্বই পৌঁছানো যাবে মাত্র ২৫ মিনিটে। শুনতে অসম্ভব মনে হলেও এটাই বাস্তব হতে চলেছে। আর এই বাস্তবায়ন হবে হাইপারলুপের (Hyperloop) সাহায্যে। ভারতীয় রেলের তরফে ইতিমধ্যেই ৪১০ কিলোমিটার দীর্ঘ হাইপারলুপ (Hyperloop) ট্র্যাক তৈরি করে পরীক্ষামূলক চালানোর জন্য প্রস্তুতি চলছে। এর প্রথম ঝলক সামনে আনলেন কেন্দ্রীয় রেল মন্ত্রী।
গত ৫ই ডিসেম্বর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজের এক্স হ্যান্ডেলে সুখবর ভাগ করে নিয়ে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে ৪১০ কিলোমিটার দীর্ঘ পরীক্ষামূলক হাইপারলুপের (Hyperloop) ট্রাকের কাজ শেষ হয়েছে এমনটা দেখা যাচ্ছে। জানা যাচ্ছে এই পরীক্ষামূলক লাইনটি IIT মাদ্রাজের থাইরুর ক্যাম্পাসে। জানা যাচ্ছে IIT মাদ্রাজ, আবিষ্কার হাইলুপ (Hyperloop) এবং টুটর হাইপারলুপ নামের এক সংস্থা মিলে এই ৪১৯ কিমি লম্বা হাইপারলুপ ট্র্যাকটি তৈরি করেছে। এদিন রেলমন্ত্রী তাঁর পোস্টে এক্স হ্যান্ডেলে সকলের এই যুগান্তকারী কাজের জন্য প্রশংসা করেছেন।
আরো পড়ুন: চালু হতে চলেছে অপার আইডি, শিক্ষার্থীদের আইডেন্টিফিকেশন নম্বর
হাইপারলুপ (Hyperloop) ট্রেন হলো একটি ট্রেন যার মাধ্যমে যাত্রী বা মালপত্র বহন সম্ভব উচ্চ গতির ব্যবহারে। এইটি মূলত চৌম্বক প্রযুক্তি ব্যবহার করে ট্রেন পরিষেবা দিয়ে থাকে। টিউবটি ঘর্ষনহীন হলে ট্রেন সর্বোচ্চ ১২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারে। যদিও ভারতীয় রেলে এই হাইপারলুপ (Hyperloop) ট্রেনের গতি হতে চলেছে ৬০০ কিলোমিটার প্রতি ঘণ্টা।
সূত্রের খবর ভারতের প্রথম হাইপারলুপ ট্রেনটি চলাচল করবে মুম্বই এবং পুনের মধ্যে দিয়ে। যার প্রাথমিক গতিবেগ থাকবে ৩৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। জানা যাচ্ছে হাইপারলুপ (Hyperloop) ট্রেনগুলির গতিবেগ হতে চলেছে ভারতীয় বুলেট ট্রেনগুলোর তুলনায় অনেক বেশি। অর্থাৎ এবার বেশি দূরত্বের পথ অতিক্রম করা যাবে নিমেষেই। এতে ভারতের মত বিশাল দেশে ভ্রমণের মান আরও দ্রুত হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। এর টিকিটের মূল্যের সম্পর্কে জানা যাচ্ছে বিমানের ভাড়াকে ছাপিয়ে না গেলেও সমতুল্য হতে পারে।