Indigo Airlines: ভারতীয় বিমান পরিষেবার ইতিহাসে স্বর্ণময় পদক্ষেপ নিতে চলেছে ইন্ডিগো এয়ারলাইন্স। সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভ্রমণ প্রিয় মানুষদের জন্য বিরাট সুখবর দিলো এই বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাটি। জানা যাচ্ছে ভারত থেকে থাইল্যান্ড যাওয়ার জন্য দিল্লির পর এবার দ্বিতীয় সরাসরি উড়ানের শুরু হবে কলকাতা থেকে। থাইল্যান্ডের ক্রমবর্ধমান পর্যটকদের চাহিদা পূরণ করতে এই বিশেষ রুটটির উদ্বোধন করতে চলেছে সংস্থাটি। এই মর্মে সংস্থার গ্লোবাল সেলস বিভাগের প্রধান বিনয় মালহোত্রা বলেন কলকাতা থেকে থাইল্যান্ডে নিজেদের প্রসার করতে পেরে তাঁরা আনন্দিত, ব্যাংককে ১১টি সাপ্তাহিক ফ্লাইট সহ এবার ভারত থেকে থাইল্যান্ডে যেতে চলেছে ৯৩টি সাপ্তাহিক ফ্লাইট।
থাইল্যান্ডের মাটিতে ভারতীয় পর্যটকদের ভিসামুক্ত নীতির সুবিধা নিতে চলেছে এই সংস্থাটি (Indigo Airlines)। জানা যাচ্ছে এই নির্দিষ্ট উড়ানের মাধ্যমে কলকাতা থেকে সরাসরি পৌঁছে যাওয়া যাবে থাইল্যান্ডের ফুকেট দ্বীপে। প্রকাশিত বিবৃতি অনুযায়ী এই নতুন রুটের ফলে পূর্বাঞ্চলের পর্যটকদের ফুকেট ভ্রমণের প্রবণতা বাড়বে যা ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যেকার বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করবে। সূত্রের খবর কলকাতা ভারতের প্রথম মেট্রোপলিটন শহর হওয়ায় ভারতীয় পর্যটকদের আঞ্চলিক কেন্দ্র হয়ে উঠেছে। তাই এই অঞ্চল থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর্যটন শিল্পের প্রসারে কাঠামোগত উন্নয়নে নজর দেওয়া হচ্ছে।
ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo Airlines) সংস্থার তরফে জানানো হয়েছে যে আগামী ২৭শে ডিসেম্বর প্রথম উড়ানটি যাত্রা করতে চলেছে। কলকাতা থেকে ফুকেট যাওয়ার এই বিশেষ বিমান পরিষেবা প্রতি সপ্তাহের সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার যাত্রা করবে। এর মধ্যে সোম, মঙ্গল এবং শুক্র বারে 6E 1901 ফ্লাইটটি কলকাতা থেকে সকাল ৬টায় ছেড়ে ফুকেট পৌঁছবে স্থানীয় সময় সকাল ১০টা বেজে ৪০ মিনিটে। অন্যদিকে বুধ, শনি এবং রবিবার ফ্লাইটটি ছেড়ে যাবে স্থানীয় সময়ে সকাল ৬টা বেজে ৫০ মিনিটে।
আরো পড়ুন: শিশুর উন্নতি মান জানতে চান, শিক্ষক অভিভাবক সাক্ষাৎকারে করুন এই পাঁচ প্রশ্ন
অন্যদিকে ফেরার জন্য 6E 1902 ফ্লাইটটি (Indigo Airlines) সোম ও মঙ্গলবার ফুকেট থেকে স্থানীয় সময় ১১টা বেজে ৪০ মিনিটে ছেড়ে আসবে এবং দুপুর ১টা বেজে ২০ মিনিটে কলকাতা এসে পৌঁছবে। আবার বুধ ও শনিবার দুপুর ১২টা বেজে ৩৫ মিনিটে ছেড়ে পৌঁছবে দুপুর ২টো বেজে ২০ মিনিটে। অন্যদিকে শুক্রবার সকালে ১১টা বেজে ৫৫ মিনিটে ছেড়ে দুপুর ১টা বেজে ৪০ মিনিটে অবতরণ করবে এবং রবিবার দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে ছেড়ে কলকাতায় এসে পৌঁছবে দুপুর ২টো বেজে ২০ মিনিটে।
এর ফলে দেশের পূর্বাংশের পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণের খরচ এবং সময় সাশ্রয় হতে চলেছে। আগে কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকা থেকে পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণে যেতে হলে দিল্লি থেকে ফ্লাইটে যেতে হতো ফলে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত অতিরিক্ত যাত্রা খরচ ও সময় ব্যয় হতো যে বিষয়ে ডিসেম্বর মাসের আগামী ২৭ তারিখ থেকে পর্যটকদের বিশেষ সাশ্রয়ের সুযোগ করে দিতে চলেছে ইন্ডিগো এয়ারলাইন্স (Indigo Airlines)।