Site icon লোকাল সংবাদ

কলকাতা মেট্রোর শিয়ালদহ এসপ্লানেড লাইনে চলল পরীক্ষামূলক মেট্রো, যাত্রী পরিবহনের দিনক্ষণ ঘোষণা হলো?

কলকাতা মেট্রো

প্রতিনিধত্বমুলক

অবশেষে মেট্রো পথে জুড়লো শিয়ালদহ এবং এসপ্লানেড। কলকাতা মেট্রোর সব চেয়ে বেশি চর্চিত এই রুটে অবশেষে এদিন প্রথম বারের জন্য পরীক্ষামূলক ভাবে মেট্রো চালানো হলো। এইদিন প্রায় আড়াই কিলোমিটারের বেশি পথ জুড়ে সফল ভাবে সম্পন্ন হলো মেট্রো ট্রায়াল রান। এবার এই রুটে মেট্রো চলাচল শুরু হলে এক বারেই পৌঁছে যাওয়া যাবে সল্ট লেক থেকে হাওড়া ময়দান পর্যন্ত।

মঙ্গলবার সম্পন্ন হওয়া ট্রায়াল রানের লক্ষ্য ছিল কলকাতা মেট্রোর ওই রুটে যাত্রীবাহী মেট্রো চলাচল করার জন্য যেসব মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছিল সেগুলো যথাযথ পূরন হয়েছে কিনা। এছাড়াও মেট্রো চলাচল এই পুরো লাইন জুড়ে নিরাপদ হবে কিনা সেই বিষয়েও খতিয়ে দেখা হয় ট্রায়াল রানে। এরপর কলকাতা মেট্রোর কতৃপক্ষের তরফে দাবি করা হয় যে এর সকল মানদণ্ড পূরন হয়েছে। এদিনের ট্রায়াল রানে উপস্থিত ছিলেন কলকাতা মেট্রোর জিএমপি উদয়কুমার রেড্ডি সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা।

মঙ্গলবার সকাল ১১টা বেজে ২০ মিনিটে শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো ছাড়া হয় ট্রায়াল রানের জন্য এবং ওই মেট্রো এসপ্লানেড পৌঁছয় সকাল ১১টা বেজে ৩১ মিনিটে। অর্থাৎ মাত্র ১১ মিনিটেই পছে যাওয়া যাচ্ছে শিয়ালদহ থেকে এসপ্লানেড। এদিনের ট্রায়াল রান শেষে উদয়কুমার রেড্ডি সকলকে শুভেচ্ছা জানান। এরপর তিনি কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠকে বসেন। সফল ট্রায়াল রানের ফলে যাত্রীবাহী মেট্রো পরিষেবা শুরুর ব্যাপারে সকলেই আশাবাদী রয়েছেন। খুব শীঘ্রই যে সুখবর আসতে চলেছে এই বিষয়ে নিশ্চিত সকলেই।

আরো পড়ুন: নতুন বছরে চমক, বাংলায় চলবে বুলেট ট্রেন সামনে এলো বড়ো আপডেট

হাওড়া ময়দান থেকে কলকাতা মেট্রোর যে লাইনটি সেক্টর ফাইভ পর্যন্ত গিয়েছে সেই লাইনটি মাটির নিচের অংশে দুটি সুড়ঙ্গে ভাগ হয়েছে। যার মধ্যে শিয়ালদহ আসার সুড়ঙ্গের কাজ শেষ হয়েছে বেশ কিছু দিন আগেই। সেখানে লাইন পাতা, মেট্রোর খালি রেক যাতায়াত সমস্ত কিছুই চলছে। কিন্তু ওপর সুড়ঙ্গটির কাজ চলাকালীন বৌবাজারের কাছে বিপত্তি দেখা যায়।

২০১৯ সালের আগস্টে সুড়ঙ্গ কাটার সময় ধস নামে ওই এলাকায়। তখনই বন্ধ করতে হয় কাজ। পরে আবারো কাজ শুরু হলেও কলকাতা মেট্রোর এই অংশের কাজে বারবার সমস্যা সৃষ্টি হয়। একবার জল ঢুকেও হয় বিপত্তি। মূলত এই অংশের জন্যই এতদিন শিয়ালদহ শাখায় মেট্রো পরিষেবা শুরু করতে বিলম্ব হচ্ছিল।

Exit mobile version