Kolkata Metro: বিমানবন্দর পর্যন্ত চলল মেট্রোর ট্রায়াল রান, কবে থেকে চালু পরিষেবা

Kolkata Metro: ভারতের মতো বিশাল দেশে আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে একাধিক রেল স্টেশন। নিত্য কোটি কোটি যাত্রীরা রেলের সুবিধা নিয়ে থাকেন। ভারতীয় রেলের আরেকটি শাখা হলো মেট্রো বা পাতাল রেল। গোটা দেশে এই পরিষেবা এখনও চালু না হলেও দেশের বড় বড় শহরগুলোতে রয়েছে মেট্রো রেল পরিষেবা নেওয়ার সুযোগ। মাটির তলা দিয়ে বিদ্যুৎ বেগে ছুটে চলে মেট্রটি।

এর মধ্যে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পরিষেবার মান দিনের পর দিন আরও উন্নত হচ্ছে। শুধু মাটির নিচ দিয়েই নয় কলকাতা মেট্রো এখন ছুটছে গঙ্গার নিচ দিয়েও। কলকাতা মেট্রো (Kolkata Metro) যাত্রীদের সুবিধায় একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে আসছে। যার মধ্যে রাতের শেষ মেট্রো পরিষেবা, নোয়াপাড়াকে জংশন স্টেশন বানানো এবং বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত অন্যতম। ধীরে ধীরে আরও বাড়ছে কলকাতা মেট্রোর পরিষেবা প্রদানকারী এলাকা বাড়ানো।

দীর্ঘদিন ধরেই চলছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) অরেঞ্জ লাইনে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার কাজ। বিভিন্ন অংশে কাজে সমস্যা দেখা দেওয়ায় এতদিন কোনো সুখবর পাওয়া যাচ্ছিলনা। বছর শেষ হতে আর কয়েকদিন বাকি এরই মধ্যে এলো সুখবর। জয় হিন্দ স্টেশন বা বিমানবন্দর স্টেশন থেকে নোয়াপাড়ার মাঝে খুব দ্রুতই শুরু হতে চলেছে মেট্রো পরিষেবা। এদিন সম্পন্ন হলো মেট্রোর ট্রায়াল রানও। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৬.২৫ কিলোমিটার পথ জুড়ে এদিন পরীক্ষামূলক ভাবে চালানো হলো কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা।

আরো পড়ুন: কমছে মেট্রোর সংখ্যা, পরিবর্তিত হচ্ছে সময়সূচিও

কম খরচে এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য মেট্রোর মতো সুবিধা আর নেই বললেই চলে। বিশেষত কলকাতার নিত্য যাত্রীদের যাতায়াতের অন্যতম মাধ্যম হলো কলকাতা মেট্রো (Kolkata Metro)। এবার কলকাতা বিমানবন্দর থেকে এই পরিষেবা চালু হলে সাধারণ মানুষের যাতায়াতে বিশেষ সুবিধা হবে বলে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল সুত্রে জানা যাচ্ছে আগামী বছর ফেব্রুয়ারি থেকেই শুরু হতে চলেছে বিমানবন্দর পর্যন্ত এই পরিষেবা।

কিছুদিন আগেই মেট্রো কর্তৃপক্ষ স্টেশন এবং কেমন কাজ চলছে তার পরিদর্শনে আসেন। সূত্রের খবর এই স্টেশনটি হতে চলেছে ৫৫০ মিটার দীর্ঘ এবং ৪১.৬ মিটার চওড়া। এতে মূলত চারটি ট্র্যাক দেওয়ার কথা ভাবা হচ্ছে। স্টেশনটি টার্মিনাল বিল্ডিং থেকে ১৫০ মিটার দূরে তৈরির কথা ভাবা হয়েছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে। টার্মিনাল বিল্ডিংয়ের সাথে একটি ওয়াক ওয়ের মাধ্যমে যুক্ত থাকবে প্লাটফর্মগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *