Site icon লোকাল সংবাদ

মহাকুম্ভে শাহী স্নান তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জীর, জানালেন নিজের অভিজ্ঞতা

রচনা ব্যানার্জী

প্রতিনিধত্বমুলক

কুম্ভমেলা নিয়ে একের পর এক ঘটনা ইতিমধ্যেই আমাদের সকলের নজর কেড়েছে। দেশ-বিদেশ থেকে প্রচুর ভক্ত সমাগম ঘটে কুম্ভ মেলায়। পুন্যার্থীরা এসময় নদীসঙ্গমে স্নান সেরে তাদের মোক্ষের পথ প্রস্তুত করে। ইতিমধ্যে কুম্ভ মেলার পদপিষ্টের ঘটনা সামনে এসেছে। সেই নিয়ে হাজারো প্রশ্নের সম্মুখীন হয়েছে ইউপি সরকার। রাহুল গান্ধী থেকে অখিলেশ যাদব সবাই আঙুল তুলেছেন যোগী সরকারের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরের সঙ্গে এর তুলনাও টেনেছেন।

তবে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে দারুণ খুশি তৃণমূল সাংসদ রচনা রচনা ব্যানার্জী। বসন্ত পঞ্চমীতে ত্রিবেণী সঙ্গমে পুন্য স্নান সারলেন তিনি। এবার কুম্ভের সার্বিক ব্যবস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ। এর পাশাপাশি তিনি পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোকও প্রকাশ করেছেন। সূত্রের খবর অনুযায়ী, কুম্ভের ব্যবস্থাপনা কেমন তা সম্পর্কে জানতে চাওয়া হলে তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জী জানান সার্বিক ব্যবস্থাপনা তার ভালই লেগেছে। ব্যবস্থা অত্যন্ত সুগঠিত। রাস্তার উপর যাতে মানুষকে শুতে না হয় তার জন্য কাপড় দিয়ে দেওয়া হয়েছে।

ব্রিজের তলায় যেসব মানুষ রয়েছেন তাদেরও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সবার জন্য আলাদা আলাদা করে বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে। বাথরুম থেকে আরম্ভ করে মানুষের থাকা থেকে আরম্ভ করে সব ব্যবস্থাই অত্যন্ত ভালো। পদপিষ্টের ঘটনা অত্যন্ত অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেছেন তৃণমূল সাংসদ রচনা ব্যানার্জী। তিনি জানিয়েছেন, এই ঘটনা ঘটার পরে প্রশাসন নড়েচড়ে বসেছে। তারা আরো সজাগ হয়ে গেছে। এবং বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে সামগ্রিকভাবে কুম্ভের ব্যবস্থা ভালো লেগেছে তার।

আরও পড়ুন: মহাকুম্ভে ডুব দিয়ে জীবন দর্শন, হিন্দুধর্ম গ্রহণ করতে চান অ্যাপেল সংস্থার কর্মকর্তার স্ত্রী

রচনার মতে, প্রশাসনিক ব্যবস্থা এত সুন্দর হওয়া সত্বেও এরকম ঘটনা ঘটা অত্যন্ত অপ্রত্যাশিত। এই ঘটনা ঘটার পরেই ভিআইপি দর্শন বন্ধ করেছে ইউপি সরকার। যাতে সব মানুষ সাধারণভাবে কুম্ভ মেলায় যেতে পারেন। পদপিষ্টের ঘটনা ঘটার পরেই একটি নির্দিষ্ট জায়গার পর আর গাড়ি চলছে না। স্পেশাল দর্শনের আর কোনো ব্যবস্থা নেই। সবাইকেই হেঁটে যেতে হবে। স্পেশাল দিনগুলিতে আরো বেশি রেস্ট্রিকশন রয়েছে। এখানে স্পেশাল দিনগুলিতে প্রচুর মানুষের ভিড় হচ্ছে। কোনো গাড়ি-ঘোড়া চলছে না এই দিনে। সাধারণ দিনগুলোতে তাও গাড়ি-ঘোড়া চলছে।

তবে কুম্ভ মেলার ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এক বছর ধরে প্রস্তুতির পরেও কিভাবে অঘটন ঘটল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। আরো অনেক বিষয় নিয়েও প্রশ্ন উঠছে, যেমন- বিকল্প সেতু থাকলেও তা কেন বন্ধ ছিল, কাদের গাফিলতিতে এধরনের ঘটনা ঘটল, এসব নিয়েই নানান রাজনৈতিক মহল থেকে প্রশ্ন উঠছে। তবে কুম্ভ মেলার সার্বিক ব্যবস্থায় অত্যন্ত খুশি তৃণমূল সাংসদ রচনা রচনা ব্যানার্জী, এমনটাই জানিয়েছেন তিনি।

Exit mobile version