Kolkata Metro: যাত্রীদের উন্নত মানের পরিষেবা দেওয়ার দিক দিয়ে কলকাতা মেট্রোর জুরি মেলা ভার। যাত্রীদের পরিষেবা যাতে আরও উন্নত করা যায় সেদিকে নজর দিয়ে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছে কলকাতা মেট্রো। প্রতিটি মেট্রোকে বাতানুকূল করে তোলা তো আছেই সঙ্গে দমদমের পরিবর্তে বেশ কিছু মেট্রো নোয়াপাড়া থেকে চালু করা থেকে শুরু করে রাতের স্পেশ্যাল মেট্রো পরিষেবা সব মিলিয়ে কলকাতা মেট্রোর তুলনা সবার উপরে।
বেশ কিছু বছর ধরেই কাজ চলছে ইস্ট-ওয়েস্ট মেট্রোয়। এবার সম্ভব হলো এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখার মেট্রো লাইন জুড়ে ট্রলি ট্রায়াল। বৌবাজার একালার ২০০ মিটার লাইন জুড়ে একাধিক বার সমস্যায় পড়তে হয়েছিল কলকাতা মেট্রোর নির্মীয়মান ইঞ্জিনিয়ারদের। অবশেষে সেই লাইনের কাজ সম্পন্ন করে কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে দেওয়া হলো সফল ট্রলি ট্রায়াল। এর মধ্যে রয়েছে বৌবাজার এলাকার ওই জটিল অঞ্চলটিও। সোমবার মেট্রো চেয়ারম্যান পি উদয়কুমার রেড্ডি, হেড ইঞ্জিনিয়ার অনুজ মিত্তল এবং আরও কয়েকজন আধিকারিকের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন করা হয়েছে বলে খবর।
এই লাইনে কাজের সময় একটি বড় দুর্ঘটনার মুখে পড়তে হয়েছিল কলকাতা মেট্রোর (Kolkata Metro) কর্মচারীদের। জানা যায় ২০১৯ সালের আগষ্ট মাসে বৌবাজার অঞ্চলের মেট্রো স্টেশনে কাজ চলাকালীন দুর্গা পিতুলি লেন ওর স্যাকরা পাড়া লেনের একাধিক বাড়িতে বড় বড়ো ফাটল দেখা যায়। টানেলের ভিতরেও ঢুকতে থাকে জল। যার ফলে কর্মরত কর্মী সহ সাধারণ মানুষ সকলেই বেশ দুর্ভোগের স্বীকার হন। দুশ্চিন্তা এবং ভয় গ্রাস করে এলাকার মানুষদের।
আরো পড়ুন: এক হলো ইস্ট ওয়েস্ট মেট্রো টানেল, বৌবাজারে অবশেষে এলো সাফল্য
এই ঘটনায় টানেলের ভিতরেই আটকে পড়ে কলকাতা মেট্রোর (Kolkata Metro) একটি খননকারী যন্ত্র। এই ঘটনার পর বন্ধ হয়ে যায় ওই অঞ্চলের মেট্রোর কাজ। পরে আবার কাজ শুরু হলে ২০২২ সালের মে মাসে আবারও টানেলে জল ঢুকে যাওয়ার সমস্যা দেখা দেয়। সেবারও বহু বাড়িতে ফাটল ধরতে দেখা যায়। এরপর ওই বছরের অক্টোবর মাসেও একই ঘটনা ঘটতে দেখা যায়। এরপর এই অংশের কাজ বন্ধ করে দেওয়া হয় মেট্রোর তরফে। পরে আবার কাজ শুরু হলেও দুশ্চিন্তা ছিলো।
তবে কিছুদিন আগেই শেষ হয়েছে ওই সুড়ঙ্গের কাজ। ইতিমধ্যেই পাতা হয়েছে লাইন এবং এদিন ধুমধাম করে সম্পন্ন হলো লাইনের উপর দিয়ে ট্রলি ট্রায়াল রান। এরপর থেকেই খুশির হওয়া বইছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) আধিকারিক এবং সমস্ত কর্মচারীদের মধ্যে। ফলে আর কিছুদিনের মধ্যেই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত চালু হবে মেট্রো পরিষেবা। এতে করে হাওড়ার সাথে যোগাযোগ আরও শক্ত হবে বলে ধারণা।