New Retirement Age: বেশ কিছুদিন ধরেই সমাজ মাধ্যমে একটি পোস্ট ভাইরাল হয়েছে যাতে বলা হচ্ছে যে দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসর গ্রহণের বয়স বাড়িয়ে ৬০ থেকে ৬২ বছর করে দেওয়া হয়েছে। বিশাল ভাবে ছড়িয়ে পড়া এই পোস্টে দেওয়া তথ্যের সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন। তবে জানিয়ে রাখি এই ভাইরাল পোস্টে দেওয়া তথ্যটি সম্পূর্ণ ভুল। এরকম কোনো নির্দেশিকা জারি করেনি কেন্দ্রীয় সরকার।
এছাড়া প্রেস ইনফর্মেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে যে ২০২৩ সালের আগস্টে লোকসভার অধিবেশনে কেন্দ্র সরকার স্পষ্ট করে দেয় যে সরকারি কর্মচারীদের অবসরের বয়স বাড়ানো (New Retirement Age) নিয়ে কোনো প্রস্তাব দেওয়া হয়নি তাঁদের। ফলত বোঝাই যাচ্ছে ভাইরাল হওয়া পোস্টে যেটি দেখা যাচ্ছে তা সম্পুর্ণ মিথ্যা। অযথা রটনা ছড়ানো হচ্ছে এই পোস্টের মাধ্যমে।
প্রচার হওয়া মিথ্যে বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে ভারত সরকার মন্ত্রিসভার এক বৈঠকের মাধ্যমে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অবসরের বয়স (New Retirement Age) বাড়িয়ে ৬২ বছর করে দেওয়া হয়েছে। এমনকি এটাও বলা হচ্ছে যে এই নতুন সিদ্ধান্ত আগামী ২০২৫ সালের ১লা এপ্রিল থেকে প্রযোজ্য হবে। যার মাধ্যমে আরও দুই বছর বেশি কাজ করতে পারবেন কর্মচারীরা। ফলে উপকৃত হবেন কর্মী এবং সরকার উভয়ই।
আরো পড়ুন: সম্পত্তিতে পুত্র সন্তানের অধিকার নিয়ে নতুন আইন পাশ, জানুন কি কি শর্ত রয়েছে
এই সিদ্ধান্তের কিছু কারণও জানানো হয়েছে ওই মিথ্যে পোস্টে যেগুলি হলো:
- অতীতের কিছু বছরে মানুষের গড় জীবনকাল কিছুটা বেড়ে গিয়েছে সেই জন্যই কাজের বয়সও বাড়ানো হচ্ছে।
- অভিজ্ঞ কর্মীর চাহিদা বেশি হওয়ায় কর্মীদের অবসরের মেয়াদ বাড়াতে চাইছে সংস্থাগুলি।
- এছাড়াও অবসরের বয়স ২ বছর বাড়িয়ে (New Retirement Age) দিলে পেনশন সংক্রান্ত খরচও কিছুটা কমে আসবে সরকারের। অর্থাৎ দেরি করে পেনশন প্রক্রিয়া শুরু হলে লাভবান হবে সরকারই।
- অভিজ্ঞ দক্ষ কর্মী থাকলে সংস্থার কাজ দ্রুত এবং উন্নতি পাবে।
ভাইরাল পোস্টে ভাগ করে নেওয়া উপরোক্ত সমস্ত তথ্য ভুল ভেবে এগোবেন। এছাড়াও কোনো বিষয়ে জিজ্ঞাস্য থাকলে অবশ্যই সংশ্লিষ্ট অফিসে বা ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য জেনে নেওয়া যায়।