বাজারে আসতে চলেছে টিভিএস জুপিটার সিএনজি, রয়েছে নানা আকর্ষণীয় ফিচার্স

অতি শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে টিভিএসের প্রথম সিএনজি স্কুটার টিভিএস জুপিটার সিএনজি। রিপোর্ট অনুসারে, টিভিএস-র এই নতুন জুপিটার সিএনজি এই মাসেই লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। ২২৬ কিলোমিটারের অনবদ্য মাইলেজ রয়েছে এই সিএনজি স্কুটারের। আর কি কি আকর্ষণীয় ফিচার্স রয়েছে, জানতে পুরো প্রতিবেদনটি পড়তে থাকুন।

বাজাজ অটোর পর এবার মার্কেটে আসতে চলেছে টিভিএস-র এই নতুন স্কুটার। দুর্দান্ত মাইলেজের সাথে আরও আকর্ষণীয় ফিচার্স থাকছে এই নতুন স্কুটারের। এই বছর অটো এক্সপো ২০২৫-এ, কোম্পানি ব্র্যান্ডের প্রথম টিভিএস জুপিটার সিএনজি উন্মোচন করেছে। কোম্পানির তরফ থেকে আশা করা হচ্ছে, এই স্কুটারটি ভারতের টু হুইলার বাজারে এক বিপ্লব আনতে চলেছে। এতদিন অব্দি শুধুমাত্র সিএনজি বাইক পাওয়া যেত। তবে এখন বাজারে এমন এক স্কুটার আসতে চলেছে যেখানে সিএনজি এবং পেট্রোল উভয় ইঞ্জিনেই চলবে। আসুন জেনে নেওয়া যাক, আরো কি কি ফিচার্স থাকবে এই সিএনজির।

টিভিএস জুপিটার সিএনজিতে ওবিডিটুবি কমপ্লায়েন্ট ইঞ্জিন রয়েছে। এতে একটি ১২৫ সিসি ‘জৈব-জ্বালানি’ ইঞ্জিন আছে, যা ৬০০ আরপিএম-এ ৫.৩ কিলোওয়াট শক্তি এবং ৫৫০০ আরপিএম-এ ৯.৪ এনএম টর্ক উৎপন্ন করে। এছাড়াও টিভিএস নতুন জুপিটার সিএনজিতে ১.৪ কেজির সিএনজি জ্বালানি ট্যাঙ্ক রয়েছে। এই জ্বালানি ট্যাঙ্কটি সিটের নীচে বুট স্পেসে ইনস্টল করা হয়েছে। কোম্পানির মতে, এটি অত্যন্ত নিরাপদ সিএনজি স্কুটার।

আরও পড়ুন: বছরের শুরুতেই তাক লাগালো সুজুকি, লঞ্চ করলো বিশেষ এক ইকো ফ্রেন্ডলি বাইক

টিভিএস জুপিটার সিএনজি স্কুটারটির ডিজাইন হুবহু এর পেট্রোল মডেলের মতো। তবে লঞ্চের সময় অবশ্যই কিছু আপডেট করা হবে। এই জুপিটার সিএনজি প্রতি কেজি সিএনজিতে ৮৪ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে। পেট্রোল + সিএনজিতে এর মাইলেজ প্রায় ২২৬ কিলোমিটারের দীর্ঘ মাইলেজ প্রদান করবে। কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে, নতুন সিএনজি স্কুটারটিতে একটি ২-লিটার পেট্রোল ট্যাঙ্কও রয়েছে। জুপিটার সিএনজি একটি ১২৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত। সিএনজি স্কুটারটির সর্বোচ্চ গতি ৮০ কিমি/ঘন্টা বলে জানা গেছে।

জুপিটারের সিএনজি মডেলে রয়েছে কিছু স্মার্ট ফিচার্স। ফোন চার্জ করার জন্য থাকবে একটি ইউএসবি চার্জিং পোর্ট। এছাড়াও, স্ট্যান্ড কাট অফ সেফটি সিস্টেম এবং ব্লুটুথ কানেক্টিভিটি সাপোর্ট পাওয়া যাবে। তবে সিএনজি ট্যাঙ্কের কারণে স্কুটারের বুট স্পেস কম হতে পারে। রিপোর্ট অনুযায়ী, নতুন স্কুটারটির দাম শুরু হতে পারে ৯৫০০০ টাকা থেকে। বর্তমানে, জুপিটারের পেট্রোল ভেরিয়েন্টের দাম ৮৮,১৭৪ টাকা থেকে ৯৯,০১৫ টাকা পর্যন্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *