UGC NET: কলেজে প্রফেসার হতে বাধ্যতামূলক নয় ইউজিসি নেট, খুশি শিক্ষার্থীরা

UGC NET: কলেজে প্রফেসারি করবার স্বপ্ন প্রায় প্রত্যেক উচ্চশিক্ষিত যুবক যুবতীর থাকে। এই স্বপ্ন নিয়ে সকলেই স্নাতকোত্তর পাশ করেন এবং ন্যাশনাল এলিজিবিটি টেস্ট বা ইউ জি সি নেট ক্লিয়ার করার চেষ্টা করে। কারণ এই পরীক্ষাটি ক্লিয়ার করে সহকারী অধ্যাপক হওয়ার স্বপ্ন দেখেন উচ্চশিক্ষিত যুবক-যুবতীরা। তবে সম্প্রতি একটি নয়া নিয়ম জারি করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বিশ্ববিদ্যালয়ের জারি করা সেই নতুন নিয়মে অনেকেই যেন একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কারণ নতুন জারি করার নিয়ম অনুযায়ী ই জিসি নেট (UGC NET) উত্তীর্ণ হওয়া আর বাধ্যতামূলক নয় কলেজ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উপাচার্য নিয়োগের ক্ষেত্রে একটি খসড়া বিধি প্রকাশ করেন, যেখানে নিয়মের আমূল পরিবর্তন করা হয়।

ইউজিসি নেট (UGC NET) না দিয়েও বা উত্তীর্ণ না হয়েও কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার স্বপ্ন পূরণ হওয়া এবার সম্ভব এমনই নতুন নিয়ম আনা হয়েছে ইউজিসির তরফ থেকে। এছাড়া আর‌ও যে সমস্ত নিয়ম গুলি নতুন করা হয়েছে তার মধ্যে অন্যতম হল ইউজিসি নিয়মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একাডেমিক ঘরানার ব্যক্তি নাও হতে পারেন। চুক্তিভিত্তিক শিক্ষক অধ্যাপক নেওয়ার বিষয়ে‌ও খসড়া বিধি আলোচনা করা হয়েছে।

আরো পড়ুন: নিয়ম বদলে গেলো পাসপোর্টের, জালিয়াতি রুখতে কড়া হলো কর্তৃপক্ষ

অধ্যাপক নিয়োগের নিয়মের ক্ষেত্রেও আমূল পরিবর্তন এনে ইউজিসি নেট (UGC NET) উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক নয় বলে উল্লেখ করা হয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পিএইচডির ক্ষেত্রেও বদল আনা হচ্ছে। এই নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে যে কোন প্রার্থী গণিতে স্নাতক এবং পদার্থবিদ্যা স্নাতকোত্তর উত্তীর্ণ হলেও তিনি রসায়নে পিএইচডি করতে পারবেন। এই পিএইচডির বিষয় নিয়েও তিনি কলেজ-বিশ্ববিদ্যালয়ে রসায়ন পড়ানোর জন্য আবেদন করতে পারবেন এবং সে ক্ষেত্রে যোগ্য বলেও বিবেচিত হবেন।

যে সকল প্রার্থীরা ইউজিসি নেট (UGC NET) উত্তীর্ণ হয়েছেন স্নাতকোত্তর বা স্নাতকের পড়ার বাইরে অন্য কোন‌ও বিষয় নিয়ে তারাও নেট দেওয়া বিষয়টি নিয়ে শিক্ষকতা করাতে পারেন। উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও মানদন্ডের বিস্তার ঘটানো হয়েছে। এছাড়া নতুন নিয়ম অনুযায়ী বলা হচ্ছে শিক্ষা জগতের বাইরে থাকা ইন্ডাস্ট্রি, পাবলিক, অ্যাডমিনিস্ট্রেশন, পলিসি মেকিং ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাদার ব্যক্তিরাও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হতে পারেন। তবে তার একাডেমিক্সে অবদান থাকতে হবে।

এছাড়া এম.ই বা এম .টেক ডিগ্রিতে যে সকল প্রার্থী ৫৫ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তারা কোন‌ওরকম
ইউজিসি নেট (UGC NET) উত্তীর্ণ না হলেও বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হতে পারবেন তবে অন্য কোন বিষয়ের জন্য কিন্তু এই নিয়ম চলবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *