LIC Policy Claim Process: অনেক সময় পলিসির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও পলিসি হোল্ডাররা তার ক্লেইম করতে ভুলে যান। দিন এবং বছরের হিসেব গুলিয়ে হওয়ার কারণে এই ভুল অনেক গ্রাহকই করে থাকেন। সেক্ষেত্রে কতদিন পর্যন্ত টাকা তোলার সুযোগ থাকে জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে।
সম্প্রতি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) তরফে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও ২০২৩-২৪ অর্থ বর্ষে দাবি না করা টাকার পরিমাণ প্রকাশ্যে এনেছে। আর সেই টাকার পরিমাণও নয় নয় করে ৮৮০.৯৩ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে LIC সংস্থায় (LIC Policy Claim Process)। যা মেয়াদ শেষের পরেও কেউ দাবি করেননি।
LIC সংস্থার কাছে এখন রয়েছে ৮৮০.৯৩ কোটি টাকা। যা হিসেব মতো ৩.৭২ লক্ষ পলিসি হোল্ডারের টাকা। যা এখনও দাবি করা হয়নি। জানা যাচ্ছে যদি কোনো ব্যক্তি LIC-তে টাকা জমানোর পর মেয়াদ পূর্ণ হওয়ার দশ বছরের মধ্যে ওই টাকার ক্লেইম (LIC Policy Claim Process) না করেন তবে ওই টাকা ফেরত পেতে বেশ সমস্যায় পড়তে হতে পারে পলিসি হোল্ডারকে। এই বিষয়ে এদিন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান ২০২৩-২৪ অর্থ বর্ষে LIC-এর কাছে যে ৮৮০.৯৩ কোটি টাকা পড়ে রয়েছে তা ৩.৭২ লক্ষ পলিসি হোল্ডারের। তাঁরা যদি মেয়াদ পূর্ণের ১০ বছরের মধ্যে টাকা দাবি না করে তবে এই টাকা পেতে সমস্যায় পড়তে হবে তাদের।
আরো পড়ুন: এবার দশম পাশ মহিলাদের নিয়োগ করবে LIC, বড়ো ঘোষণা নরেন্দ্র মোদীর
মেয়াদ উত্তীর্ণ হলে টাকা তোলার নিয়ম (LIC Policy Claim Process):
- প্রথমে LIC সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট https://licindia.in/home-এ যেতে হবে।
- গ্রাহক পরিষেবা বিভাগ থেকে আনক্লেইমড এমাউন্ট (LIC Policy Claim Process) চেক করতে হবে।
- এরপর পলিসি নম্বর, জন্মতারিখ এবং প্যান কার্ডের বিবরণ দিতে হবে।
- এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
যদি কোনো ব্যক্তি ১০ বছরেও তার পলিসির টাকা ক্লেইম (LIC Policy Claim Process) না করে তবে ওই অর্থ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে ট্রান্সফার করে দেওয়া হয়। যা দেশের প্রবীণ নাগরিকদের মঙ্গলে ব্যবহার করা হয়। তবে সম্প্রতি ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া (IRDAI) বীমা সংস্থাগুলিকে নিজেদের ওয়েবসাইটে ১০০০ টাকা বা তার বেশি দাবি না করা অর্থের পরিমাণ দেখানো বাধ্যতামূলক করে দিয়েছে।