Lakhpati Didi Yojana: মহিলাদের উন্নয়নে ভারত সরকারের নতুন প্রকল্প, চালু হলো লাখপতি দিদি যোজনা! ২০২৩ সালের ১৫ই আগষ্ট স্বাধীনতা উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রকল্পের শুরু করেন। এই প্রকল্পের মাধ্যমে MSME অর্থাৎ ব্যবসায়িক ঋণের মতো বিনা সুদে যোগ্য মহিলাদের ৫ লক্ষ টাকা পর্যন্ত অর্থসাহায্য দেওয়া ও ব্যবসায় প্রশিক্ষণ দেওয়া হয়।
মানব কল্যাণ ও উন্নয়নে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অনেক অভিনব প্রকল্প চালু করেছে। তবে বর্তমানে নারী ও শিশু কল্যাণ বিষয়ক প্রকল্পের সংখ্যাও কম নয়। কোনো সুদ ছাড়া ৫ লক্ষ টাকার ঋণ দেবে সরকার। এই প্রকল্পের আওতায় প্রথম ভাগে ভারতবর্ষের ৩ কোটি মহিলা এই সুবিধা পাবেন। তবে চলুন জেনে নিই এর যোগ্যতা ও আবেদন পদ্ধতির ব্যাপারে।
প্রকল্পের উদ্দেশ্য:
লাখপতি দিদি যোজনার (Lakhpati Didi Yojana) উদ্দেশ্য ভারতের সমস্ত পিছিয়ে পর মহিলাদের জীবনের স্রোতে ফিরিয়ে আনা ও তাদের স্বাবলম্বী করে তোলা। মহিলাদের কর্মসংস্থানের সুযোগ দেওয়াও এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। প্রাথমিক ভাবে ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পে দুই কোটি মহিলাকে সাহায্য করার কথা জানালেও চলতি বছরের বাজেটে সেই সংখ্যা আরোও এক কোটি বাড়িয়ে ৩ কোটি করা হয়েছে।
আরো পড়ুন: আকাশ ছুঁলো জিএসটি এর হার, ঠিক কিসে কিসে বাড়ল আর কিসে কিসে কমলো GST?
লাখপতি দিদি যোজনার (Lakhpati Didi Yojana) যোগ্যতা:
মহিলাদের এই সরকারি ঋণ পেতে হলে কয়েকটি যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। সেগুলি হলো
- এর জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই কোনো একটি স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
- এছাড়াও আবেদনকারীকে নিজের ব্যবসা খোলার আগ্রহ রাখতে হবে এবং সঠিক পরিকল্পনা পেশ করতে হবে।
খবর তৈরি, হস্ত শিল্প, ক্ষুদ্র শিল্প , কৃষি ইত্যাদি আরও অনেক বিষয়ে সাহায্যের জন্য সরকার ঋণ দেবে। সাথে ব্যবসার সাথে সম্পর্কযুক্ত বিনামূল্যে প্রশিক্ষণও দেবে সরকার।
আবেদন পদ্ধতি:
লাখপতি দিদি যোজনায় (Lakhpati Didi Yojana) আবেদন পদ্ধতিটি সব স্তরের মানুষের স্বার্থে সহজ রাখা হয়েছে। আবেদন করা যাবে সরাসরি ব্যবসার পরিকল্পনা সহ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সরকারের কাছে আবেদন করা যাবে। এরপর ওই আবেদনপত্রটি যাচাই করে যদি মঞ্জুর করা হয় তবেই নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনকারীর হাতে এই সরকারি ঋণের অর্থ তুলে দেওয়া হবে।