Cash Deposit Rules: ব্যাংকে নগদ অর্থ জমা করতে দিতে হবে ৬০ শতাংশ আয়কর, এলো নতুন নিয়ম

Cash Deposit Rules: কোটি কোটি মানুষ ব্যাংকে নগদ অর্থ লেনদেন করে থাকেন। বলা ভালো প্রতিটি মানুষই ব্যাংকের এই পরিষেবা গ্রহণ করে থাকেন। এখন যত সময় এগোচ্ছে ব্যাংকিং পরিষেবাও ডিজিটাল হয়ে যাচ্ছে। সমস্ত পরিষেবাই এখন পাওয়া যাচ্ছে হাতের মুঠোতে। ভারত সরকারও মানুষকে ডিজিটাল হওয়ার জন্য উৎসাহিত করছে সকলকে। এখন এমন হয়েছে যে যেকোনো পণ্য কিনতে হলে আর নগদ অর্থের টাকার প্রয়োজন পড়েনা। UPI সহ আরও অনেক অনলাইন টাকা কেন দিনের পরিষেবার উপর ভিত্তি করে এখন সহজেই কেনাকাটা করা যেতে পারে।

একই সাথে ভারত সরকার আয়করের নিয়মের উপরেও নানান পরিবর্তন আনা হচ্ছে। এবার বছর শেষের আগেই আয়করের নিয়মের উপর বড় পরিবর্তন আনলো ভারতের আয়কর দপ্তর। যা সরাসরি দেশের কোটি কোটি মানুষের উপর প্রভাব ফেলতে পারে বলে অনুমান। জানা যাচ্ছে ব্যাংকে নগদ অর্থ জমা করার নিয়মেও (Cash Deposit Rules) আনা হয়েছে বিরাট পরিবর্তন।

নতুন নিয়ম:

ব্যাংকে নগদ অর্থ লেনদেনের নিয়মের (Cash Deposit Rules) ক্ষেত্রে সামনে এসেছে বড় খবর। জানা যাচ্ছে নতুন আয়কর নিয়মের অনুসারে এবার থেকে ব্যাংকে টাকা হতে পারে ব্যয়বহুল। খুব শীঘ্রই নগদ অর্থ জমার (Cash Deposit Rules) উপর দিতে হতে পারে ৬০ শতাংশ আয়কর।

কখন প্রযোজ্য হবে নতুন নিয়ম:

ব্যাংকে নগদ অর্থ জমা করার (Cash Deposit Rules) সময় ৬০ শতাংশ আয়কর তখনই দিতে হবে যখন জমা করা অর্থের কোনো উৎস উল্লেখ করা হবেনা। অনেক সময় নগদ অর্থ জমা করার সময় গ্রাহকরা ওই অর্থ কোথা থেকে পেয়েছেন তার উল্লেখ করেননা একমাত্র সেই ক্ষেত্রেই দিতে হতে পারে ৬০ শতাংশ আয়কর। এছাড়াও চাপতে পারে অতিরিক্ত কিছু করও।

আরো পড়ুন: যথেচ্ছ লেনদেন আইনবিরুদ্ধ, বাৎসরিক লেনদেনের পরিমাণ নির্ধারণ করে আয়কর দপ্তর

৬০ শতাংশ আয়কর ধার্য্য করার কারণ:

ব্যাংকে নগদ অর্থ জমা করার বিষয়ে (Cash Deposit Rules) আয়কর বিভাগের নিয়ম বলে বড়সড় অংকের অর্থ যার উৎস অজানা, তা অর্থ পাচার, কর ফাঁকি বা অবৈধ আর্থিক কার্যকলাপের ইঙ্গিত দেয়। আর এই জন্যই আয়কর বিভাগ এই ধরনের ট্রান্সাকশনের উপর উচ্চকর দিতে পারে।

করহীন নগদ অর্থের পরিমাণ:

যদি ব্যাংকে ১০ লাখ বা তার বেশি পরিমাণ নগদ অর্থ জমা (Cash Deposit Rules) করার ক্ষেত্রে স্পষ্ট ভাবে এর উৎস না জানালে ধার্য্য করা হবে আয়কর। এছাড়া যদি কারো ইনকাম ট্যাক্স ফাইল করা থাকে তবে সেক্ষেত্রে ৫০ লক্ষ টাকা পর্যন্ত নগদ অর্থ জমার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *