Unmarried Couple Hotel booking: অবিবাহিত হয়েও গোপন সময় কাটানোর অধিকার সব কাপলদের রয়েছে। আজকাল সমাজ মাধ্যমের জেরে মানুষের গোপনীয়তা প্রহসনের পর্যায়ে চলে গেছে। কিছু ভিউস এবং লাইকের জন্য অনুমতি ছাড়াই বিভিন্ন ফটো বা ভিডিও তুলে সমাজ মাধ্যমে দেওয়া এখন একটা ফ্যাশন হয়ে উঠেছে। তাই একান্তে নিরিবিলি সময় কাটাতে কাপলরা হোটেল রুমকেই মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন আজকাল। সঙ্গে হোটেলের মধ্যেও গোপন ভিডিও রেকর্ড এবং তা নিষিদ্ধ ওয়েবসাইটে দিয়ে অন্যায় ভাবে অর্থ উপার্জন করাও এখন অস্বাভাবিক নয়।
তবুও বুঝে শুনে ভালো কোনো হোটেলে রুম বুক করতে গেলে সমস্যায় পড়তে হয় অবিবাহিত যুগলদের (Unmarried Couple Hotel booking)। যদিও বড় শহরের ক্ষেত্রে যথা নিয়ম মেনে রুম পাওয়া গেলেও ছোট শহরে সমস্যায় পড়তে হয় তাদের। বিবাহিত দম্পতিরা সহজেই রুম ফেসিলিটি পেয়ে গেলেও ছোট শহর গুলিতে সমস্যা হয় অবিবাহিত যুগলদের। এক্ষেত্রে রুম খালি থাকলেও দেওয়া হয় না।
ভারতীয় সংবিধান অনুযায়ী প্রাপ্ত বয়স্ক যে কেউ তাঁর বিশেষ বন্ধু বা বান্ধবীর সাথে সময় কাটাতে হোটেলে যেতে পারেন। এর জন্য সরাসরি হোটেলে গিয়ে রুম বুক করা যেতে পারে। এক্ষেত্রে যদি ঘর ফাঁকা থাকে তবে হোটেল মালিক আপনাকে ঘর দিতে বাধ্য হবেন। এর জন্য বিবাহিত বা অবিবাহিতদের (Unmarried Couple Hotel booking) জন্য কোনো আলাদা নিয়ম নেই। হোটেল মালিক রুম দিতে অস্বীকার করলে বরং তা আইন বিরুদ্ধ। এক্ষেত্রে চাইলেই মালিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে।
আরো পড়ুন: ডিসেম্বরের মধ্যেই ভারতে হতে চলেছে ৪৮ লক্ষ বিয়ে, খরচ ৬ লক্ষ কোটি টাকা
হোটেলে রুম বুক করতে হলে অবশ্যই যুগলের দুজনেরই বয়স ১৮ বছর হতে হবে এবং একটি বৈধ আইডি প্রুফ জমা দিতে হবে। যার ভিত্তিতে বয়স বিচার করে তবেই রুম দেওয়ার সিদ্ধান্ত নেবে হোটেল কর্তৃপক্ষ। অনেক সময় পরিচয় গোপন রাখার জন্য অনেকেই নিজের পরিচয়পত্র হোটেল কতৃপক্ষের কাছে জমা দিতে অস্বীকার করেন। যদি কেউ এমনটা করে থাকেন তবে তিনি বিবাহিত বা অবিবাহিত (Unmarried Couple Hotel booking) যাই হননা কেনো তাকে কোনো রুম দেবেনা হোটেল এমনটাই নিয়ম রয়েছে সরকারের তরফে।
সকলের মনে পুলিশি জটিলতা নিয়ে ভয় একটা থাকেই। তবে ভারতীয় সংবিধান বলে প্রাপ্ত বয়স্ক যেকোনো ভারতীয় তার প্রেমিক বা প্রেমিকার সাথে একান্তে সময় কাটালে তা অন্যায় নয়। ফলে যদি কখনও পুলিশ আসে এবং বাড়ির বড়দের ফোন নাম্বার চায় তা দেবেন না। এবং আপনার আইডি দেখতে চাইলে দেখাবেন। ভয় পাবেন না পুলিশ আপনাদের কিছু করতে পারবেন না।