Internship Program: পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রাম, পাওয়া যাবে ১০০০০ অব্দি টাকা

Internship Program: পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ইন্টার্নশিপ প্রোগ্রাম, পাওয়া যাবে ১০০০০ অব্দি টাকা। সাধারণ মানুষের জন্য একাধিক প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। স্কুল, কলেজ পড়ুয়া হোক অথবা চাকুরীরতা অথবা বেকার যুবক, যুবতী সবার জন্যই রয়েছে কিছু না কিছু প্রকল্প। কিন্তু এবার এক্কেবারে অন্য ধরনের একটি প্রকল্প নিয়ে হাজির রাজ্য সরকার। রাজ্যের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে চলেছে রাজ্য সরকার।

২০২২ সালে ইন্টার্নশিপ প্রোগ্রাম (Internship Program) চালু করার বিষয়ে ঘোষণা করেছিল রাজ্য সরকার। দু’বছর পর ২০২৪ এ এসে সেই প্রকল্প বাস্তবায়িত করার উদ্যোগ নিচ্ছে উচ্চ শিক্ষা পর্ষদ। প্রকল্পটির নাম রাখা হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ প্রোগ্রাম। বিশেষজ্ঞদের মতে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য এই প্রকল্প অত্যন্ত উপযোগী হতে চলেছে। উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে এক ধাপ এগিয়ে যাবে শিক্ষার্থীরা।

তবে শুধু রাজ্য সরকার নয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও এই ধরনের প্রকল্পের উপরেই বেশি জোর দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র ইন্টার্নশিপ প্রোগ্রামের (Internship Program) মাধ্যমে রাজ্যের ছাত্র-ছাত্রীরা নিজেদের পঠন-পাঠনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের দক্ষতা অর্জন করার সুযোগ পাবেন। এছাড়াও কর্মক্ষেত্রে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্টিফিকেট অত্যন্ত কার্যকরী হবে বলে জানানো হয়েছে। একাধিক চাকরি প্রার্থীর ভিড়ে নিজেকে আলাদা করে পরিচিত করতে পারবে এই সার্টিফিকেটের মাধ্যমে। এছাড়াও ছাত্র-ছাত্রীদের কর্মজীবনের অভিজ্ঞতার সঞ্চার হবে।

আরো পড়ুন: বিমানবন্দর পর্যন্ত চলল মেট্রোর ট্রায়াল রান, কবে থেকে চালু পরিষেবা

নিজেদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে দক্ষতা অর্জন করার সুযোগ পাবেন ছাত্র-ছাত্রীরা। শুধু এটুকুই নয়, দক্ষতা অর্জনের পর যোগ্যতার উপর ভিত্তি করে কাজের সুযোগও করে দেবে রাজ্য সরকার। ইন্টারশিপ শেষ হবার পর প্রত্যেককে গ্রেডিং সহ সার্টিফিকেট প্রদান করা হবে। ইন্টার্নশিপ চলাকালীন সর্বাধিক ১০ হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।

প্রায় ৭৫০০ শিক্ষার্থীকে ইন্টার্নশিপ প্রোগ্রামের (Internship Program) মাধ্যমে নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। বিভিন্ন বিশ্ব বিদ্যালয়গুলিতে এই প্রোগ্রাম চালু করার চেষ্টা চলছে। বেশ কিছু ইন্টার্নশিপ ইতিমধ্যে চালু করা সম্ভব হয়েছে। সম্পূর্ণ প্রকল্পটি খুব শীঘ্রই চালু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তবে সকলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাবেন না। এই ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাইলে নির্দিষ্ট শিক্ষার্থীকে আইটিআই বা কোন ডিপ্লোমা কোর্সে নূন্যতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। এই বিষয়ে বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তির মাধ্যমে খুব শীঘ্রই জানাবে রাজ্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *