Vande Bharat Express: সপ্তম বৃহত্তম দেশ ভারত। এই দেশের কোনায় কোনায় ছড়িয়ে রয়েছে রেল। ভারতীয় রেল গাছের শাখা প্রশাখা ছড়িয়ে রেখেছে। এক শতকের বেশি সময় ধরে যাত্রীদের দুর দূরান্তে পরিষেবা দিচ্ছে ভারতীয় রেল। এখন আরও অত্যাধুনিক এবং উন্নত পরিষেবা দিতে একাধিক হাইস্পিড ট্রেন চালু করেছে যার মধ্যে বন্দে ভারত অন্যতম।
বর্তমানে দেশের সবচেয়ে বেশি আধুনিক ট্রেন হলো বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express)। যার সাধারণ ট্রেনের তুলনায় গতি বেশ খানিকটা বেশি। ঝাঁ চকচকে লুকের সাথে প্রিমিয়াম পরিষেবা দিয়ে গত কয়েক বছরে এই ট্রেন তাক লাগিয়েছে ভারতীয় রেলের যাত্রীদের। বিশেষ করে এর পরিষেবা নজর কেড়েছে যাত্রীদের। গত কয়েক বছরে এই ট্রেনের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে প্রায় ছোট বড়ো সব রুটেই দেওয়া হয়েছে এই ট্রেন। খবর অনুযায়ী এবার এই বন্দে ভারত ট্রেনই মাঝপথে রাস্তা হারিয়ে পৌঁছে গিয়েছে ভুল স্টেশনে।
জানা যাচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী টার্মিনাল থেকে মারগাঁও পর্যন্ত যাত্রা পথ ছিল ওই নির্দিষ্ট বন্দে ভারত ট্রেনের (Vande Bharat Express)। কিন্তু মহারাষ্ট্রের থানে এলাকায় পথ ভুল হয় ট্রেনটির। ডিভা স্টেশন থেকে প্যানভেলের দিকে না গিয়ে সোজা ট্রেনটি চলে যায় কল্যাণের দিকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন রেলের কর্মীরাও। এরপর ট্রেনটিকে দ্রুত নিয়ে যাওয়া হয় কল্যাণ স্টেশনে। সেখান থেকেই কিছুক্ষণ পর নিয়ে আসা হয় ডিভা স্টেশনে। তারপর আসল গন্তব্যে রওনা দেয় ট্রেনটি। এই গোলযোগের কারণে এর গন্তব্যে পৌঁছতে ট্রেনটির সময় লাগে অতিরিক্ত ৯০ মিনিট।
আরো পড়ুন: আরও উন্নত হতে চলেছে ভারতের রেল পরিষেবা, জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
আধিকারিকদের মতে ট্রেনটির যাওয়ার কথা ছিল ডিভা-প্যানভেল রুটে। কিন্তু সকাল ৬.১০-এ ডিভা স্টেশন থেকে কল্যাণের দিকে মোড় নেয় এই বন্দে ভারত ট্রেনটি (Vande Bharat Express)। এই বিষয়ে সেন্ট্রাল রেলের জনসংযোগ আধিকারিক বলেন সিগন্যালে ত্রুটির ফলে এই সমস্যা দেখা গিয়েছিল। আসলে ডিভা জংশনে ডাউন ফাস্ট লাইন এবং পঞ্চম লাইনের মধ্যে ১০৩ নম্বর পয়েন্ট সিগন্যালিং এবং টেলি সংযোগের ব্যবস্থায় প্রযুক্তির ত্রুটি দেখা যায়।
ডিভা স্টেশনে ৩৫ মিনিটের জন্য হল্ট করে পথ ভুল করা বন্দে ভারত ট্রেনটি (Vande Bharat Express)। ফলে ওই লাইনে মুম্বইয়ের লোকাল ট্রেন চলাচল করার ফলে বেশ সমস্যায় পড়তে হয় রেল কর্মীদের। ২০২৩ সালের জুন মাসে সিএসএমটি মাদগাঁও লাইনে শুরু হয় বন্দে ভারত ট্রেন পরিষেবা। নির্ধারিত সময়েই মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাল থেকে সকাল ৫.২৫ মিনিটে ছেড়ে যায় এবং ওইদিন দুপুর ১.১০ মিনিটে পৌঁছায় গদগাঁও স্টেশনে। এইদিন এই যাত্রা পথেই সিগন্যালের ভুলে পথ হারায় ট্রেনটি।