Vande Bharat Express: যাত্রীর অভাবে বগি কমানো হয়েছে, প্রশ্নের মুখে এই বন্দে ভারত এক্সপ্রেসের ভবিষ্যৎ

Vande Bharat Express: ভারতীয় রেলের ইতিহাসে যত সময় এগোচ্ছে তত বেশি পরিষেবা এবং দ্রুততার জন্য জনপ্রিয়তা অর্জন করছে বন্দে ভারত এক্সপ্রেসগুলো। ভারতের বিভিন্ন রুটে ছুটে চলা এই ট্রেনের প্রিমিয়াম পরিষেবা সহজেই যাত্রীদের আকৃষ্ট করে। এক কথায় যাত্রীদের ট্রেন যাত্রার অনুভূতিকে কয়েকগুনে আরামদায়ক করে দেয় এই ট্রেনে যাত্রা। বর্তমানে ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন বন্দে ভারত ট্রেন বর্তমানে শুধুমাত্র চেয়ার কাট সিস্টেমে চললেও আগামীতে স্লিপার বন্দে ভারত এবং বুলেট ট্রেন আসতে চলেছে বলে জানা গিয়েছে ভারতীয় রেলের সুত্রে।

তবে এসবের মাঝেই বন্দে ভারত (Vande Bharat Express) নিয়ে বড় খবর শোনালো ভারতীয় রেল। সামনে এলো চমকে দেওয়ার মতো খবর। রেলের তরফে আচমকাই বন্দে ভারত ট্রেনে বগি কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা যাচ্ছে হাওড়া ডিভিশনের একটি লাইনের ক্ষেত্রে এই পরিবর্তন আনার কথা ভাবছে পূর্ব রেল। এরপর সকলের মনে প্রশ্ন আসতে পারে যে কোন রুটে এই পরিবর্তন আনা হচ্ছে, উত্তর রয়েছে আজকের এই প্রতিবেদনেই।

বর্তমানে হাওড়া ডিভিশনের বেশ কয়েকটি বহু প্রচলিত লাইনে বন্দে ভারত ট্রেন পরিষেবা রয়েছে। হাওড়া ডিভিশনে মূলত হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, হাওড়া-গয়া, হাওড়া-পাটনা রুটে চলাচল করে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। তবে শোনা যাচ্ছে শুরুর কয়েক মাসের মধ্যেই বগি সংখ্যা কমে যেতে চলেছে এই বন্দে ভারত ট্রেনের। এত জনপ্রিয়তার মাঝে এই খবর শুনলে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

আরো পড়ুন: শিয়ালদহ থেকে উত্তরবঙ্গে যাওয়ার নতুন ট্রেন, বছরের শুরুতে চমক দিলো পূর্ব রেল

জানা যাচ্ছে হাওড়া-গয়া লাইনের বন্দে ভারত ট্রেনে কমিয়ে দেওয়া হচ্ছে বগির সংখ্যা। এই রুটে হাওড়া সপ্তাহে ৬ দিন গয়ার উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সকাল ৬টা বেজে ৪৫ মিনিটে যাত্রা শুরু করে গয়া পৌঁছায় দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে। যাত্রা পথে মোট ৭টি স্টেশনে হল্ট দেয় ট্রেনটি। প্রথমে দুর্গাপুর এরপর ধনবাদ, পরেশনাথ, কোডারমার মতো বড় বড় জায়গাগুলোতে দাঁড়ায় ট্রেনটি। তবে কেনো কমিয়ে দেওয়া হচ্ছে বগি সংখ্যা? যাত্রী সংকটেই কি এই সিদ্ধান্ত? প্রশ্ন উঠছে।

রেল সুত্রে পাওয়া খবর অনুযায়ী ১৬ বগির পরিবর্তে এবার এই লাইনের বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express) চলবে ৮টি বগি নিয়ে। ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর উদ্বোধনের পর থেকেই যাত্রীর সংখ্যা কম রয়েছে এই ট্রেনটিতে। রেলের নিয়ম অনুযায়ী নির্ধারিত কিছু সংখ্যক যাত্রী না হলে এমনই কমিয়ে দেওয়া হয় ট্রেনের বগির সংখ্যা। এক্ষেত্রেও একই পথে হাঁটতে চলেছে পূর্ব ভারতীয় রেল। তবে একই ভাবে দীর্ঘদিন যাত্রী সংখ্যা কম হতে থাকলে ভবিষ্যতে ট্রেনটি বন্ধ হয়ে যেতে পারে বলে জানা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *