Vande Bharat Express: বাংলায় প্রথম বন্দে ভারত চালু হয় হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে। তারপর থেকেই যাত্রীদের মধ্যে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শুরুতে অল্প সংখ্যক ট্রেন থাকলেও যাত্রী চাহিদা ও যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকার বন্দে ভারতের সংখ্যা ক্রমশ বাড়াতে থাকে। এখন রাজ্যে মোট নটি রুটে চলে এই বন্দে ভারত এক্সপ্রেস।
তবে এতদিন শুধুমাত্র হাওড়া থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ছাড়া হত। আমজনতার কথা চিন্তা করে ইতিমধ্যেই শিয়ালদহ থেকে বন্দে ভারত (Vande Bharat Express) চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল। সুত্রের খবর অনুযায়ী, তিন মাসের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। তবে ট্রেনের পরিষেবা শুরু করার আগে প্রয়োজনীয় পরিকাঠামোর কিছু সংস্কারের প্রয়োজন আছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
কলকাতা টার্মিনাল সংলগ্ন কাশিপুরে তৈরি হচ্ছে রেল ইয়ার্ড। এক্ষেত্রে বিভিন্ন আধুনিক প্রযুক্তি গ্রহণ করা হবে। তার জন্য খরচ হবে আড়াইশো কোটি টাকা। এখানেই হবে ট্রেনের রক্ষণাবেক্ষণের কাজ। ইতিমধ্যে এলাকা পরিদর্শনের কাজও সম্পন্ন করেছেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সহ পদস্থ আধিকারিকরা।
আরও পড়ুন: বরাদ্দ হল ১০০ কোটি, আধুনিকীকরণের পর নতুন কি কি সুবিধা মিলবে
বর্তমানে হাওড়া- নিউ জলপাইগুড়ির পাশাপাশি হাওড়া -পুরী, নিউ জলপাইগুড়ি- গুয়াহাটি, হাওড়া- পাটনা, হাওড়া -রাঁচি, নিউ জলপাইগুড়ি- পাটনা রুটে চলছে এই সেমি স্পিড হাই ট্রেন। তবে এবার থেকে বন্দে ভারত (Vande Bharat Express) পাবে শিয়ালদহও। এর পাশাপাশি রেল সেতু সংস্কার ও ট্রেনের গতিবৃদ্ধির দিকেও নজর দেওয়া হবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
চলতি ২০২৪ -২৫ অর্থবর্ষে পূর্ব রেলের পণ্য পরিবহনের খাতে ২৮ শতাংশ আয় বেড়েছে। বিভিন্ন সংস্কারের মাধ্যমে রেল (Vande Bharat Express) ব্যবস্থার উন্নতির জন্য তৎপর হয়েছে রেল আধিকারিকরা। ভবিষ্যতে ব্যান্ডেল স্টেশনকে কলকাতার উপগ্রহ টার্মিনাল হিসাবে গড়ে তোলা হবে। লোকাল ট্রেনের সময়ানুবর্তিতার পাশাপাশি রেললাইনের অন্যান্য ক্ষতি এড়াতে নানা রকম প্রচার চালাবে রেল।