বিতর্ক যেন কোনোভাবেই পিছন ছাড়ছে না রণবীর ইলাহাবাদিয়া ও সময় রায়নার। রণবীরের মন্তব্য নিয়ে গোটা দেশ এখন উত্তপ্ত। ‘ইন্ডিয়া’জ গট ল্যাটেন্ট’ নামে এক অনুষ্ঠানে তিনি যে মন্তব্য পেশ করেছেন তাতে রীতিমত শোরগোল পড়ে গেছে। অনুষ্ঠানে এসে রণবীর এক প্রতিযোগীকে বলেন, বাবা-মাকে সঙ্গম করতে দেখবে, নাকি নিজেও একবার যোগ দিয়ে তাঁদের সঙ্গম স্থায়ীভাবে বন্ধ করতে উদ্যত হবে? কটাক্ষের ঝড় বয়ে গেছে এই মন্তব্যের কারণে। এই ধরনের কুরুচিকর মন্তব্যের কারণে রণবীর ও সময়ের ফলোয়ার্স অনেক কমে গেছে। এমনকি তাদের বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। এই প্রসঙ্গেই এবার মুখ খোলেন অভিনেতা শেখর সুমন।
বর্ষীয়ান অভিনেতা শেখর সুমন প্রকাশ্যে দাবি করেছেন যে, রণবীরদের জন্যই আজকে গোটা দেশ অসুস্থ তাই অবশ্যই এই ধরনের ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। এমনকি তিনি কড়া পদক্ষেপ নিতে বলেছেন। বিষয়টি নিয়ে নিজের খুব উগরে দিয়েছেন শেখর সুমন। কি বলেছেন তিনি জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে।
আজকালকার প্রজন্মের কথা চিন্তা করলে সত্যি লজ্জা পেতে হয়। নিজেদেরকে জনপ্রিয় করার জন্য তারা যেকোনো কাজ করতে রাজি। নিজের বাবা-মা সম্পর্কে খারাপ মন্তব্য করতেও তারা দশ বার ভাবেনা। শেখর সুমন মনে করেন এই ধরনের মানুষদের দেশে থাকার কোন দরকার নেই, বরং এদের দেশ থেকে বের করে দেওয়া উচিত। কখনোই আর এই ধরনের মানুষদের দেশে ফেরানো উচিত নয়।
আরও পড়ুন: নিজেদের কর্মফলের জন্যই আজকে কাজ হারা বিপাশা-করণ, কেন এমন বললেন মিকা সিং?
এই ধরনের প্রজন্মের ছেলেমেয়েরা ব্যঙ্গ করার নাম করে মানুষকে অপমান এবং অসভ্যতা করে। ইউটিউবে বাক্স্বাধীনতার কথা বলার মানে অপশব্দ ও খারাপ কথায় ভরিয়ে দেওয়া হতে পারে না। সোশ্যাল মিডিয়াতে এমন সব কথা সামনে আসছে যা রীতিমতো অসুস্থতার পরিচয়। এই ধরনের মন্তব্যের কারণে গোটা দেশ অসুস্থ হয়ে পড়বে।
তবে তিনি এখানেই থেমে নেই। শেখর সুমন বিশেষ আর্জিও রেখেছেন। তিনি এমনটাও দাবি করেছেন যে এদের শো তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই ধরনের শো যদি চলে তাহলে তা দেশের পক্ষেই খারাপ। এদের অনেক দূরে রেঙ্গুনে পাঠিয়ে দেওয়া উচিত। যদিও এই কুরুচিকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন ইউটিউবার। তিনি এও বলেছেন যে কমেডি করা তার বিষয় নয়। কিন্তু নিজের ভুলের পক্ষে কোনরকম যুক্তি খাড়া করতে চাননি তিনি। বরং সাফ জানিয়েছেন, নিজের মন্তব্য নিয়ে তিনি সত্যিই দুঃখিত এবং ভবিষ্যতে এমন কোন মন্তব্য আর করবেন না এমনটাই বলেছেন।