Instagram Video: সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রতিদিনই নানান কন্টেন্ট ভাইরাল হয়, কিন্তু সম্প্রতি যে ভিডিওটি (Instagram Video) নেটিজেনদের মন জয় করেছে, তা একেবারে আলাদা। মাত্র দেড় বছরের এক খুদে মেয়ের বেলি ডান্স নাচ ঝড় তুলেছে ইন্টারনেটে। ক্লাসে অন্যান্য শিশুরা যেখানে শিক্ষিকা দিদিমণির নির্দেশ মেনে স্টেপ করছে, সেখানে এই ছোট্ট খুদে যেন তার নিজস্ব স্টাইলে সবাইকে চমকে দিয়েছে। তার অদ্ভুতুড়ে, কিন্তু অতি মিষ্টি নাচের ভঙ্গি নজর কেড়েছে লক্ষ লক্ষ মানুষের। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় সে যেন হয়ে উঠেছে ‘মিনি সুপারস্টার’।
ভিডিওতে (Instagram Video) দেখা যাচ্ছে, একটি বেলি ডান্স ক্লাস চলছে, যেখানে কচিকাচারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের শিক্ষিকা দিদিমণির দেখানো স্টেপ অনুসরণ করছে। কিন্তু সবার নজর ছিনিয়ে নিয়েছে এক দেড় বছরের মিষ্টি মেয়ে, যার বয়স এতটাই কম যে তাকে ক্লাসের মধ্যে বেমানান মনে হচ্ছে। তবে তার জন্য শিক্ষিকা বা নিয়ম মানার কোনো প্রয়োজন নেই! সে নিজের মতো করে ক্লাসের লাইন থেকে বেরিয়ে এসে মুক্তমনে নাচতে শুরু করে। তার হাসিখুশি মুখ, কোমর দোলানো, আর খুদে পায়ের তালে পুরো ক্লাসটাকেই যেন আনন্দের বন্যায় ভাসিয়ে দিয়েছে।
এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট হতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ২২ জুলাই পোস্ট হওয়া এই ক্লিপটি ইতিমধ্যেই ১ কোটিরও বেশি ভিউস অর্জন করেছে এবং প্রায় ১ কোটির কাছাকাছি লাইক পেয়েছে। নেটিজেনরা খুদের মিষ্টি ভঙ্গিতে মুগ্ধ হয়ে কমেন্ট সেকশন ভরিয়ে দিয়েছেন। কেউ কেউ মজার ছলে বলেছেন এই খুদেই তো এখন পুরো গ্রুপটাকে নেতৃত্ব দিচ্ছে! আরেকজন লিখেছেন কে কাকে শেখাচ্ছে, সেটাই বোঝা যাচ্ছে না! এমন মজাদার মন্তব্যগুলিই প্রমাণ করে দেয় যে, নাচের এই খুদে শিল্পী এখন পুরো সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরো পড়ুন: এক ছাদের তলায় ২০ হাজার মানুষ! তৈরি হল এমনই একটি আবাসন, কিভাবে সম্ভব?
ভিডিয়োর মাধ্যমে নাচের প্রতি খুদের এই অবিশ্বাস্য ভালোবাসা এবং তার নির্মল আনন্দ স্পষ্ট হয়ে উঠেছে। কোনো চাপ ছাড়াই, নিজের মনের আনন্দে নাচ করে সে প্রমাণ করেছে যে, কখনো কখনো শেখার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনের খুশি। ইনস্টাগ্রামের এক ব্যবহারকারী লিখেছেন এই বাচ্চাটির নাচ দেখে তিনি নিজেও নাচতে শুরু করে দিয়েছেন! আবার আরেকজন বলেছেন এই বাচ্চার মতোই সবার উচিত মনের আনন্দে জীবনযাপন করা, কোনো চাপ ছাড়াই।
এই খুদের অসাধারণ নাচ ইতিমধ্যেই বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। তার নির্মলতা এবং সৎ আনন্দ সোশ্যাল মিডিয়ার সকলকে আপ্লুত করেছে। আর এই ভিডিওটি (Instagram Video) প্রমাণ করে দিয়েছে যে, কখনো কখনো একজন দিদিমণির থেকেও বড় শিক্ষিকা হয়ে ওঠে একটি নির্মল মনের খুদে শিশু, যে কেবল আনন্দেই ভাসতে চায়। ভাইরাল এই ভিডিয়োটি থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছুই রয়েছে।