Viral Video: সাম্প্রতিক সময়ে অবসর সময় কাটানোর এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তবে শুধু অবসর সময় কাটানো নয়, নিজেদের প্রতিভা তুলে ধরারও এক দুর্দান্ত মাধ্যম এই নেটদুনিয়া। যেখানে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ নিজেদের সুপ্ত প্রতিভা তুলে ধরেন। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয় নেটবাসী। সাম্প্রতিক সেরকমই নেটদুনিয়ায় ভাইরাল (Viral Video) হল এক রিকশা চালকের সুপ্ত প্রতিভা। যা দেখে চক্ষু চরকগাছ নেটজনতার। ভিডিওর কমেন্ট বক্সে উপচে পড়ছে রিকশা চালকের শিক্ষার প্রশংসা।
সমাজের মাধ্যম এমন একটি জায়গা যেখানে পৃথিবীর কোনার কোনার খবর উঠে আসে। সেকেন্ড সেকেন্ডে আপডেট পাওয়া যায় নানা ঘটনার। পাশাপাশি কেউ কেউ আবার এই সমাজ মাধ্যমকে ব্যবহার করে অর্থ উপার্জন করছে। কেউ নাচের মাধ্যমে কেউ গানের মাধ্যমে কেউ কবিতার মাধ্যমে তো কেউ আবার নিজেদের হস্তশিল্পের মাধ্যমে। যার মধ্যে কিছু কিছু ছবি-ভিডিও আবার ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। তেমনি সাম্প্রতিক এক রিকশা চালকের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে নেটদুনিয়ায়। যেখানে রিকশা চালক হয়ে ওই ব্যক্তিকে পর্যটকদের সাথে ঝরঝরে ইংলিশ বলতে দেখা গেছে। বিষয়টি বিশদে বলা যাক।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় দুই বিদেশি পর্যটক ওল্ড দিল্লিতে ঘুরতে এসেছেন। ঘোরাফেরার জন্য তারা একটি রিকশায় উঠেছেন। সাথে ওই রিকশা চালকের সাথে কথোপকথন করতে দেখা যায় দুই বিদেশি পর্যটককে। অবাক করা বিষয় হলো বিদেশি পর্যটকদের সাথে বাংলা বা হিন্দি নয়, পরিষ্কার ইংরেজিতে কথা বলতে দেখা যায় ওই রিকশা চালককে। আর সেই ভিডিওই ভাইরাল (Viral Video) হয় নেটদুনিয়ায়।
আরো পড়ুন: ইংরেজিতে কথা বলতে গিয়ে সমস্যায় পড়ছেন, রয়েছে কয়েকটি সহজ নিয়ম
ভিডিওতে ওই রিকশা চালককে বলতে শোনা যায় জামা মসজিদ সম্পর্কে। অর্থাৎ ওই রিকশা চালক বিদেশি পর্যটকদের ইংরেজিতে জামা মসজিদ বিষয়ে জানান। কিভাবে সেখানে যেতে হবে, সেখানে কি কি দেখা যাবে এই সমস্ত বিষয়। যা শুনে মুখে হাসি ফুটে ওঠে বিদেশি পর্যটকদের। পাশাপাশি রিকশা চালকের প্রতিভা ধেখে চোখ কপালে ওঠে স্থানীয়দের। রিকশা চালকের দক্ষতা দেখে অবাক হয় নেটবাসী। তবে শুধু অবাক নয়, প্রশংসার ঝড় বয়ে যায় ভিডিওর কমেন্ট বক্সে।
প্রসঙ্গত এই ভিডিওটি পোস্ট করা হয় @amethiya_anup এক্স হান্ডেল থেকে। পাশাপাশি ভিডিওর শিরোনামে লেখা হয় বিদেশীদের সাথে যেভাবে এই রিকশা চালক ইংরেজিতে কথা বলছেন তা শুনতে বেশ মজাদার। ভারতীয় রিকশা চালকের এই প্রতিভা দেখে তাকে হাজারগুন স্যালুট জানানো উচিত। ভিডিও দেখে অনেকেই কমেন্ট বক্সে রিকশা চালকের সম্পর্কে প্রশংসা করেছেন, বাহবা দিয়েছেন। চাইলে আপনিও ওই রিকশা চালকের প্রতিভা ভিডিওটিতে (Viral Video) দেখতে পারেন। প্রশংসা না করে থাকতে পারবেন না।