জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে শুয়ে আছেন তরুণ পর্যটক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিডিও

আজকালকার দিনে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে না এরকম মানুষ খুঁজে পাওয়া মুশকিল। ছোট থেকে বড় সবাই সোশ্যাল মিডিয়ার সাথে অভ্যস্ত। কেউ সেখানে ছবি পোস্ট করেন কেউ আবার ভিডিও। অনেকে আবার সেখানে কমেন্টও করেন। এভাবেই মাঝে মাঝে কোনো ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সম্প্রতি এরকম একটি ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

এই ভিডিওটি চার্লস কার্টার নামের এক এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২৯ হাজার মানুষ ভিডিওটিতে ভালোবাসা দিয়েছেন। পোস্ট করার সাথে সাথেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। মুহূর্তে ভাইরাল হয় এই ভিডিও।

আসুন জেনে নেওয়া যাক ঠিক কি দেখা যাচ্ছে এই ভিডিওটিতে? ভাইরাল ভিডিওটি ইন্দোনেশিয়ার দুকোনো পর্বতে তোলা। দুকোনো ইন্দোনেশিয়ার সক্রিয় আগ্নেয়গিরিগুলির মধ্যে অন্যতম। চলতি বছরে জানুয়ারি মাসে এটি থেকে অগ্নুৎপাত হয়। ঘুরতে যাওয়া পর্যটকদের ক্যামেরায় এই ভিডিও তোলা হয়েছে। তারপর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ করেই জেগে উঠেছে। তারপর চারপাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেই জ্বলন্ত আগ্নেয়গিরির সামনেই পর্বতচূড়ায় শুয়ে রয়েছেন এক তরুণ পর্যটক। তিনি সামগ্রিক ঘটনার মজা নিচ্ছিলেন। এই দৃশ্যই ক্যামেরাবন্দি করেছেন অন্যান্য পর্যটকেরা। তারপর সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করা হয়।

আরও পড়ুন: বয়স ৮০, মুখে সর্বদা হাসি, আড়াই টাকাতে সিঙ্গারা খাওয়াচ্ছেন সিঙ্গারা দিদা

নেটিজেনদের মতে, অত্যন্ত দক্ষতার সাথে তোলা হয়েছে এই ভিডিওটি। যিনি ভিডিওটি করেছেন তার প্রশংসায় পঞ্চমুখ নেটনাগরিকরা। ভিডিওটিতে প্রতিটি মুহূর্তের দৃশ্য অত্যন্ত সুন্দরভাবে ক্যাপচার করা হয়েছে। দুকোনো পর্বতের আগ্নেয়গিরির মুখটা ফেটে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ধীরে ধীরে ফুলে উঠেছে। তারপর পর্বতের গায়ের ফাটলে উঁকি মারছে গেরুয়া বর্ণের ফুটন্ত লাভা। তারপর হঠাৎই সেটি ফেটে বেরিয়ে এল গাঢ় কালো ধোঁয়া আর ছাই। চারপাশ ঢেকে গেল সেই ধোঁয়ায়।

তারপর সেই জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে অপর একটি পর্বতচূড়া থেকে ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন পর্যটকেরা। পর্বতচূড়াটি ঢেকে রয়েছে কালো ছাইয়ে। তার উপর শুয়েই জীবন্ত আগ্নেয়গিরির ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করছেন তরুণ। তবে তরুণের এখানে আচরণে নির্বুদ্ধিতার প্রকাশ পেয়েছে বলে মনে করছেন একদল নাগরিক। দৃশ্যের মজা উপভোগ করতে গিয়ে যেকোনো একটা বিপদ মুহূর্তেই ঘটে যেতে পারতো বলে তারা দাবি জানাচ্ছেন। তাই সবার আগে নিজের সতর্কতা অবলম্বন করা উচিত। প্রসঙ্গত উল্লেখ্য, সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ভিডিও সত্যতা যাচাই করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *