Viral Breakup Video: প্রেমে প্রতারণা করেছে প্রেমিকা, তরুণ মাঝরাস্তায় ঘটালেন এই কীর্তি

Viral Breakup Video: এখন যুগ হয়েছে ডিজিটালাইজেশনের। যেখানে বাড়িতে বসেই মুঠো ফোনের মাধ্যমে দেশ দেশান্তরের বিভিন্ন খবর পাওয়া যায় অনায়াসেই। এভাবেই এক জায়গার ঘটনা ছড়িয়ে পড়ে অন্য জায়গাতেও। এমন ভাবেই প্রতিদিন কত কিছুই না আজকাল ভাইরাল হচ্ছে। কোনো টিকেই যেমন ভরসাও করা যায়না তেমনই বিনোদনের অঙ্গ হিসেবে বাদও দেওয়া যায়না। আজকের প্রতিবেদনে এমনই একটি ভাইরাল ভিডিওর কথা বলব যেটি সমাজ মাধ্যমে ঝড় তুলেছে।

প্রেমের সম্পর্কে প্রেমিকা ঠকিয়েছে (Viral Breakup Video)! সম্পর্ক থাকাকালীন গোপনে তৃতীয় ব্যক্তির সাথে সম্পর্কে জড়িয়েছে প্রেমিকা। মাঝরাস্তায় হাতে নাতে ধরে ফেললেন প্রেমিক। এখানেই শেষ নয় উপহারের স্কুটিও কেড়ে নিলেন মাঝ রাস্তায়। এমনই একটি ভিডিও ক্রমাগত ঘুরপাক খাচ্ছে সমাজ মাধ্যমে। বারবার শেয়ার, কমেন্টে ভরে যাচ্ছে সমাজ মাধ্যম। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আমাদের সংস্থা। তবে ভাইরাল হওয়া এই ভিডিওতে দুজনকেই বাংলায় কথা বলতে দেখা যাচ্ছে। তবে ঘটনাস্থল সম্পর্কে নিশ্চিত জানা যায়নি।

ভাইরাল হওয়া এই ভিডিওতে (Viral Breakup Video) দেখা যাচ্ছে স্কুটিতে বসে রয়েছে তরুণী। পথ আটকে দাঁড়িয়ে রয়েছে তার প্রেমিক। এবং বারবার বার জোর গলায় গাড়ির চাবি চাইছে তরুণটি। তার অভিযোগ সম্পর্কে থাকাকালীন আরও একটি সম্পর্কে জড়িয়েছে এই তরুণী। আর এই জন্যই উপহার দেওয়া এই স্কুটি তিনি ফেরত চান। এই ভিডিওতে তোলপাড় হয়েছে সমাজ মাধ্যম।

আরো পড়ুন: এলাকার বাতাস দূষণমুক্ত কিনা বলে দেবে গুগল ম্যাপ, গুনগত মানও

বচসায় তরুণী স্কুটি ফেরত দিতে রাজি না হলে তার প্রেমিক জোর করে চাবি ছিনিয়ে নেন। এই ঘটনায় রাস্তায় রীতিমতো মানুষের ভিড় জমে যায়। সেই সময় একজন বাইক আরোহী দুজনের সমস্যার বোঝাপড়া করিয়ে দিতে চাইলেও কোনো উপকার হয়নি। এরপর স্কুটিটি নিয়ে ওই স্থান ছেড়ে চলে যান তরুণ। এই ভিডিওটিই (Viral Breakup Video) এখন সামনে এসেছে। মানুষের চর্চার বিষয় হয়ে উঠেছে গোটা ভিডিওটি। তবে নেট নাগরিকদের দাবি এই ভিডিওটি পুরানো যা আবারও নতুন করে চর্চায় ফিরে এসেছে।

এক্স হ্যান্ডেলে ভাইরাল হওয়া এই ভিডিওটি (Viral Breakup Video) ইতিমধ্যেই লাখ লাখ মানুষ দেখেছেন এবং হাজার হাজার লাইক,কমেন্ট ও শেয়ার হয়েছে। এতে নেট নাগরিকদের একাংশ প্রেমিকের প্রতি সহানুভূতি দেখালেও মহিলার কাছ থেকে স্কুটি কেড়ে নেওয়ার ঘটনার নিন্দে করেছেন। আবার কেউকেউ সরাসরি তরুণকে সমর্থন করে তাঁর কাজকে উচিত বলে মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *