Viral IIT Baba: গঙ্গা, যমুনা, সরস্বতী- এই তিন নদীর পবিত্র সঙ্গমস্থল প্রয়াগরাজ। ১২ বছর অন্তর অন্তর আসে এই পুণ্য তিথি। ১৪৪ বছর বাদে এবছর সূর্য, চন্দ্র,বৃহস্পতি, পৃথিবী একই সরলরেখায় আসছে, যা অত্যন্ত শুভ যোগ বলে মনে করছেন সাধুরা। শুধুমাত্র দেশ থেকে নয় বিদেশ থেকেও প্রচুর ভক্ত সমাগম ঘটে এই কুম্ভ মেলায়। মকর সংক্রান্তির এই পুণ্য তিথিতে পুণ্য স্নান করে মোক্ষের পথ প্রস্তুত করতে চান পুন্যার্থীরা।
সোমবার থেকে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। শেষ হবে ২৬ শে ফেব্রুয়ারি। প্রথম দিন থেকেই ভক্তদের ভিড় উপচে পড়েছে। দেশ বিদেশ থেকে সাধু সন্ন্যাসীদের আগমন ঘটছে। সাধুদের মধ্যে অনেকে নজর কাড়ছেন বিবিধ কারণে। এরই মধ্যে একজন হচ্ছে আইআইটি বাবা (Viral IIT Baba)। কে এই আইটি বাবা আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
মুখে সবসময় লেগে রয়েছে শিশুসুলভ হাসি। কথাও বলছেন ঝরঝরে ইংরেজিতে। সংবাদ মাধ্যমের পক্ষ থেকে পরিচয় জানতে চাওয়া হলে তিনি জানান, হরিয়ানার বাসিন্দা তিনি। দোহারা চেহারার এই লম্বা যুবকের আসলে নাম অভয় সিংহ। সাধু হওয়ার পর পরিচিত “মাসানি গোরখ” নামে। আইআইটি বোম্বেতে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে চার বছর পড়াশোনার পর ডিজাইনিং নিয়ে স্নাতকোত্তর হন তিনি। পড়াশুনোর পরেই সংসার জীবন ত্যাগ করে আধ্যাত্মিকতার পথ গ্রহণের সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, প্রাক্তন আইআইটিয়ান হওয়ার সুবাদেই ভক্তরা তাকে আইআইটি বাবা (Viral IIT Baba) নামে ডাকেন।
আরও পড়ুন: আইএএস হওয়ার স্বপ্ন ছেড়ে সন্ন্যাসিনী হলেন মেয়ে, মহাকুম্ভে মেয়েকে দান করল মা-বাবা নিজে!
শান্ত স্বভাবের এই তরুণ যুবা (Viral IIT Baba) আরও জানিয়েছেন যে, জীবনের মূল্যবোধ বোঝার জন্য উত্তর- আধুনিকতাবাদ, সক্রেটিস এবং প্লেটোর দর্শন নিয়েও পড়াশুনো করেছেন তিনি। জীবন, আধ্যাত্মিকতা জ্ঞান, শূন্যতা, সত্যান্বেষণ নিয়ে তার বক্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে নেটিজেনদের মধ্যে।
ভারতে আইআইটি তে পড়ার সুযোগ শুধুমাত্র মেধাবী পড়ুয়ারাই পায়। এই প্রতিষ্ঠান থেকে পাশ করলেই উজ্জ্বল ভবিষ্যতের পাশাপাশি মোটা মাইনের চাকরি। তাই সাধারণ মানুষেরা প্রশ্ন করেন, এরকম সুনিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে আধ্যাত্মিকতার পথে কেন পা বাড়ালেন এই তরুণ যুবক? তবে মানুষের এই প্রশ্ন আইআইটি বাবার (Viral IIT Baba) আধ্যাত্মিকতার পথে বিন্দু মাত্র প্রভাব ফেলে না বলে জানিয়েছেন তিনি।