Viral News: কম-বেশি অনেক বাড়িতেই পরিচারিকা রয়েছে। বিশেষ করে কাজের সূত্রে যেসব ছেলেরা বাড়িতে একা থাকে অথবা যেসব বাড়িতে কাজের লোক থাকে না সেই সব বাড়িতে পরিচারিকায় সব করে। বলা যায় বিশ্বাস করে তাদের উপর বাড়ির সমস্ত কাজকর্ম ছেড়ে দেওয়া হয়। আর সেই পরিচারিকায় বিশ্বাসঘাতকতা করল মালিকের পরিবারের সাথে। যা ইতোমধ্যেই ভাইরাল (Viral News) সোশ্যাল মিডিয়া জুড়ে। কি এমন করলেন সেই বাড়ির পরিচারিকা?
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গজিয়াবাদে। সেই এলাকার একটি ফ্ল্যাটের বাসিন্দা তার বাড়ির পরিচারিকার বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনেছে। সেই পরিচারিকার নাম রীনা। সূত্রের খবর দীর্ঘ ৮ বছর ধরে সেই পরিবারে কাজ করছেন ওই পরিচারিকা (Viral News)। তবে সাম্প্রতিক তার যে কুকীর্তি প্রকাশ পেয়েছে তা অত্যন্ত জঘন্য।
ওই পরিচারিকার বিরুদ্ধে পরিবারের অভিযোগ পরিচারিকা নিজের প্রস্রাব দিয়ে আটা মেখে রুটি তৈরি করে খাওয়াতেন মালিকের পরিবারকে। এক দুদিন নয় পরিবারের সন্দেহ দীর্ঘ ৮ বছর ধরেই এই কুকীর্তি করে চলেছেন ওই পরিচারিকা। যা ধরা পড়েছে মুঠোফোনে। মূলত ওই পরিবারের গৃহকর্ত্রীর সন্দেহ জাগে পরিচারিকার বিষয়ে। আর সেই সন্দেহবশত ১৪ই অক্টোবর রান্নাঘরের আড়ালে মোবাইল অন করে ভিডিও রেকর্ডিং করেন বাড়ির গৃহকর্ত্রী। আর সেখানেই উঠে আসে পরিচারিকার কুকীর্তি। কি দেখা যায় ভিডিওতে?
আরো পড়ুন: দিদিমণির ক্লাস নয়, খুদের ‘বেলি ডান্স’ই মাতালো নেট দুনিয়া, মুহূর্তে ১ কোটিরও বেশি ভিউস
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় ওই পরিবারের পরিচারিকা একটি বাসন নিয়ে রান্নাঘরের রেফ্রিজারেটরের আড়ালে যায়। তারপর সেখানে গিয়ে কামিজ খুলে ওই বাসনের মধ্যে নিজের প্রস্রাব সংগ্রহ করেন। সেই সংগৃহীত প্রস্রাব নিয়ে রান্নার গ্যাসের কাছে চলে আসে। তারপরেই দেখা যায় অবাক করা কান্ড। সেই সংগৃহীত প্রস্রাব দিয়েই আটা মেখে রুটি করতে দেখা যায় ওই পরিচারিকাকে। যা দেখে ঘেন্নায় খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছে সেই পরিবারের লোকজন। ইতিমধ্যে ওই পরিচারিকার বিরুদ্ধে গজিয়াবাদের ক্রসিং রিপাবলিক স্টেশনে মামলা দায়ের করেছে ওই পরিবার।
পরিবারের গৃহকর্ত্রী FIR-এ জানিয়েছেন বেশ কয়েকদিন ধরেই তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যহানি ঘটছিল। বিশেষ করে লিভার সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছিল। আর এতেই পরিচারিকার প্রতি সন্দেহ জাগে পরিবারের গৃহিণীর। যা ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে জানতে পারা যায়। গৃহকর্ত্রীর সন্দেহ দীর্ঘ আট বছর ধরেই তিনি এই কুকীর্তি করে চলেছেন। আর এই অভিযোগ উঠতেই পরিচারিকাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে নেটদুনিয়ায় (Viral News)। পরিবারের এফআইআর-এ তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রয়োজনে তারা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবে বলেও জানিয়েছেন।