Visa-free Countries for Indians: পাসপোর্ট এবং ভিসা ছাড়া বিদেশ ভ্রমণ কার্যত অসম্ভব। যার কারণে আর্থিক সামর্থ্য থাকলেও অনেক ক্ষেত্রেই পাসপোর্ট এবং ভিসা না থাকার দরুন বিদেশ ভ্রমন হয়ে ওঠে না। তারপর ভারতে পাসপোর্ট বানানো যা ঝকমারির বিষয়, তাতে করে অনেক সময় পাসপোর্ট বানানো বিশেষ কষ্টসাধ্য বিষয় হয়ে ওঠে। অনেক সময় এমনও দেখা যায় যে, পাসপোর্ট রয়েছে কিন্তু ভিসার আবেদন করা সত্ত্বেও সঠিক সময়ে ভিসা মেলেনা। তাই এক কথায় বলা চলে, ভিসা ছাড়া ভ্রমণে বাধা থাকার দরুন বহু মানুষই বিদেশ ভ্রমণে অপারগ হয়ে ওঠেন।
তবে প্রত্যেক দেশেরই পাসপোর্টে এমন কিছু এমন কিছু দেশ থাকে যেখানে ভিসা ছাড়াই (Visa-free Countries for Indians) ভ্রমণ করা যায়। তেমনই ভারতীয় পাসপোর্ট থাকলে পৃথিবীর বেশ কিছু দেশ রয়েছে যেখানে বিনা ভিসাতে ঘুরে বেড়ানো সম্ভব। আজকের প্রতিবেদনে তেমনই কিছু দেশের কথা উল্লেখ করা হলো। সেই সাথে বিনা ভিসায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আরোপিত কিছু নিয়ম নীতির কথাও উল্লেখ করা হলো।
নিম্নে বিশদ তালিকা দেওয়া হল (Visa-free Countries for Indians)
নেপাল (Nepal)
ভারতের উত্তরে অবস্থিত এই প্রতিবেশী রাষ্ট্রে ঘুরতে যেতে ভারতীয়দের জন্য কোন ভিসার প্রয়োজন হয় না। তবে ভিসার প্রয়োজন (Visa-free Countries for Indians) না হলেও, এই দেশে ঘুরতে যেতে সঙ্গে রাখতে হয় বৈধ পাসপোর্ট কিম্বা সচিত্র পরিচয় পত্র।
ভুটান (Bhutan)
ভারতের উত্তর অবস্থিত আর এক প্রতিবেশী রাষ্ট্র হল ভুটান। নেপালের মতো ভুটান ভ্রমনের ক্ষেত্রেও ভারতীয়দের ভিসার প্রয়োজন হয় না। সাথে বৈধ পাসপোর্ট, আধার কার্ড কিংবা ভোটার কার্ড থাকলেই ভুটান ভ্রমণের অনুমতি মেলে। যদিও এক্ষেত্রে একটি নিয়ম প্রযোজ্য। ভারত থেকে ভুটান ঘুরতে গেলে ফুন্টসলিং অভিবাসন দপ্তর থেকে পারমিট সংগ্রহ করতে হয়। যার মেয়াদ থাকে ১৫ দিন।
শ্রীলংকা (Sri Lanka)
শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত একমাত্র প্রতিবেশী রাষ্ট্র। পূর্বে শ্রীলঙ্কায় যেতে ভিসার প্রয়োজন হলেও ২০২৪ সালের পহেলা অক্টোবর থেকে ভারতীয়দের জন্য বিনা ভিসায় শ্রীলঙ্কা ভ্রমনের অনুমতি দেওয়া হয়েছে। তবে শ্রীলঙ্কা ভ্রমণের ক্ষেত্রে সাথে বৈধ পাসপোর্ট রাখাটি জরুরী।
মালদ্বীপ (Maldives)
ভারতের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র একগুচ্ছ দ্বীপ নিয়ে তৈরি মালদ্বীপ রাষ্ট্র। ভারত মহাসাগরের নীল জলরাশির মাঝে ভেলার মতো ভেসে থাকা অপার নৈসর্গিক সৌন্দর্য নিয়ে অবস্থিত এই দেশ। ভারতীয়দের কাছে উইকেন্ড ডেসটিনেশন হিসেবে মালদ্বীপের জুড়ি নেই। মালদ্বীপ আসতেও ভিসার প্রয়োজন হয় না, তবে মালদ্বীপ ঘুরতে বৈধ পাসপোর্ট দরকার। এখানে পৌছাতেই ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাওয়া যায়।
মায়ানমার (Myanmar)
ভারতের পূর্ব সীমা অবস্থিত মায়ানমারও একটি প্রতিবেশী রাষ্ট্র। মায়ানমারে ঘুরতে গেলেও ভারতীয়দের জন্য ভিসার প্রয়োজন (Visa-free Countries for Indians) হয় না।
ফিজি (Fiji)
ভারতীয়দের ক্ষেত্রে ১২০ দিন পর্যন্ত ফিজিতে বিনা ভিসায় ভ্রমণের সুযোগ মেলে। ভারতীয়রা ফিজিতে বেড়াতে গেলে ভিসা অনা অ্যারাইভাল পেয়ে যান। সে ক্ষেত্রে ফিজি সরকারকে বৈধ পাসপোর্ট, রিটার্ন টিকিট, সাথে থাকা বৈদেশিক মুদ্রার হিসাব, বেড়াতে যাওয়ার কারণ হোটেলের টিকিট ইত্যাদি তথ্য প্রদান করতে হয়।
মরিশাস (Mauritius)
মরিশাসে একজন ভারতীয় সর্বাধিক ৯০ দিন পর্যন্ত বিনা ভিসায় ভ্রমন করতে পারেন। তবে তার থেকে বেশি দিন থাকার প্রয়োজন হলে ভিসার জন্য আবেদন করতে হয়।
আরো পড়ুন: আরও ক্ষমতা বাড়ল ভারতীয় সেনার, শত্রু সায়েস্তায় স্বাক্ষরিত হলো ১৩৫০০ কোটি টাকার চুক্তি
সেশেলস (Seychelles)
ভারতীয়দের ক্ষেত্রে সেশেলস ঘুরতে যাওয়ার আগে সেখানকার অভিবাসন দপ্তর থেকে পারমিট সংগ্রহ করতে হয়। বৈধ পারমিট সাথে থাকলে সেশেলসে বিনা ভিসাতেই ভ্রমণ করতে পারেন ভারতীয়রা।
থাইল্যান্ড (Thailand)
এখনো পর্যন্ত থাইল্যান্ডে যেতে হলে ভারতীয়দের জন্য ভিসার প্রয়োজন হলেও আগামী বছর পহেলা জানুয়ারি থেকে ভারতীয়রা বিনা ভিসায় (Visa-free Countries for Indians) ৬০ দিন পর্যন্ত থাইল্যান্ডে ভ্রমণ করতে পারবেন।
কাতার (Qatar)
মধ্যপ্রাচ্যের এই ছোট্ট দেশটিতেও ভারতীয় পর্যটকদের ভ্রমণ করতে ভিসার প্রয়োজন (Visa-free Countries for Indians) হয় না।
এছাড়াও বার্বাডোজ (Barbados), ডোমিনিকান প্রজাতন্ত্র (Dominican Republic), হাইতি (Haiti), হংকং (Hong Kong SAR), কাজাকাস্থান (Kazakhstan), নিউ আইল্যান্ড (Niue Island), সেনেগাল (Senegal), সেন্ট লুসিয়া (St. Lucia), সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস (St. Vincent & the Grenadines) ও কুক দ্বীপপুঞ্জ (The Cook Island) -এ যেতে ভারতীয়দের ভিসার প্রয়োজন (Visa-free Countries for Indians) হয় না।
এর পাশাপাশি ভিসা অন অ্যারাইভাল পাওয়া যায় জ্যামাইকা (Jamaica), ওমান (Oman), সেন্ট কিটস ও নেভিস (St. Kitts & Nevis), বলিভিয়া (Bolivia), জর্ডান (Jordan), পেরু (Peru), কম্বোডিয়া (Cambodia), লাওস (Laos), কঙ্গো প্রজাতন্ত্র (Republic of Congo), ডোমিনিকা (Dominica), মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্র (Republic of Marshall Islands), সুরিনাম (Suriname), মরিতানিয়া (Mauritania), রিইউনিয়ন দ্বীপপুঞ্জ (Reunion Islands), তানজানিয়া (Tanzania), মিশর (Egypt), রুয়ান্ডা (Rwanda), ঘানা (Ghana), মঙ্গোলিয়া (Mongolia), ত্রিনিদাদ ও টোবাগো (Trinidad & Tobago), গ্রেনাডা (Grenada), মন্টসেরাট (Montserrat), তিউনিসিয়া (Tunisia), ইন্দোনেশিয়া (Indonesia), মোজাম্বিক (Mozambique), সিয়েরা লিওন (Sierra Leone), টুভালু (Tuvalu), ইরান (Iran), নাইজেরিয়া (Nigeria), জিম্বাবুয়ের (Zimbabwe) ক্ষেত্রে।
প্রতিবেদনে ই-ভিসা ফ্যাকাল্টি এর তালিকা সংযুক্ত করা হল না। এই বিষয়ে আরও বিশদে জানতে প্যারা যাবে ভারত সরকারের এক্সটারনাল অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে।