Burdwan Nature Park: শহুরে জীবন থেকে কোলাহল থেকে দূরে গিয়ে এক টুকরো শান্তি পেতে, বাউল গানের সুরে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চান? তাহলে দেরি না করে ঘুরে আসতে পারেন পূর্ব বর্ধমানের মিনি নেচার পার্ক থেকে। শহরের একঘেয়ে জীবন থেকে এক দিনের জন্য কাছেই রয়েছে এই মায়াবী প্রাকৃতিক পার্কের ঠিকানা। জেনে নিন কিভাবে পৌঁছাবেন।
বর্ধমান শহর থেকে ১১ কিমি দূরে অবস্থিত রয়েছে এই প্রকৃতি ঘেরা পার্ক। স্টেশন থেকে টোটো করে সহজেই পৌঁছে যাওয়া যাবে এই মিনি নেচার পার্কে (Burdwan Nature Park)। ভাড়া পড়বে ১৫০ থেকে ২৫০ টাকার মধ্যে। বাসে এলে নামতে হবে বাঁকুড়া মোড় বা দইচাঁদা স্টপেজে এরপর টোটো করে পৌঁছে যাওয়া যাবে প্রকৃতির মাঝে এই পার্কে। এছাড়া একদিন অরণ্য পার্কে কাটাতে ৫০০ টাকার বিনিময়ে একটি খাবারের প্যাকেজের সুব্যবস্থা রয়েছে। থাকবে রাত্রিবাসের সুবিধাও। এক্ষেত্রে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভাড়া পড়ে ১০০০ টাকা এবং রত্রিবাসের জন্য অতিরিক্ত ২০০ টাকা দিতে হবে।
এখানে নৌকবিহার করার সুযোগও রয়েছে। যেখানে ৩০ মিনিটে খরচ হতে পারে ৩০০ টাকা থেকে ৭০০ টাকা। সঙ্গে বাউল গানের মূর্ছনা উপভোগ করার সুযোগ রয়েছে সেখানে খরচ হবে অতিরিক্ত ৩০০ টাকা। শহরের ব্যস্ততা ভরা কোলাহলপূর্ণ জীবনে মন ভরে উঠবে কৃত্রিম ভাবে তৈরি বর্ধমানের মিনি নেচার পার্কের (Burdwan Nature Park) গ্রামের সহজ সরল জীবনের স্বাদ নিতে চলে আসুন।
আরও পড়ুন: বাংলার প্রথম লুপ সেতুতে ভিড় এড়াতে কড়া পদক্ষেপ নিল প্রশাসন
২৬ বিঘা জায়গা জুড়ে অবস্থিত বর্ধমানের এই মিনি নেচার পার্কে (Burdwan Nature Park) জন্মদিন পার্টি থেকে শুরু করে পারিবারিক চড়ুইভাতির সুযোগ রয়েছে। ছোটদের বিভিন্ন ধরনের খেলার মাধ্যম রয়েছে। বড়দের জন্য রয়েছে ছায়া ঘেরা প্রকৃতি, সুস্বাদু খাবার এবং শান্তি। এখানে নৌকাতে বসেও লাঞ্চ করার সুযোগ থাকে।
এই পার্কের (Burdwan Nature Park) সৃষ্টির ভাবনা বেরিয়েছে তরুণ শিল্পদ্যোগী পারভেজ উদ্দিন জানান তিনি ঘুরতে ভালবাসেন তাই শহরের কাছে এক টুকরো প্রকৃতির স্বাদ গ্রহণ করতে এই পার্কটির ভাবনা তাঁর মাথায় আসে। আর সেই জন্যই নতুন করে গড়ে তোলা হয়েছে এই পার্ক। শান্তিনিকেতনে যাওয়ার পথেও এখানে অনেকে বেড়াতে আসেন। তিনি জানান প্যাকেজ নয়, সাধারণ ভাবে ঘুরতে আসলেও এর প্রবেশ ফি-ও খুব সামান্য, মাত্র ৩০ টাকা।