Offbeat Destination: অত্যন্ত মনোরম এই জায়গা, রইল কলকাতার খুব কাছে অফ ডেস্টিনেশনের খোঁজ। সামনেই শীত আর শীত মানেই এদিক ওদিক বেরিয়ে পড়া। ভ্রমন প্রিয় পর্যটকদের কাছে ঘুরতে যাওয়ার নতুন নতুন জায়গা খুঁজে বের করাও এক ধরনের নেশা। আপনিও যদি তেমনই কোন নতুন জায়গার খোঁজে থেকে থাকেন তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। কলকাতার খুব কাছে অবস্থিত এই অফবিট ডেস্টিনেশন আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে এক্কেবারে পাল্টে দিতে পারে।
কিছু মানুষের পায়ে যেন সরষে লাগানো থাকে। সামান্য ফাঁক পেলেই এদিক ওদিক ঘুরতে বেরিয়ে পড়তে ভালোবাসেন তারা। এই সমস্ত ভ্রমন প্রিয় মানুষদের জন্যই প্রতিনিয়ত সরগরম হয়ে থাকে একাধিক পর্যটন স্থল। যারা ঘুরতে যাবার জন্য নতুন জায়গার খোঁজ করছেন তাদের জন্যই আজকের এই প্রতিবেদন। এই অফবিট ডেস্টিনেশনটিতে (Offbeat Destination) গেলে আপনার মন ভালো হতে বাধ্য। এখানকার মনোরম পরিবেশ আপনাকে আকর্ষণ করবেই। সামনে শীতের ছুটি আর সেই ছুটি উপভোগ করার জন্য এই জায়গা হতে পারে এক্কেবারে সঠিক নির্বাচন।
ঘুরতে যাওয়ার জন্য জঙ্গলমহল কিন্তু বেশ ভালো একটি জায়গা। দু-এক দিনের ছোট ট্রিপের জন্য পৌঁছে যেতে পারেন ঝারগ্রাম। এখানেই রয়েছে একটি দারুণ মন মাতানো অফবিট ডেস্টিনেশন (Offbeat Destination)। ঝাড়গ্রামের অন্তর্গত লালবাজার গ্রাম। সেখানকার প্রাকৃতিক পরিবেশ, সবুজে ঢাকা বিস্তীর্ণ বনভূমি সব মিলিয়ে যেন এক অদ্ভুত মাদকতা সৃষ্টি করেছে। এখানে একবার গেলে আপনার মন ভরে যাবে। নিশ্চিন্তে নিরিবিলিতে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে দু-একদিনের ছোটখাটো টুর প্ল্যান করা যেতেই পারে।
আরো পড়ুন: দার্জিলিংয়ের বিখ্যাত ভিউ পয়েন্ট টাইগার হিল, কেন এত জনপ্রিয়
ঝাড়গ্রামের এই অফবিট ডেস্টিনেশনে (Offbeat Destination) থাকা খাওয়া নিয়েও কোন সমস্যায় পড়তে হবে না। এখানে হোমস্টের ব্যবস্থা রয়েছে পর্যটকদের জন্য। লালবাজার গ্রাম এলাকার স্থানীয় গ্রামবাসীরাই এই হোমস্টে পরিচালনা করে থাকেন। এই লালবাজার গ্রামেই রয়েছে একটি প্রজাপতি পার্ক। হাজার হাজার প্রজাপতি উড়ে বেড়াচ্ছে সেখানে। এই গ্রামে কয়েকটা দিন কাটিয়ে আসতে পারলে তা নিশ্চিতভাবে আপনার স্মৃতির পাতায় জায়গা করে নেবে।
তবে শুধুমাত্র প্রজাপতি পার্ক নয়, এই অফবিট ডেস্টিনেশনটিকে (Offbeat Destination) ঘিরে রয়েছে আরও একাধিক ভ্রমন স্থল। লালবাজার গ্রামের খুব কাছেই রয়েছে ঝাড়গ্রামের বিখ্যাত রাজাঁ বাঁধ। স্থানীয়রা অনেকে এঁকে কেন্দা বাঁধ নামে অভিহিত করে থাকেন। চারিদিকে সবুজে ভরা এই বনভূমি আপনাকে প্রকৃতির প্রকৃত আমেজ এনে দিতে পারে। প্রতিদিনের ব্যস্ত জীবনযাপন ছেড়ে নিশ্চিন্তে নিরিবিলিতে কাটাতে চাইলে এই জায়গা হয়ে উঠতে পারে সেরা পছন্দ। তাই এ বছর শীতটা না হয় অন্যভাবে জঙ্গল মহলের অন্য রূপ দেখেই কাটালেন।