Kashmir Trip: কাশ্মীর যাওয়ার প্ল্যান করছেন, লিস্টে এড করুন এই জায়গাটি পাইনবন,

Kashmir Trip: কথায় আছে, বাঙালির পায়ের তলায় সরষে। ভ্রমণ পিপাসু বাঙালি সদা সর্বদা উদগ্রীব থাকে নতুন নতুন স্থান পরিভ্রমণের জন্য। সে ক্ষেত্রে কাশ্মীরের পাটনিটপ খুব ভালো একটি অপশন হতে পারে। পাহাড়চূড়া, দীঘল উপত্যকা, সুন্দর তৃণভূমির এক ঐকতান পাটনিটপ। সবমিলিয়ে পাটনিটপের  অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। পাটনিটোপের কোন কোন জায়গা  ঘুরে দেখবেন আসুন আদ্যোপ্রান্ত জেনে নেওয়া যাক

পাটনিটপের একদম কাছেই ৬০০ বছরে বেশি পুরানো মন্দিরটি হল নাগ মন্দির। সমৃদ্ধ সংস্কৃতি ও প্রাকৃতিক নিস্তব্ধতায় খুঁজে পাওয়া যায় এক পশলা শান্তি। কাঠের তৈরি এই শতাব্দী প্রাচীন মন্দিরে বহু শিব ভক্ত জড়ো হন তাদের মনস্কামনা পূরণের লক্ষ্যে।

তুষার আবৃত হিমালয় (Kashmir Trip) চূড়া ও তৃণভূমির অবারিত মোহনীয়তায় সাজানো সানসার গ্রাম। এই গ্রামের উষ্ণ আতিথেয়তা যে কোন প্রকৃতিপ্রেমীকে আপন করে নিতে সক্ষম। পাটনিটপ থেকে কুড়ি কিলোমিটার দূরে রয়েছে সানসার লেক, যা আপনাকে সুইজারল্যান্ড এর প্রাকৃতিক সৌন্দর্য মনে করিয়ে দেবে।

আরও পড়ুন: দুদিনের ছুটিতে ঘুরতে যেতে চাইছেন, ঘুরে আসুন নদী ও সাগর ঘেরা এই জায়গায়

জম্মু থেকে মাত্র দু কিলোমিটার দূরে পাহাড়ের কোলে অবস্থিত একটি ছোট্ট হিল স্টেশন হল নাথাটোপ (Kashmir Trip)। শীতকালে তুষারপাতের ফলে যার সৌন্দর্য কয়েক গুণ বেড়ে যায়। এখানে প্যারাগ্লাইডিং ও স্কিইং  করার সুযোগ রয়েছে।

দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে অবস্থিত বাগলিয়ার লেক, যার অপার্থিব সৌন্দর্য যেকোনো ভ্রমণ পিপাসুকে দিতে পারে চরম তৃপ্তি। ভারতীয় উপমহাদেশের উত্তরে অবস্থিত কাশ্মীরের (Kashmir Trip) এই স্থানগুলির আপনার পরবর্তী ভ্রমণের গন্তব্য হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *