Vivek Oberoi Net Worth: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন বিবেক ওবেরয়! বহুবার সমালোচনার শীর্ষে উঠে এসেছে তাঁর নাম। প্রসঙ্গ হয়তো অনেকেরই জানা। একসময় জনপ্রিয় বলি অভিনেত্রী ঐশ্বর্য্য রায়ের সাথে সম্পর্কের গুঞ্জন রটেছিল। এরপরই অদৃশ্য কোনো শক্তিবলে আর বিশেষ কাজ মেলেনি বলিউডে। গত সপ্তাহে একটি বিলাসবহুল রোলস রয়েস কুলিয়ান ব্ল্যাক ব্যাজ কিনেছেন এই বলি অভিনেতা। যার বাজার দাম ১২.২৫ কোটি টাকা।
তবে বলিউডের ইতিহাসে বিবেক (Vivek Oberoi Net Worth) প্রথম অভিনেতা নন এর আগেও অনেক অভিনেতা-অভিনেত্রীরা এই গাড়ি কিনেছেন। কিন্তু বিবেক আবারও চর্চায় উঠে এসেছে। প্রসঙ্গ সঞ্চয়ের! বলিউডে এখনও পর্যন্ত যেসব অভিনেতা এই গাড়ি কিনেছেন তাদের সকলেই বড় বড় তারকা। আর অন্যদিকে বিবেক বহুদিন থেকেই দূরে রয়েছেন অভিনয় থেকে, কেরিয়ার অতটা ভালো ছিলনা, ছিলেননা প্রথম শ্রেণীর অভিনেতা! অভিনেতা হিসেবে নাম যশ নেই বললেই চলে। তাহলেও এই মোটা টাকা খরচ করে গাড়ি কেনেন কীকরে! চর্চা তুঙ্গে!
এই কথা হয়তো অনেকেই জানেন না অভিনয় সফলতা না পেলেও বিবেক ওবেরয় (Vivek Oberoi Net Worth) নিঃশব্দে গড়ে তুলেছেন একটা ব্যবসায়িক কেরিয়ার। গত কুড়ি বছরেরও বেশি সময় ধরে একনিষ্ঠ ভাবে মনোযোগ দিয়েছেন ব্যবসায়। সূত্রের খবর এখন এই অভিনেতার মোট আয় এখন প্রায় ১২০০ কোটি টাকা। সেই তুলনায় অনেক পিছিয়ে রয়েছেন রনবীর কাপুরও (Ranbir Kapoor)! তাঁর মোট আয়ের পরিমাণ ৩৫০ কোটি টাকা। অল্লু অর্জুনের (Allu Arjun) মোট আয় সেখানে ৩৪০ কোটি টাকা।
আরো পড়ুন: জনপ্রিয় অভিনেত্রী ২৮ বার করেছেন বিয়ে, পরে প্রতারণার অভিযোগে হাজতবাস
কেরিয়ারের শুরুতে সলমন খানের সাথে ঝামেলা তার পর থেকেই এই অভিনেতাকে বলিউডে কোণঠাসা করে রাখা শুরু হয় ধীরে ধীরে। প্রথম ছবিতে তাঁর লুকস্ দর্শকদের দৃষ্টি আর্কষণ করলেও ধীরে ধীরে হারিয়ে যান তিনি। কিন্তু অভিনয়কে বিদায় দেননি তিনি। দক্ষিণী একাধিক ছবিতে দেখা যায় বিবেক ওবেরয়কে (Vivek Oberoi Net Worth)। OTT সিরিজগুলোতেও তাঁর অভিনয় চোখে পড়েছে। অর্থাৎ একাধারে যেমন চালিয়ে গেছেন ব্যবসায়িক কেরিয়ার তেমনই চালিয়ে গেছেন অভিনয়ও।
কেরিয়ারের শুরু থেকেই বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ শুরু করেন সাঁথিয়া ছবির এই নায়ক। ইতিমধ্যেই দুটি সংস্থা তৈরি করেছেন এই বলি অভিনেতা। শিল্প জগতে তার দুটি সংস্থার নাম কর্ম ইনফ্রাস্ট্রাকচার এবং মেগা এন্টারটেনমেন্ট। মূলত আবাসন এবং ইভেন্ট ম্যানেজমেন্টের খাতিরে তৈরি এই দুই সংস্থা। বহু স্টার্ট আপও রয়েছে তাঁর। দেশের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সহ প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। এই সব আয়ের উৎস থাকলে তাঁর ব্যাংক একাউন্ট (Vivek Oberoi Net Worth) ফুলে ফেঁপে উঠবে এই কথা অস্বাভাবিক নয়।