Site icon লোকাল সংবাদ

শেষ হতে চলেছে ভোটার কার্ড-আধারের গুরুত্ব, চালু হবে সিটিজেন কার্ড

সিটিজেন কার্ড

প্রতিনিধত্বমুলক

ভারতীয় নাগরিকদের কাছে গুরুত্বপূর্ণ নথি হিসেবে বিবেচিত হয় আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড। যেকোন গুরুত্বপূর্ণ কাজে বাধ্যতামূলকভাবে এগুলোর প্রয়োজন হয়। তবে আগামীদিনে আর প্রয়োজন থাকবে না এই দুই কার্ডের, নতুন একটি কার্ড একাই করবে এই দুইয়ের কাজ। সিটিজেন কার্ড নামে একটি নতুন পরিচয়পত্র প্রবর্তন করছে ভারত। পরিচয়পত্র হিসেবে আর বহন করতে হবে না একাধিক কার্ড, একটি নথির দ্বারাই ভারতীয় নাগরিকদের জন্য পরিচয় এবং নাগরিকত্ব উভয়ের প্রমাণ হিসাবে কাজ করবে।

সিটিজেন কার্ড কী?

অনেকের মনে প্রশ্ন আসাটা স্বাভাবিক যে, এই সিটিজেন কার্ড আসলে কি? আসলে সিটিজেন কার্ড হলো আধুনিক পরিচয়পত্র। যা ভারতের সকল বৈধ নাগরিককে দেওয়া হবে। এই কার্ডের মধ্যে থাকবে অনন্য পরিচয় নম্বর থাকবে, যা আপনার পরিচয় এবং আপনার নাগরিকত্বের অবস্থা উভয়ই নিশ্চিত করবে। পরিচয়পত্র হিসেবে আর দরকার পড়বে না আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড।

এই কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন জেনে নিন?

সিটিজেন কার্ডের জন্য আবেদন করতে গেলে, নাগরিকদের জাতীয় জনসংখ্যা নিবন্ধন/ National Population Register (NPR) এ তথ্য আপডেট করতে হবে। আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া হল:

আরও পড়ুন: কুম্ভমেলাকে পরিষ্কার রাখতে দিতে হচ্ছে লক্ষ লক্ষ কেজি ব্লিচিং পাউডার, পদক্ষেপ নিচ্ছে যোগী সরকার

সিটিজেন কার্ড কেন গুরুত্বপূর্ণ?

সিটিজেন কার্ডের অসুবিধা

Exit mobile version