Diwali 2024: মাসের প্রথমে দুর্গা পুজো এবং শেষে দীপাবলি, পকেটের চাপ সামলানোর উপায় জেনে নিন

Diwali 2024: দুর্গাপুজোর পর এবার দীপাবলি তার পরেই থাকছে ভাইফোঁটা। একেরপর এক উৎসবে খরচের ভার বইতে নাজেহাল অবস্থা পকেটের। ফলে আনন্দের মরশুম হলেও উপায় নেই অনেকের। রোজকার জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে তাতে চিন্তা না করে উপায়ও থাকছেনা। কিন্তু দীপাবলি আসলে আলোর উৎসবে শুভ শক্তিতে ভরে ওঠার উৎসব। তবে কিছু ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে এই আর্থিক চাপ কমানো যেতে পারে।

দীপাবলিতে (Diwali 2024) পকেটের কমাবেন কী করে? রইলো উপায়:

১. ব্যয় নিয়ন্ত্রণ: দুর্গাপুজোর পর এবার দীপাবলি খুশির উৎসবে প্রিয় মানুষদের জন্য উপহার কেনা থেকে শুরু করে একাধিক অতিরিক্ত খরচের ভার এসে পরে মাথার উপর। ফলে খরচ নাগালের বাইরে চলে যায়। সেই জন্য এবার থেকে কেনাকাটার আগে নিজের বাজেট অনুযায়ী লিস্ট বানিয়ে নিন। এতে খরচ একটি সীমার মধ্যে থাকে।

২. টেকসই পছন্দ: দীপাবলির (Diwali 2024) মরশুমে নতুন পোশাক কেনার চক্করে প্রায়ই বেশি খরচ হয়ে যায়। তাই এদিকেও কড়া নজর দিতে হবে। দুর্গাপুজোর কেনা নতুন পোশাক যদি দীপাবলিতে আরেকবার পরা হয় তবে বিষয়টি মোটেও দৃষ্টিকটু হয়না। ফলে টেকসই পোশাক কেনার দিকে নজর দিতে হবে।

আরো পড়ুন: চলে এলো LIC পেনশন স্কিম! বিনিয়োগ করলে বৃদ্ধ বয়সে টাকার চিন্তা শেষ

৩. ধার কমান: উৎসবের মরশুমে নিজের আর্থিক সামর্থ্য মেনে খরচ করুন। নিজের বাজেট স্থির করে চলুন। অতিরিক্ত বেহিসেবী খরচ করে ধার নেওয়া থেকে নিজেকে বিরত রাখুন।

৪. ছাড়ের সুযোগ ব্যবহার করুন: বড় বড় উৎসবে কেনাকাটার ক্ষেত্রে ছাড় দেখে কেনাকাটা করার প্রবণতা তৈরি করুন। দীপাবলিও (Diwali 2024) ভারতীয় সংস্কৃতির অন্যতম বড় একটি উৎসব ফলে এই সময় অনেক ছাড় থাকে কেনাকাটার উপর। সেই সুযোগ কাজে লাগিয়ে যদি কেনাকাটা করা যায় তবে অনেক টাকা সাশ্রয় হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *