Pop Up Ad: ফোন খুললেই সামনে চলে আসছে অযাচিত পপ আপ অ্যাড, জেনে নিন বন্ধ করার উপায়

Pop Up Ad: ফোন খুললেই সামনে চলে আসছে অযাচিত পপ আপ অ্যাড, জেনে নিন বন্ধ করার উপায়। একটি খুব বিখ্যাত কবিতার লাইন “মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে”। না ঠিক মুখ নয়, তবে মুঠোফোনটি অবশ্যই বিজ্ঞাপনে ঢেকে রয়েছে। বর্তমানে ফোন খুললেই বা মোবাইল ডেটা অন করলেই একাধিক বিজ্ঞাপন ভেসে ওঠে মোবাইল স্ক্রিনে।অযাচিত এই ধরনের পপ আপ অ্যাডগুলিকে নিয়ে সমস্যায় থাকেন অনেকেই। আপনিও যদি একই সমস্যায় ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আর চিন্তা নেই পপ আপ অ্যাডগুলিকে বন্ধ করার খুব সহজ একটি উপায় রয়েছে। আজকের প্রতিবেদনে সেই উপায়টি সম্পর্কে আলোচনা করা হল।

বর্তমানে মোবাইল ফোন আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত দিনের বেশ কিছুটা সময় কেটে যায় মোবাইল ফোন হাতে নিয়েই। কেউ একে বিনোদনের জন্য ব্যবহার করে, তো কেউ অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন কাজের জন্য, কেউ নিউজ চ্যানেল সার্চ করে, তো কেউ সোশ্যাল মিডিয়া। যে বিষয়ে যে খবরই জানতে চাওয়া হোক না কেন মুঠোফোনের মধ্যে রয়েছে প্রায় সব উত্তর। কিন্তু এই পরিস্থিতিতে সব থেকে বেশি সমস্যা সৃষ্টি করে অযাচিত অ্যাড। মোবাইল ডাটা অন হওয়ার সাথে সাথেই শুরু হয়ে যায় পপ আপ অ্যাডের (Pop Up Ad) রমরমা।

আপনি নির্দিষ্ট কোন বিষয়ে জানার জন্য কোন ওয়েবপেজ অথবা কোন লিংকে ক্লিক করলেন। খবরটি আপনার সামনে এল। আপনি পড়া শুরুও করলেন, কিন্তু খুব বেশি সময় ওই পেজটি আপনার সামনে থাকবে না। একটি ওয়েব পেজ চালু থাকা অবস্থাতেই একাধিক অ্যাড আপনার সামনে চলে আসবে। সেই পপ আপ অ্যাডগুলিকে (Pop Up Ad) কাটিয়ে তবে আবার নির্দিষ্ট ওয়েব পেজটিকে দেখা যাবে। বেশ কিছু সময় জুড়ে মোবাইল স্ক্রিন জুড়ে থেকে যায় সেই অ্যাড। পছন্দ না হলেও কিছুক্ষেত্রে দেখতে হয় সম্পূর্ণ অ্যাডটিকে। এতে যেমন কন্সেন্ট্রেশন নষ্ট হয়, অন্যদিকে চোখেরও ক্ষতি হয়।

আরো পড়ুন: একটি রিচার্জেই কম খরচে পাওয়া যাবে দারুণ ইন্টারনেট প্ল্যান সহ অন্যান্য সুবিধা

আপনি যে বিষয়ে আগ্রহী সেই বিষয় নিয়ে যখন কিছু জানতে চান তখন আপনার মধ্যে একাগ্রতা সৃষ্টি হয়। কিন্তু যখনই একটি নির্দিষ্ট ধারা চলতে চলতে আচমকা নতুন কোন অ্যাড আপনার সামনে ভেসে ওঠে তখন সেই একাগ্রতা ভঙ্গ হয়। পাশাপাশি আচমকা একেবারে অন্য ধরনের কোন অ্যাড সামনে চলে আসার কারণে চোখের উপরে চাপ পড়ে। তবে সবথেকে বেশি সমস্যা সৃষ্টি হয় ডিভাইসটির ক্ষেত্রেই। এই ধরনের পপ আপ অ্যাডগুলির কারণে ডিভাইসের গতি কমে আসে। এছাড়া ব্যাটারি চার্জ নষ্ট হয় অনেকটা। তবে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। খুব সহজ নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করলে পপ আপ অ্যাডের (Pop Up Ad) ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন।

অযাচিত পপ আপ অ্যড (Pop Up Ad) বন্ধ করতে প্রথমে আপনার ডিভাইস থেকে গুগল ক্রোম অপশনটিকে ওপেন করুন। এরপর যে গুগল পেজটি ওপেন হবে তার উপরের দিকে ডান দিকের কোনায় তিনটি ডট দেখতে পাবেন। সেই ডটে ক্লিক করলে অনেকগুলি অপশনের একটি তালিকা বেরোবে। সেই তালিকা থেকে সেটিংস অপশনটিকে বেছে নিন। তারপর সেখান থেকে পাবেন সাইট সেটিংস নামক একটি অপশন। সেখানে ক্লিক করলে কন্টেন্ট নামক একটি অপশন আপনার সামনে আসবে সেই অপশনে গেলেই দেখতে পাবেন পপ আপ অ্যাড রিডাইরেক্ট নামক একটি অপশন। যার পাশে টগল বোতাম থাকবে অ্যাডটিকে বন্ধ করার জন্য। পপ আপ অ্যাড বন্ধ করার পর ব্যাক করে আবারো সাইট সেটিং অপশনে ফেরত আসতে হবে। সেখান থেকে একই পদ্ধতিতে বন্ধ করে দিন ইন্ট্রুসিভ অ্যাডস অপশনটিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *