WBCS 2024 Notification: বিগত কিছু বছর ধরে চাকরির মন্দা চলছে পশ্চিমবঙ্গে। এরই মাঝে বেশিরভাগ চাকরি প্রার্থীদের অপেক্ষার দিন কাটছিল ডব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির জন্য। অবশেষে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি সরাসরি দেখা যাবে। গত ২০শে নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবার থেকে কমিশন নিজে এই পরীক্ষার ব্যবস্থা করবে। তবে বয়সসীমা, যোগ্যতা, আবেদন মূল্য, আবেদন পদ্ধতি, আবেদনের সময়সীমা সম্পর্কে এখনও বিশদে কিছুই জানানো হয়নি।
অন্যদিকে কিছু সময় আগে থেকেই জল্পনা হচ্ছিল WBCS পরীক্ষার (WBCS 2024 Notification) প্যাটার্ন বদলে গিয়ে ভারতীয় কেন্দ্রীয় সরকারি কর্মচারী পরীক্ষার মতো হয়ে যাবে। এক্ষেত্রে সিলেবাসেও আসতে পারে বদল তবে এই বিষয়েও এখনও বিস্তারিত জানানো হয়নি কমিশনের তরফে। তবে সমস্ত সঠিক তথ্য পেতে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখতে হবে।
অন্যদিকে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল যে এবার WBCS পরীক্ষার প্রশ্ন পত্রেও কিছু বদল আসতে পারে। বদলে যেতে পারে পরীক্ষার সিলেবাসও। তবে সম্প্রতি প্রকাশিত (WBCS 2024 Notification) এই বিজ্ঞপ্তিতে সরাসরি এখনও কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর UPSC পরীক্ষার আদলে তৈরি হতে পারে WBCS এক্সিকিউটিভ পরীক্ষার প্রশ্নপত্র। জানা যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন এই প্রস্তাবই রেখেছিল কমিশনের সামনে। জানা যাচ্ছে রাজ্য সরকার এই প্রস্তাবে রাজি হয়েছে।
আরো পড়ুন: আরও একটি দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, কাজের সুযোগ রাইটস লিমিটেডে
অর্থাৎ সব ঠিক থাকলে WBCS এক্সিকিউটিভ (WBCS 2024 Notification) প্রশ্নপত্রে আসতে চলেছে বদল। যদি প্রশ্নের ধরনে বদল আসে তবে প্রশ্নপত্রের নতুন প্যাটার্ন না জানলে আগ্রহী প্রার্থীদের পরীক্ষায় বসে সমস্যা হতে পারে। তাই আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট ওয়েবসাইট দেখে তবেই WBCS পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে বলছেন বিশেষজ্ঞরা।
WBCS পরীক্ষাটি (WBCS 2024 Notification) একাধিক পর্যায়ে সম্পন্ন হয়ে থাকে। রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর কাছে এটা তাদের স্বপ্নের চাকরি। এর মাধ্যমে নিয়োগ করা হয় রাজ্যের উচ্চপদস্থ কর্মচারী। ফলে স্বপ্ন পূরণের লক্ষ্যে একাধিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয় প্রার্থীদের। আর তার জন্য পরীক্ষার্থীদের প্রয়োজন হয় ধৈর্য্য এবং গভীর অনুশীলনের। প্রথমে প্রিলিমিনারী, এরপর মেইন্স এবং ইন্টারভিউয়ের মধ্যে দিয়ে যেতে হয় যোগ্য প্রার্থীদের।